Ajker Patrika

যোগীর নেই বাড়ি-গাড়ি, আছে লক্ষাধিক রুপির অস্ত্র 

যোগীর নেই বাড়ি-গাড়ি, আছে লক্ষাধিক রুপির অস্ত্র 

ভারতের উত্তর প্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার রাজ্যের বিধানসভা ভোটের মনোনয়ন জমা দিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে গোরক্ষপুর আরবান আসনের এই হেভিওয়েট প্রার্থী দাখিল করেছেন হলফনামাও। সেখানে তাঁকে জানাতে হয়েছে তাঁর মোট বিষয় সম্পত্তির পরিমাণও। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এমনটি বলা হয়।

আগামী ৩ মার্চ উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের ভোট। নির্বাচনী হলফনামায় যোগী জানিয়েছেন, তাঁর স্থাবর এবং অস্থাবর সম্পত্তির মোট মূল্য দেড় কোটি রুপির কিছু বেশি। যোগীর দেওয়া হিসাব অনুযায়ী ছয়টি ব্যাংক অ্যাকাউন্টে তাঁর ১ কোটি ৫৪ লাখ ৯৪ হাজার ৫৪ রুপি জমা রয়েছে। ছয়টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে দিল্লির স্টেট ব্যাংকের পার্লামেন্ট হাউসের শাখায় রয়েছে ২৫ লাখ ৯৯ হাজার ১৭১ রুপি। গোরক্ষপুরের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গোরক্ষনাথ শাখায় রয়েছে ৪ লাখ ৩২ হাজার ৭৫১ রুপি। স্টেট ব্যাংকের লক্ষ্ণৌ বিধান সভা মার্গের শাখায় জমা আছে ৬৭ লাখ ৮৫ হাজার ৩৯৫ রুপি। গোরক্ষনাথের স্টেট ব্যাংক শাখায় রয়েছে সাত হাজার ৯০৮ রুপি। যোগী জানিয়েছেন তাঁর হাতে নগদ রয়েছে এক লাখ রুপি। 

এছাড়া দুটি ফিক্সড ডিপোজিটও রয়েছে উত্তর প্রদেশের বিদায়ী মুখ্যমন্ত্রীর। একটি সাড়ে আট লাখের কাছাকাছি। অন্যটি ৭ লাখ রুপির কিছু বেশি। 

গতকাল শুক্রবার হলফনামায় যোগী দাবি করেছেন, তাঁর নিজস্ব জমি বা বাড়ি নেই। তবে ন্যাশনাল সঞ্চয়ী স্কিম ও বিমায় ৩৭ লাখ ৫৭ হাজার রুপি বিনিয়োগ রয়েছে। তার একটি সোনার কুণ্ডল রয়েছে। যার দাম ৪৯ হাজার রুপি। একটি সোনার চেনে রুদ্রাক্ষ পরেন। তার দাম ২০ হাজার রুপি। ১২ হাজার রুপি দামের একটি মোবাইল ফোনের কথাও জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। 

তবে প্রায় ২ লাখ রুপি মূল্যের আগ্নেয়াস্ত্র আছে যোগীর। এর মধ্যে একটি রিভলবারের দাম ১ লাখ রুপি। আছে ৮০ হাজার রুপি দামের একটি রাইফেলও। 

২০১৭ সালে উত্তর প্রদেশের বিধানসভায় প্রার্থী হয়েছিলেন যোগী আদিত্যনাথ। তখন তার স্থাবর-অস্থাবর সম্পত্তি ছিল ৯৫ লাখ ৯৮ হাজার রুপি। হিসাব বলছে, ৫ বছরে ৬০ লাখ রুপির সম্পত্তি বেড়েছে তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত