ভারতের বিরোধী দল কংগ্রেস পার্টির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রার’ আজ বুধবার ছিল ১১তম দিন। রাহুল গান্ধীর নেতৃত্বে মণিপুর রাজ্য থেকে শুরু হওয়া এই যাত্রা নাগাল্যান্ড হয়ে ৬ দিন আগে আসামে প্রবেশ করেছে। তবে এই সময়ের মধ্যে আসামের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নানাভাবে যাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ কংগ্রেসের। গত সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশে রাহুলকে একটি মন্দিরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও আছে। সর্বশেষ আজ বুধবার রাহুলকে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন হিমন্ত।
এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন, তিনি রাহুল গান্ধীর গ্রেপ্তার করাবেন, তবে এটা লোকসভা নির্বাচনের পর। এ বিষয়ে তিনি বলেন, ‘যদি আমরা এখনই ব্যবস্থা নিই, তবে তারা এটিকে রাজনৈতিক চাল বলবে।’
এর আগে গত মঙ্গলবার রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
হিমন্ত শর্মা দাবি করেন, কংগ্রেস একটি ঝামেলা পাকাতে চাইছে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই যাত্রার আসল উদ্দেশ্য হলো আসামকে বিরক্ত করা এবং আসামের শান্তিকে নষ্ট করা। আমরা তার মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যকে পরাজিত করেছি এবং তাকে ধুবরির বাইরে যা করতে চায়, তা করতে দিন।’
রাহুলের বিরুদ্ধে মামলার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা একটি বিশেষ তদন্ত দল গঠন করব। এই দলই মামলাটি তদন্ত করবে এবং লোকসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরই আমরা তাঁকে গ্রেপ্তার করব।’
তিনি আরও বলেন, ‘আমাদের কাছে প্রমাণ আছে। গতকালই গুয়াহাটিতে একটি বড় ধরনের অঘটন ঘটতে পারত, যেভাবে সে মানুষকে উসকে দিয়েছে।’
কংগ্রেসের অভিযোগ, গত সোমবার রামমন্দির উদ্বোধনের দিন রাহুল গান্ধীকে তাঁর বহরসহ রাজ্যের রাজধানী গুয়াহাটি থেকে দূরে থাকার হুমকি দিয়েছিলেন হিমন্ত। সেদিনই ভারত জোড়ো ন্যায় যাত্রার বহরে বিজেপির সন্ত্রাসীরা অন্তত দুবার হামলা করেছে। পাশাপাশি রাহুলকে একটি মন্দিরে প্রবেশেও বাধা দিয়েছিল রাজ্য কর্তৃপক্ষে। শেষ পর্যন্ত রাস্তায় বসে প্রতিবাদ জানিয়ে দিনটি শেষ করেছিলেন কংগ্রেস নেতা।
গতকাল মঙ্গলবার রাহুলের বিরুদ্ধে মামলার পর তিনি ব্যঙ্গ করে বলেছিলেন, ‘আমি জানি না, হিমন্ত বিশ্বশর্মা কীভাবে এই ধারণা পেয়েছেন, মামলা করে তিনি আমাকে ভয় দেখাতে পারেন। যত মামলাই করুন, আরও ২৫টি মামলা করুন, আপনি আমাকে ভয় দেখাতে পারবেন না। বিজেপি-আরএসএস আমাকে ভয় দেখাতে পারে না।’
১৪ জানুয়ারি শুরু হওয়া ভারত জোড়ো ন্যায় যাত্রা টানা ৬৬ দিনে ৬ হাজার ৭১৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মহারাষ্ট্রে গিয়ে শেষ হবে। আগামীকাল বৃহস্পতিবার এই বহর আসাম ছেড়ে যাবে বলে জানা গেছে।
ভারতের বিরোধী দল কংগ্রেস পার্টির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রার’ আজ বুধবার ছিল ১১তম দিন। রাহুল গান্ধীর নেতৃত্বে মণিপুর রাজ্য থেকে শুরু হওয়া এই যাত্রা নাগাল্যান্ড হয়ে ৬ দিন আগে আসামে প্রবেশ করেছে। তবে এই সময়ের মধ্যে আসামের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা নানাভাবে যাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ কংগ্রেসের। গত সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশে রাহুলকে একটি মন্দিরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও আছে। সর্বশেষ আজ বুধবার রাহুলকে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন হিমন্ত।
এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন, তিনি রাহুল গান্ধীর গ্রেপ্তার করাবেন, তবে এটা লোকসভা নির্বাচনের পর। এ বিষয়ে তিনি বলেন, ‘যদি আমরা এখনই ব্যবস্থা নিই, তবে তারা এটিকে রাজনৈতিক চাল বলবে।’
এর আগে গত মঙ্গলবার রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
হিমন্ত শর্মা দাবি করেন, কংগ্রেস একটি ঝামেলা পাকাতে চাইছে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘এই যাত্রার আসল উদ্দেশ্য হলো আসামকে বিরক্ত করা এবং আসামের শান্তিকে নষ্ট করা। আমরা তার মনোযোগ আকর্ষণের উদ্দেশ্যকে পরাজিত করেছি এবং তাকে ধুবরির বাইরে যা করতে চায়, তা করতে দিন।’
রাহুলের বিরুদ্ধে মামলার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমরা একটি বিশেষ তদন্ত দল গঠন করব। এই দলই মামলাটি তদন্ত করবে এবং লোকসভা নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরই আমরা তাঁকে গ্রেপ্তার করব।’
তিনি আরও বলেন, ‘আমাদের কাছে প্রমাণ আছে। গতকালই গুয়াহাটিতে একটি বড় ধরনের অঘটন ঘটতে পারত, যেভাবে সে মানুষকে উসকে দিয়েছে।’
কংগ্রেসের অভিযোগ, গত সোমবার রামমন্দির উদ্বোধনের দিন রাহুল গান্ধীকে তাঁর বহরসহ রাজ্যের রাজধানী গুয়াহাটি থেকে দূরে থাকার হুমকি দিয়েছিলেন হিমন্ত। সেদিনই ভারত জোড়ো ন্যায় যাত্রার বহরে বিজেপির সন্ত্রাসীরা অন্তত দুবার হামলা করেছে। পাশাপাশি রাহুলকে একটি মন্দিরে প্রবেশেও বাধা দিয়েছিল রাজ্য কর্তৃপক্ষে। শেষ পর্যন্ত রাস্তায় বসে প্রতিবাদ জানিয়ে দিনটি শেষ করেছিলেন কংগ্রেস নেতা।
গতকাল মঙ্গলবার রাহুলের বিরুদ্ধে মামলার পর তিনি ব্যঙ্গ করে বলেছিলেন, ‘আমি জানি না, হিমন্ত বিশ্বশর্মা কীভাবে এই ধারণা পেয়েছেন, মামলা করে তিনি আমাকে ভয় দেখাতে পারেন। যত মামলাই করুন, আরও ২৫টি মামলা করুন, আপনি আমাকে ভয় দেখাতে পারবেন না। বিজেপি-আরএসএস আমাকে ভয় দেখাতে পারে না।’
১৪ জানুয়ারি শুরু হওয়া ভারত জোড়ো ন্যায় যাত্রা টানা ৬৬ দিনে ৬ হাজার ৭১৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মহারাষ্ট্রে গিয়ে শেষ হবে। আগামীকাল বৃহস্পতিবার এই বহর আসাম ছেড়ে যাবে বলে জানা গেছে।
গাজায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েল বহুদিন ধরে দাবি করে আসছিল যে, হামাস জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ত্রাণ চুরি করছে। এই অভিযোগকে সামনে রেখেই তারা সেখানে খাদ্য সরবরাহে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে এখন জানা যাচ্ছে, ইসরায়েলি সামরিক বাহিনী এমন কোনো প্রমাণই পায়নি যে—হামাস পদ্ধতিগতভাবে জাতিসংঘ
২১ মিনিট আগেথমথমে পরিবেশ, থেকে থেকে শোনা যাচ্ছে ট্যাঙ্কের গর্জন আর কামানের শব্দ—তিন দিন ধরে থাইল্যান্ডের সীমান্তবর্তী অঞ্চলগুলোর পরিস্থিতি এরকমই। দু’দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত দ্বন্দ্ব অবশেষে রূপ নিয়েছে খোলা সংঘর্ষে। গত বৃহস্পতিবার প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলি শুরুর পর থেকে এটাই যেন হয়ে
২৭ মিনিট আগেগাজায় দীর্ঘ কয়েক মাসের ইসরায়েলি অবরোধের পর যখন দুর্ভিক্ষে মানুষ প্রাণ হারানো শুরু করেছে ঠিক তখনই আন্তর্জাতিক চাপের মুখে অঞ্চলটিতে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। পাশাপাশি, আবারও আকাশপথে উড়োজাহাজ থেকেও ত্রাণ ফেলা শুরু হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের মনসা দেবীর মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন। মন্দিরে ওঠার সিঁড়িতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে