মহারাষ্ট্রের নাগপুরে মুঘল সম্রাট আওরঙ্গজেব সমাধি সরিয়ে ফেলার দাবিতে বিক্ষোভ করেছে বজরং দল। পরবর্তীতে এই বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। এর পাশাপাশি ধর্মগ্রন্থ পোড়ানোর গুজব ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য নাগপুরের বিভিন্ন এলাকায় পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এই সংঘর্ষ পরে কোতোয়ালি ও গণেশপেথ এলাকাতেও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চিতনিস পার্ক ও মহাল এলাকায় কাঁদানে গ্যাসের নিক্ষেপ করে। এ ছাড়া শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং পুলিশ স্থানীয় নাগরিকদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে।
জানা গেছে, আজ সোমবার বিকেলে মহাল এলাকায় ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তির কাছে বাজরং দল বিক্ষোভ শুরু করে। এসময় তারা আওরঙ্গজেব সমাধি অপসারণের দাবি জানায়।
পুলিশের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সন্ধ্যায় গণেশপেথ থানায় ধর্মগ্রন্থ পোড়ানোর অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।
এই অভিযোগের পর শহরের বিভিন্ন এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষ জড়ো হতে শুরু করে। মহাল, কোতোয়ালি, গণেশপেথ ও চিতনভিস পার্ক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
তবে বাজরং দলের নেতারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের পক্ষ থেকে বলা হয়, তারা কেবল আওরঙ্গজেব কুশপুত্তলিকা দাহ করেছে। ধর্মগ্রন্থ পোড়ানোর কোনো ঘটনা ঘটেনি।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কুইক রেসপন্স টিম (কিউআরটি), দাঙ্গা নিয়ন্ত্রণ পুলিশ ও স্টেট রিজার্ভ পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। বিভিন্ন থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যও ডাকা হয়েছে।
এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস স্থানীয় নাগরিকদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘পুলিশ পরিস্থিতি সামাল দিচ্ছে এবং মহাল এলাকায় পাথর নিক্ষেপ ও উত্তেজনাকর পরিস্থিতি মোকাবিলা করছে।’
কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়িও নাগরিকদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘নাগপুর ঐতিহাসিকভাবে শান্তিপূর্ণ এলাকা। আমি সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। গুজবে কান দেবেন না এবং রাস্তায় নেমে কোনোপ্রকার সহিংসতায় জড়াবেন না।’
মহারাষ্ট্রের নাগপুরে মুঘল সম্রাট আওরঙ্গজেব সমাধি সরিয়ে ফেলার দাবিতে বিক্ষোভ করেছে বজরং দল। পরবর্তীতে এই বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। এর পাশাপাশি ধর্মগ্রন্থ পোড়ানোর গুজব ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা।
ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য নাগপুরের বিভিন্ন এলাকায় পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এই সংঘর্ষ পরে কোতোয়ালি ও গণেশপেথ এলাকাতেও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চিতনিস পার্ক ও মহাল এলাকায় কাঁদানে গ্যাসের নিক্ষেপ করে। এ ছাড়া শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং পুলিশ স্থানীয় নাগরিকদের অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে।
জানা গেছে, আজ সোমবার বিকেলে মহাল এলাকায় ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তির কাছে বাজরং দল বিক্ষোভ শুরু করে। এসময় তারা আওরঙ্গজেব সমাধি অপসারণের দাবি জানায়।
পুলিশের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ তৈরি হয়। সন্ধ্যায় গণেশপেথ থানায় ধর্মগ্রন্থ পোড়ানোর অভিযোগে একটি মামলা দায়ের করা হয়।
এই অভিযোগের পর শহরের বিভিন্ন এলাকায় মুসলিম সম্প্রদায়ের মানুষ জড়ো হতে শুরু করে। মহাল, কোতোয়ালি, গণেশপেথ ও চিতনভিস পার্ক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
তবে বাজরং দলের নেতারা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাদের পক্ষ থেকে বলা হয়, তারা কেবল আওরঙ্গজেব কুশপুত্তলিকা দাহ করেছে। ধর্মগ্রন্থ পোড়ানোর কোনো ঘটনা ঘটেনি।
পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কুইক রেসপন্স টিম (কিউআরটি), দাঙ্গা নিয়ন্ত্রণ পুলিশ ও স্টেট রিজার্ভ পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। বিভিন্ন থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যও ডাকা হয়েছে।
এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস স্থানীয় নাগরিকদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘পুলিশ পরিস্থিতি সামাল দিচ্ছে এবং মহাল এলাকায় পাথর নিক্ষেপ ও উত্তেজনাকর পরিস্থিতি মোকাবিলা করছে।’
কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়কড়িও নাগরিকদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘নাগপুর ঐতিহাসিকভাবে শান্তিপূর্ণ এলাকা। আমি সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। গুজবে কান দেবেন না এবং রাস্তায় নেমে কোনোপ্রকার সহিংসতায় জড়াবেন না।’
তিনি ইতিহাসের দিকে ইঙ্গিত করে বলেন, ‘পশ্চিমা দেশগুলো যুগের পর যুগ ধরে রাশিয়ার প্রতি অবিশ্বাস ও শত্রুতার মনোভাব পোষণ করে এসেছে। পিটার দা গ্রেটের আমল থেকেই তারা রাশিয়াকে ইউরোপীয় পরিবারে উপযুক্তভাবে স্থান দিতে চায়নি। বরং একে দুর্বল করে রাখার জন্য নানা ষড়যন্ত্র করেছে।’
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ফ্লোরিডার তরুণ উদ্যোক্তা ও আইসক্রিম দোকানের মালিক ছিলেন ২০ বছর বয়সী সাইফোল্লাহ মুসাল্লেত। সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। তাঁর শোকবিহ্বল পরিবারের আশা—এই তরুণ যেন ‘শুধু আরেকটি সংখ্যা’ হয়ে হারিয়ে না যান।
৩ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে রাশিয়া ও চীনের মধ্যে আরআইসিকে পুনরুজ্জীবিত করার আগ্রহ বেড়েছে, বিশেষত ভারতের কোয়াড সদস্য হওয়ার পর। যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার এই জোটকে বেইজিং মনে করে নিজেদের উত্থান ঠেকানোর জন্য গঠিত একটি জোট। এদিকে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঘনিষ্ঠতা...
৪ ঘণ্টা আগেসিরিয়ায় ইসরায়েলের বিমান হামলাকে কেন্দ্র করে তুরস্ক তাদের অবস্থান পরিষ্কার করেছে। নিজেদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে তুরস্ক তাদের এই অবস্থান জানিয়ে দিয়েছে। গতকাল বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, আঙ্কারা আঞ্চলিক শক্তি...
৫ ঘণ্টা আগে