Ajker Patrika

মন্দিরের আয় বছরে হাজার কোটি রুপি!

কলকাতা প্রতিনিধি
মন্দিরের আয় বছরে হাজার কোটি রুপি!

দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুমালা তিরুপতি মন্দিরের বার্ষিক আয় হাজার কোটি টাকারও বেশি। ভক্তরা প্রতি বছর এক টনেরও বেশি স্বর্ণ দান করেন মন্দিরটিতে।

মন্দির কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত এক শ্বেতপত্র থেকে জানা গেছে, তিরুপতি মন্দিরের ব্যাংক অ্যাকাউন্টে জমাকৃত অর্থের পরিমাণ ১৫ হাজার ৯৩৮ কোটি রুপি। এ ছাড়া জমাকৃত স্বর্ণের পরিমাণ ১০ টন। সবই সুরক্ষিত রয়েছে বলে শ্বেতপত্রে উল্লেখ করা হয়।

মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে এভি ধর্মা রেড্ডি জানিয়েছেন, ২০১৯ সালে মন্দিরের জমাকৃত অর্থের পরিমাণ ছিল ১৩ হাজার ২৫ কোটি রুপিরও বেশি। কিন্তু গত ৩ বছরে আয় আরও বেড়েছে অন্তত ২ হাজার ৯১৩ কোটি রুপি। ফলে এখন ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ ১৫ হাজার ৯৩৮ কোটি রুপি।

এভি ধর্মা রেড্ডি আরও জানান, সেই সময়ে মন্দিরে ৭ টন সোনা ছিল। এখন সেই সোনার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০ টন। হিন্দুদের কাছে অন্তত জাগ্রত এই মন্দিরে প্রতিদিন দূর-দুরান্ত থেকে বহু মানুষ ভিড় করেন। ভক্তরাই ভগবানের উদ্দেশ্যে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণ দান করেন।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত