অনলাইন ডেস্ক
ভারতীয় এক চা বিক্রেতা বিলিয়নিয়ার ব্যবসায়ী বিল গেটসকে চা পরিবেশন করে সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছেন ভারতীয় এক চা ওয়ালা। মজার বিষয় হলো—‘ডলি চাইওয়ালা’ নামের সেই ব্যবসায়ী জানতেনই না যে তিনি স্বয়ং বিল গেটসকে চা পান করাচ্ছেন।
সম্প্রতি ভারত সফর করতে গিয়ে দেশটির নাগপুরে ডলির চা স্টলে ক্ষণিকের জন্য বিরতি নিয়েছিলেন টেক জায়ান্ট বিল গেটস। পরে তিনি সেই দোকানের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন। এভাবে নিজের অজান্তেই দুনিয়াজুড়ে পরিচিত মুখ হয়ে ওঠেন সেই চা ওয়ালা।
ভিডিওটি পোস্ট করে বিল গেটস লিখেছিলেন—ভারতে আবারও আসতে পেরে উত্তেজিত, অবিশ্বাস্য উদ্ভাবকদের জন্মভূমি, যারা জীবন বাঁচাতে এবং উন্নত করতে নতুন উপায়ে কাজ করছেন এবং এমনকি এক কাপ চাও বানিয়েছেন!’
এই পোস্টের বদলে রাতারাতি ভাগ্য বদলে যায় সেই ডলি চাইওয়ালার। আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে তিনি জানিয়েছিলেন, চা পরিবেশনের সময় বিল গেটসকে তিনি চিনতেই পারেননি। বিল গেটস কে তা জানেনও না। তিনি বলেন, ‘আমি শুধু তাকে একজন বিদেশি ভেবেছিলাম এবং চা অফার করেছিলাম। পরে নাগপুরে লোকেরা আমাকে বলছিল—তুমি কাকে চা পরিবেশন করেছিলে!’
সেই চা ওয়ালা এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাছে চা পরিবেশন করতে চান বলে জানিয়েছেন। নিজের চা বানানোর অভিনব শৈলী সম্পর্কে তিনি জানিয়েছেন, দক্ষিণ ভারতীয় সিনেমা দেখে তিনি বিষয়টি রপ্ত করেছেন।
ডলি চাইওয়ালা চা পরিবেশনের সময় তাঁর শারীরিক ক্ষিপ্রতা এবং বৈশিষ্ট্যের জন্য এখন সুপরিচিত মুখ। ইন্টারনেটে বর্তমানে তাঁর অসংখ্য ফলোয়ার রয়েছে।
ভারতীয় এক চা বিক্রেতা বিলিয়নিয়ার ব্যবসায়ী বিল গেটসকে চা পরিবেশন করে সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছেন ভারতীয় এক চা ওয়ালা। মজার বিষয় হলো—‘ডলি চাইওয়ালা’ নামের সেই ব্যবসায়ী জানতেনই না যে তিনি স্বয়ং বিল গেটসকে চা পান করাচ্ছেন।
সম্প্রতি ভারত সফর করতে গিয়ে দেশটির নাগপুরে ডলির চা স্টলে ক্ষণিকের জন্য বিরতি নিয়েছিলেন টেক জায়ান্ট বিল গেটস। পরে তিনি সেই দোকানের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন। এভাবে নিজের অজান্তেই দুনিয়াজুড়ে পরিচিত মুখ হয়ে ওঠেন সেই চা ওয়ালা।
ভিডিওটি পোস্ট করে বিল গেটস লিখেছিলেন—ভারতে আবারও আসতে পেরে উত্তেজিত, অবিশ্বাস্য উদ্ভাবকদের জন্মভূমি, যারা জীবন বাঁচাতে এবং উন্নত করতে নতুন উপায়ে কাজ করছেন এবং এমনকি এক কাপ চাও বানিয়েছেন!’
এই পোস্টের বদলে রাতারাতি ভাগ্য বদলে যায় সেই ডলি চাইওয়ালার। আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে তিনি জানিয়েছিলেন, চা পরিবেশনের সময় বিল গেটসকে তিনি চিনতেই পারেননি। বিল গেটস কে তা জানেনও না। তিনি বলেন, ‘আমি শুধু তাকে একজন বিদেশি ভেবেছিলাম এবং চা অফার করেছিলাম। পরে নাগপুরে লোকেরা আমাকে বলছিল—তুমি কাকে চা পরিবেশন করেছিলে!’
সেই চা ওয়ালা এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাছে চা পরিবেশন করতে চান বলে জানিয়েছেন। নিজের চা বানানোর অভিনব শৈলী সম্পর্কে তিনি জানিয়েছেন, দক্ষিণ ভারতীয় সিনেমা দেখে তিনি বিষয়টি রপ্ত করেছেন।
ডলি চাইওয়ালা চা পরিবেশনের সময় তাঁর শারীরিক ক্ষিপ্রতা এবং বৈশিষ্ট্যের জন্য এখন সুপরিচিত মুখ। ইন্টারনেটে বর্তমানে তাঁর অসংখ্য ফলোয়ার রয়েছে।
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
৩ ঘণ্টা আগেলিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
৮ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
১১ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
১২ ঘণ্টা আগে