Ajker Patrika

কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়ার পথে অশোক গেহলটের দুই বাধা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১১: ০৩
কংগ্রেসের প্রেসিডেন্ট হওয়ার পথে অশোক গেহলটের দুই বাধা

ভারতের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি নির্বাচন জমে উঠেছে। গান্ধী পরিবারের অত্যন্ত বিশ্বস্ত নেতা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকেই সম্ভাব্য সভাপতি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তাঁর প্রতিদ্বন্দ্বী হতে পারেন কংগ্রেসের আরেক প্রবীণ নেতা শশী থারুর। তবে এ দুই নেতার বাইরেও আজ নতুন করে কংগ্রেসের সর্বোচ্চ পদ নিয়ে নতুন টুইস্ট হাজির করেছেন দলের সাবেক সাধারণ সম্পাদক ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। তিনি ইঙ্গিত দিয়েছেন, তিনিও তো লড়তে পারেন দলের প্রেসিডেন্ট পদে।

কংগ্রেসের বর্তমান প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতের পর থেকেই শশীর দলীয় প্রেসিডেন্টের পদে লড়ার বিষয়টি অনেকটা নিশ্চিত। কিন্তু দলীয় প্রধানের পদে লড়ার বিষয়ে নতুন করে ভাবতে হচ্ছে অশোক গেহলটকে। কারণ আর কিছুই নয়, কংগ্রেসের নতুন নিয়ম। নিয়মানুসারে কোনো ব্যক্তি একই সঙ্গে দলীয় ও রাষ্ট্রীয় পদে থাকতে পারবেন না।

তাই দলীয় প্রধান দলে অশোক গেহলটকে রাজস্থানের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে হবে। আর সে ক্ষেত্রে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হতে পারেন তাঁর ঘোরতর বিরোধী কংগ্রেস নেতা শচীন পাইলট। তাই কংগ্রেসের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তাঁকে এক নয় দুই ফ্রন্টে লড়তে হবে। শশী থারুর তো বটেই, শচীন পাইলটও এখন তাঁর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর, গতকাল মঙ্গলবার রাতে রাজস্থানের বিধায়কদের এক বৈঠকে গেহলট বলে দিয়েছেন, তিনি কংগ্রেস সভাপতি পদে লড়ার জন্য মনোনয়নপত্র পেশ করবেন। তিনি দূরে যাচ্ছেন না। দিল্লি তাঁকে যেতে হতেই পারে, তার মানে এই নয় যে তিনি রাজস্থান ছেড়ে দেবেন। তিনি বলেন, ‘আমি কোথাও যাচ্ছি না। চিন্তার কোনো কারণ নেই।’ সর্বশেষ গেহলট জানিয়েছেন, প্রয়োজনে এক কেন, তিন পদের দায়িত্ব সামলাতেও প্রস্তুত তিনি।

গেহলট গতকাল সন্ধ্যায় সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন। এরপর যান রাহুলের কাছে, যেখানে পদযাত্রা করছেন তিনি। গেহলট রাহুলকে শেষবারের মতো দলের সভাপতি হওয়ার জন্য অনুরোধ করার কথা। মুখ্যমন্ত্রীর বিষয়টি নিয়েও কথা বলবেন। শচীন ইতিমধ্যে রাহুলের সঙ্গে পদযাত্রায় অংশ নিয়েছেন। এবার তিনিও সোনিয়ার সঙ্গে দেখা করবেন। শেষ পর্যন্ত কী হয়, তা জানার জন্য অবশ্য আগামী অক্টোবর অবধি অপেক্ষা করতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত