Ajker Patrika

ভারতে সমকামী আইনজীবীকে হাইকোর্টের বিচারপতি করার সুপারিশ

কলকাতা প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১১: ৪৮
ভারতে সমকামী আইনজীবীকে হাইকোর্টের বিচারপতি করার সুপারিশ

ভারতে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের জন্য সিনিয়র আইনজীবী সৌরভ কৃপালের নাম ফের সুপারিশ করেছেন বিচারপতিদের নিয়ে গঠিত কলেজিয়াম। সুপারিশ মানলে সৌরভ কৃপালই হবেন ভারতের প্রথম সমকামী বিচারপতি।

অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করা সৌরভ নিজেই ঘোষণা দিয়েছেন তিনি সমকামী। তাঁর সঙ্গী বিদেশি। ইউরোপের বাসিন্দা। তাই এর আগে দুবার ভারত সরকার তাঁকে বিচারপতি হিসেবে নিয়োগ দেয়নি। 

টুইটারে নিজের প্রোফাইলে সৌরভ নিজেকে আইনজীবী, ভোজনরসিক, লেখক ছাড়াও একজন দুর্ঘটনাজনিত সমকামী অধিকার আন্দোলনের কর্মী (অ্যাক্সিডেন্টাল এলজিবিটিকিউ অ্যাক্টিভিস্ট) বলে পরিচয় দিয়েছেন। 

দুই দশকেরও বেশি সময় ধরে সৌরভ ওকালতি করছেন। আইনজীবী হিসেবে তিনি বেশ সমাদৃত। তাঁর বাবা বি এন কৃপাল ভারতের প্রধান বিচারপতি ছিলেন। দিল্লি হাইকোর্টের বিচারপতিরা তাঁকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে পদোন্নতি দিয়েছিলেন। 

ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের কলেজিয়াম এবার নতুন করে দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে সৌরভের নাম সুপারিশ করল। এর আগে ২০১৭ ও ২০১৮ সালেও তাঁর নাম সুপারিশ করা হয়েছিল। 

প্রসঙ্গত, ২০১৮ সালের ৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা খারিজ করে জানিয়ে দেন সমকামিতা অপরাধ নয়। কিন্তু সৌরভের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে তাঁর বিদেশি সঙ্গী।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত