Ajker Patrika

আসামে বন্যা পরিস্থিতির উন্নতি নেই, মৃত্যু বেড়ে ৮২

অনলাইন ডেস্ক
আপডেট : ২১ জুন ২০২২, ১৪: ৫২
Thumbnail image

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই। সর্বশেষ পাওয়া খবরে আরও ১১ জনের মৃত্যুর কথা জানা গেছে। এ নিয়ে রাজ্যটিতে বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

আসাম দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে ৪৭ লাখেরও বেশি মানুষ বন্যায় পানিবন্দী হয়ে আছে। আসাম রাজ্যের ৩৬টি জেলার মধ্যে ৩২টিই বন্যায় প্লাবিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ফোন করে বন্যা পরিস্থিতির খোঁজ-খবর নিয়েছেন। 

এএসডিএমএ আরও জানিয়েছে, দাররাং জেলায় তিনজন, নগাঁওয়ে দুজন এবং কাছাড়, দিব্রুগড়, হাইলাকান্দি, হোজাই, কামরূপ ও লখিমপুরে একজন করে মারা গেছেন। এঁদের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছেন, যাঁরা নগাঁওয়ে পানিবন্দী মানুষকে উদ্ধার করতে গিয়ে বন্যার স্রোতে ভেসে গেছেন। এ ছাড়া উদালগুড়ি ও কামরূপে দুজন এবং কাছাড়, দারাং ও লখিমপুরে একজন করে নিখোঁজ রয়েছেন। 

সোমবার হিমন্ত শর্মা টুইটার পোস্টে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বন্যা পরিস্থিতির খবর নিতে সকাল থেকে দুবার ফোন করেছেন। বন্যার ক্ষয়ক্ষতি জানার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই একদল কর্মকর্তাকে পাঠাবে। 

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসামের মুখ্যমন্ত্রীকে ফোন করে বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। 

গত এক সপ্তাহের প্রলয়ংকরী বন্যায় ইতিমধ্যে আসামের ৫ হাজার ৪২৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের অন্তত ২ লাখ ৩১ হাজার ৮১৯ জনকে ৮১০টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া যারা আশ্রয়কেন্দ্রে যায়নি, তাদের ৬১৫টি ত্রাণশিবির থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। 

আবহাওয়া অফিসের কর্মকর্তারা বলেছেন, কপিলি, ব্রহ্মপুত্র, পুথিমারি, পাগলাদিয়া, বেকি বারাক ও কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত