পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বালিগঞ্জে পাম অ্যাভিনিউয়ে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মৃত্যুকালে বুদ্ধদেব ভট্টাচার্যের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন তিনি। গতকাল বুধবার থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর। আজ বৃহস্পতিবার সকালে এল মৃত্যুসংবাদ।
দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক জীবনে তিনি প্রথমে কাশীপুর-বেলগাছিয়া আসনের বিধায়ক ছিলেন তিনি। এরপর ১৯৮৭ সালে যাদবপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান। ২০১১ সাল পর্যন্ত টানা এই কেন্দ্রের বিধায়ক ছিলেন বুদ্ধদেব।
বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম ১৯৪৪ সালের ১ মার্চ, কলকাতায়। কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর চাচা। রাজনীতির পাশাপাশি সাহিত্যচর্চাতেও সমান আগ্রহ ছিল বামপন্থী এই নেতার। শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করে প্রেসিডেন্সি কলেজে (অধুনা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। এরপর সরকারি স্কুলেই শিক্ষকতা করতেন।
১৯৬৬ সালে সিপিএমের প্রাথমিক সদস্যপদ নেন বুদ্ধদেব ভট্টাচার্য। ১৯৭২ সালে সিপিএমের রাজ্য কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৭৭ সালে বিধানসভা নির্বাচনে লড়েন প্রথমবার। তিনি ২০১১ সাল পর্যন্ত টানা সবগুলো বিধানসভা নির্বাচনে জিতেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার আগে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন দপ্তর সামলেছেন তিনি। তথ্য সংস্কৃতি দপ্তর থেকে পর্যটন, নগরোন্নয়ন—কখনো পূর্ণ মন্ত্রী আবার কখনো আবার সাময়িকভাবে দায়িত্ব পালন করেছেন।
বুদ্ধদেব ভট্টাচার্য ১৯৯৬ সালের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ১৯৯৯ সালে উপমুখ্যমন্ত্রী হন তিনি। সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু অবসর নেওয়ার পর ২০০০ সালে মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব। ১০ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বালিগঞ্জে পাম অ্যাভিনিউয়ে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মৃত্যুকালে বুদ্ধদেব ভট্টাচার্যের বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী ও এক সন্তান রেখে গেছেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন তিনি। গতকাল বুধবার থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর। আজ বৃহস্পতিবার সকালে এল মৃত্যুসংবাদ।
দীর্ঘ পাঁচ দশকের রাজনৈতিক জীবনে তিনি প্রথমে কাশীপুর-বেলগাছিয়া আসনের বিধায়ক ছিলেন তিনি। এরপর ১৯৮৭ সালে যাদবপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান। ২০১১ সাল পর্যন্ত টানা এই কেন্দ্রের বিধায়ক ছিলেন বুদ্ধদেব।
বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম ১৯৪৪ সালের ১ মার্চ, কলকাতায়। কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর চাচা। রাজনীতির পাশাপাশি সাহিত্যচর্চাতেও সমান আগ্রহ ছিল বামপন্থী এই নেতার। শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করে প্রেসিডেন্সি কলেজে (অধুনা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। এরপর সরকারি স্কুলেই শিক্ষকতা করতেন।
১৯৬৬ সালে সিপিএমের প্রাথমিক সদস্যপদ নেন বুদ্ধদেব ভট্টাচার্য। ১৯৭২ সালে সিপিএমের রাজ্য কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৭৭ সালে বিধানসভা নির্বাচনে লড়েন প্রথমবার। তিনি ২০১১ সাল পর্যন্ত টানা সবগুলো বিধানসভা নির্বাচনে জিতেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার আগে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন দপ্তর সামলেছেন তিনি। তথ্য সংস্কৃতি দপ্তর থেকে পর্যটন, নগরোন্নয়ন—কখনো পূর্ণ মন্ত্রী আবার কখনো আবার সাময়িকভাবে দায়িত্ব পালন করেছেন।
বুদ্ধদেব ভট্টাচার্য ১৯৯৬ সালের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ১৯৯৯ সালে উপমুখ্যমন্ত্রী হন তিনি। সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু অবসর নেওয়ার পর ২০০০ সালে মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব। ১০ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
খুব শিগগিরই মাসওয়ারি বেতনভিত্তিক চাকরির দিন শেষ হয়ে যাবে। বিলুপ্ত হয়ে যেতে পারে এ ধরনের বেতনভোগী মধ্যবিত্ত শ্রেণি। বিশেষ করে ভারতে এই মধ্যবিত্ত শ্রেণিটি চলতি দশকের মধ্যেই সম্ভবত বিলুপ্ত হবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে রেল সংযোগ প্রকল্পের অর্থায়ন ও নির্মাণকাজ স্থগিত করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে অন্তত তিনটি চলমান প্রকল্প থেমে গেছে এবং আরও পাঁচটি প্রকল্পের জরিপ কাজও বন্ধ হয়ে গেছে।
২ ঘণ্টা আগেইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
১৬ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
২০ ঘণ্টা আগে