পশ্চিমবঙ্গের গ্রেপ্তারকৃত সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের আরেকটি বাড়ি থেকে কমপক্ষে ১৫ কোটি টাকা, স্বর্ণের গয়না এবং বার উদ্ধার করা হয়েছে। ভারতের আর্থিক দুর্নীতির তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট–ইডির একটি এই বিষয়টি নিশ্চিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে।
এর আগেও অর্পিতার বাড়ি থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে। এবার অর্পিতার বেলেঘড়িয়ার ওই অ্যাপার্টমেন্টের একটি শেলফ থেকে রুপিগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক গণনায় ১৫ কোটি রুপির মতো মনে হলেও এই পরিমাণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্যাংক কর্মকর্তারা এখনো সেখানে উদ্ধারকৃত রুপি এবং স্বর্ণের তৈরি জিনিসপত্রের দাম নির্ধারণের জন্য হিসাব চালিয়ে যাচ্ছেন।
ইডি জানিয়েছে, আজও বিপুল পরিমাণ দলিল দস্তাবেজ পাওয়া গেছে। যেগুলো মামলার তদন্তের জন্য বিরাট সাক্ষ্য হিসেবে কাজ করতে পারে। এর আগেও অভিযান চালিয়ে অর্পিতার আগের বাড়ি থেকে একটি ৪০ পাতার ডায়েরি উদ্ধার করা হয়েছে। যেখানে অর্থের ব্যাপারে বিভিন্ন তথ্য লেখা রয়েছে। তবে তদন্তের স্বার্থে তাতে কী লেখা রয়েছে তা প্রকাশ করা হয়নি।
এর আগে, গত ২৩ জুলাই গ্রেপ্তার হন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্পমন্ত্রী ও রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী থাকাকালে শিক্ষক নিয়োগে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। ভারতের আর্থিক দুর্নীতির তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আনীত অর্থের বিনিময়ে শিক্ষকের চাকরি দেওয়ার অভিযোগ নিয়ে তদন্ত করছে।
তার গ্রেপ্তারের পর তাঁর সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ২১ কোটি রুপি উদ্ধার করা হয়। সঙ্গে অন্যান্য মূল্যবান সামগ্রীও পাওয়া যায়। পার্থ চট্টোপাধ্যায়ের আরেক সহযোগী মোনালিসা দাসের বাড়ি থেকেও উদ্ধার হয় আবাসনের দলিলপত্র।
উল্লেখ্য, গত বছর দ্বিতীয়বার মন্ত্রী হিসাবে শপথে গ্রহণের পরও গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তখন তাঁর বিরুদ্ধে নারদা গণমাধ্যমের স্টিং অপারেশনে টাকা নেওয়ার অভিযোগ ছিল। এবার শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ।
পশ্চিমবঙ্গের গ্রেপ্তারকৃত সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের আরেকটি বাড়ি থেকে কমপক্ষে ১৫ কোটি টাকা, স্বর্ণের গয়না এবং বার উদ্ধার করা হয়েছে। ভারতের আর্থিক দুর্নীতির তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট–ইডির একটি এই বিষয়টি নিশ্চিত করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে।
এর আগেও অর্পিতার বাড়ি থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে। এবার অর্পিতার বেলেঘড়িয়ার ওই অ্যাপার্টমেন্টের একটি শেলফ থেকে রুপিগুলো উদ্ধার করা হয়। প্রাথমিক গণনায় ১৫ কোটি রুপির মতো মনে হলেও এই পরিমাণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্যাংক কর্মকর্তারা এখনো সেখানে উদ্ধারকৃত রুপি এবং স্বর্ণের তৈরি জিনিসপত্রের দাম নির্ধারণের জন্য হিসাব চালিয়ে যাচ্ছেন।
ইডি জানিয়েছে, আজও বিপুল পরিমাণ দলিল দস্তাবেজ পাওয়া গেছে। যেগুলো মামলার তদন্তের জন্য বিরাট সাক্ষ্য হিসেবে কাজ করতে পারে। এর আগেও অভিযান চালিয়ে অর্পিতার আগের বাড়ি থেকে একটি ৪০ পাতার ডায়েরি উদ্ধার করা হয়েছে। যেখানে অর্থের ব্যাপারে বিভিন্ন তথ্য লেখা রয়েছে। তবে তদন্তের স্বার্থে তাতে কী লেখা রয়েছে তা প্রকাশ করা হয়নি।
এর আগে, গত ২৩ জুলাই গ্রেপ্তার হন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্পমন্ত্রী ও রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী থাকাকালে শিক্ষক নিয়োগে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই অসুস্থ হয়ে পড়েন তিনি। ভারতের আর্থিক দুর্নীতির তদন্তকারী প্রতিষ্ঠান এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (ইডি) পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আনীত অর্থের বিনিময়ে শিক্ষকের চাকরি দেওয়ার অভিযোগ নিয়ে তদন্ত করছে।
তার গ্রেপ্তারের পর তাঁর সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ২১ কোটি রুপি উদ্ধার করা হয়। সঙ্গে অন্যান্য মূল্যবান সামগ্রীও পাওয়া যায়। পার্থ চট্টোপাধ্যায়ের আরেক সহযোগী মোনালিসা দাসের বাড়ি থেকেও উদ্ধার হয় আবাসনের দলিলপত্র।
উল্লেখ্য, গত বছর দ্বিতীয়বার মন্ত্রী হিসাবে শপথে গ্রহণের পরও গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তখন তাঁর বিরুদ্ধে নারদা গণমাধ্যমের স্টিং অপারেশনে টাকা নেওয়ার অভিযোগ ছিল। এবার শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ।
গাজায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েল বহুদিন ধরে দাবি করে আসছিল যে, হামাস জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ত্রাণ চুরি করছে। এই অভিযোগকে সামনে রেখেই তারা সেখানে খাদ্য সরবরাহে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে এখন জানা যাচ্ছে, ইসরায়েলি সামরিক বাহিনী এমন কোনো প্রমাণই পায়নি যে—হামাস পদ্ধতিগতভাবে জাতিসংঘ
১৫ মিনিট আগেথমথমে পরিবেশ, থেকে থেকে শোনা যাচ্ছে ট্যাঙ্কের গর্জন আর কামানের শব্দ—তিন দিন ধরে থাইল্যান্ডের সীমান্তবর্তী অঞ্চলগুলোর পরিস্থিতি এরকমই। দু’দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত দ্বন্দ্ব অবশেষে রূপ নিয়েছে খোলা সংঘর্ষে। গত বৃহস্পতিবার প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলি শুরুর পর থেকে এটাই যেন হয়ে
২০ মিনিট আগেগাজায় দীর্ঘ কয়েক মাসের ইসরায়েলি অবরোধের পর যখন দুর্ভিক্ষে মানুষ প্রাণ হারানো শুরু করেছে ঠিক তখনই আন্তর্জাতিক চাপের মুখে অঞ্চলটিতে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। পাশাপাশি, আবারও আকাশপথে উড়োজাহাজ থেকেও ত্রাণ ফেলা শুরু হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের মনসা দেবীর মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন। মন্দিরে ওঠার সিঁড়িতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে