Ajker Patrika

না জেনে বিল গেটসের পর এবার মোদিকে চা পান করাতে চান ‘ডলি চাইওয়ালা’

অনলাইন ডেস্ক
Thumbnail image

ভারতীয় এক চা বিক্রেতা বিলিয়নিয়ার ব্যবসায়ী বিল গেটসকে চা পরিবেশন করে সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছেন ভারতীয় এক চা ওয়ালা। মজার বিষয় হলো—‘ডলি চাইওয়ালা’ নামের সেই ব্যবসায়ী জানতেনই না যে তিনি স্বয়ং বিল গেটসকে চা পান করাচ্ছেন। 

সম্প্রতি ভারত সফর করতে গিয়ে দেশটির নাগপুরে ডলির চা স্টলে ক্ষণিকের জন্য বিরতি নিয়েছিলেন টেক জায়ান্ট বিল গেটস। পরে তিনি সেই দোকানের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন। এভাবে নিজের অজান্তেই দুনিয়াজুড়ে পরিচিত মুখ হয়ে ওঠেন সেই চা ওয়ালা। 

ভিডিওটি পোস্ট করে বিল গেটস লিখেছিলেন—ভারতে আবারও আসতে পেরে উত্তেজিত, অবিশ্বাস্য উদ্ভাবকদের জন্মভূমি, যারা জীবন বাঁচাতে এবং উন্নত করতে নতুন উপায়ে কাজ করছেন এবং এমনকি এক কাপ চাও বানিয়েছেন!’ 

এই পোস্টের বদলে রাতারাতি ভাগ্য বদলে যায় সেই ডলি চাইওয়ালার। আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে তিনি জানিয়েছিলেন, চা পরিবেশনের সময় বিল গেটসকে তিনি চিনতেই পারেননি। বিল গেটস কে তা জানেনও না। তিনি বলেন, ‘আমি শুধু তাকে একজন বিদেশি ভেবেছিলাম এবং চা অফার করেছিলাম। পরে নাগপুরে লোকেরা আমাকে বলছিল—তুমি কাকে চা পরিবেশন করেছিলে!’ 

সেই চা ওয়ালা এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাছে চা পরিবেশন করতে চান বলে জানিয়েছেন। নিজের চা বানানোর অভিনব শৈলী সম্পর্কে তিনি জানিয়েছেন, দক্ষিণ ভারতীয় সিনেমা দেখে তিনি বিষয়টি রপ্ত করেছেন। 

ডলি চাইওয়ালা চা পরিবেশনের সময় তাঁর শারীরিক ক্ষিপ্রতা এবং বৈশিষ্ট্যের জন্য এখন সুপরিচিত মুখ। ইন্টারনেটে বর্তমানে তাঁর অসংখ্য ফলোয়ার রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত