ভারতের কর্ণাটক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মুসলিম নারী শিক্ষার্থীদের ক্লাসে হিজাব না পরার নির্দেশ দিতে পারে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে মামলাটি হাইকোর্ট উচ্চতর বেঞ্চে পাঠানো হয়েছে। বুধবার কর্ণাটক হাইকোর্টেরই আরেকটি বেঞ্চ মামলাটি প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত আরেকটি বেঞ্চে পাঠায়।
কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীরা হিজাব পরার অধিকার নিয়ে বিতর্কের কারণে রাজ্যের সব স্কুল ও কলেজ তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করার পর এই সিদ্ধান্ত নিল রাজ্যের আদালত।
কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারকদের একটি প্যানেলের কাছে মামলাটি হস্তান্তরের সময় বিচারকেরা বলেছেন, ‘সাম্প্রতিক এই ঘটনাগুলো ব্যক্তিগত অধিকার আইনের দিক বিবেচনা করে বেশ কিছু মৌলিক সাংবিধানিক প্রশ্নের জন্ম দেয়।’
এর আগে, মঙ্গলবার কর্ণাটক হাইকোর্টের একটি বেঞ্চ এই শুনানি করে। পরে শুনানি শেষ না হওয়ায় তা আজকের জন্য মুলতবি করা হয়েছিল। অবশেষে রাজ্যটির হাইকোর্টের ওই বেঞ্চ বিষয়টি প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত এক উচ্চতর বেঞ্চে শুনানির জন্য পাঠালো।
কর্ণাটকে হিজাব নিয়ে উত্তেজনা ক্রমশ তীব্রতর হচ্ছে। মঙ্গলবার এক ভিডিওতে দেখা গেছে, সরকার পরিচালিত ক্যাম্পাসে জমায়েতকে ছত্রভঙ্গ করতে জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। শহরটির স্কুলগুলোতে পুলিশ ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
এর আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ রাজ্যের সমস্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করে সবাইকে শান্ত থাকার আবেদন জানিয়েছিলেন।
এর আগে, গত জানুয়ারি মাসে কর্ণাটকের উদুপির গভর্নমেন্ট গার্লস পিইউ কলেজে হিজাবের অধিকার নিয়ে প্রথম আন্দোলন শুরু হয়। সে সময় ছয় নারী শিক্ষার্থী অভিযোগ করে, মাথায় স্কার্ফ পরায় তাঁদের ক্লাস করতে দেওয়া হয়নি। কেবল উদুপি নয় চিক্কামাগালুরুতেও ডানপন্থী দলগুলো মুসলিম মেয়েদের ক্লাসে হিজাব পরার বিষয়ে আপত্তি জানায়।
কলেজটির কর্মকর্তাদের মতে, কলেজের নিয়ম শিক্ষার্থীদের ক্লাসে হিজাব পরতে দেয় কিন্তু পাঠের সময় নয়। একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গত মাসে হিজাব না পরতে বলা হয়েছিল। শিক্ষার্থীরা সেই সিদ্ধান্তের প্রতিবাদ করলে তা পরে শিগগিরই রাজ্যের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এমনকি অনেক শিক্ষার্থী হিজাব বিরোধী বিক্ষোভও প্রদর্শন করে।
ভারতের কর্ণাটক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মুসলিম নারী শিক্ষার্থীদের ক্লাসে হিজাব না পরার নির্দেশ দিতে পারে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নিতে মামলাটি হাইকোর্ট উচ্চতর বেঞ্চে পাঠানো হয়েছে। বুধবার কর্ণাটক হাইকোর্টেরই আরেকটি বেঞ্চ মামলাটি প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত আরেকটি বেঞ্চে পাঠায়।
কর্ণাটকের শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীরা হিজাব পরার অধিকার নিয়ে বিতর্কের কারণে রাজ্যের সব স্কুল ও কলেজ তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করার পর এই সিদ্ধান্ত নিল রাজ্যের আদালত।
কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বিচারকদের একটি প্যানেলের কাছে মামলাটি হস্তান্তরের সময় বিচারকেরা বলেছেন, ‘সাম্প্রতিক এই ঘটনাগুলো ব্যক্তিগত অধিকার আইনের দিক বিবেচনা করে বেশ কিছু মৌলিক সাংবিধানিক প্রশ্নের জন্ম দেয়।’
এর আগে, মঙ্গলবার কর্ণাটক হাইকোর্টের একটি বেঞ্চ এই শুনানি করে। পরে শুনানি শেষ না হওয়ায় তা আজকের জন্য মুলতবি করা হয়েছিল। অবশেষে রাজ্যটির হাইকোর্টের ওই বেঞ্চ বিষয়টি প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত এক উচ্চতর বেঞ্চে শুনানির জন্য পাঠালো।
কর্ণাটকে হিজাব নিয়ে উত্তেজনা ক্রমশ তীব্রতর হচ্ছে। মঙ্গলবার এক ভিডিওতে দেখা গেছে, সরকার পরিচালিত ক্যাম্পাসে জমায়েতকে ছত্রভঙ্গ করতে জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। শহরটির স্কুলগুলোতে পুলিশ ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
এর আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ রাজ্যের সমস্ত উচ্চ বিদ্যালয় ও কলেজ তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করে সবাইকে শান্ত থাকার আবেদন জানিয়েছিলেন।
এর আগে, গত জানুয়ারি মাসে কর্ণাটকের উদুপির গভর্নমেন্ট গার্লস পিইউ কলেজে হিজাবের অধিকার নিয়ে প্রথম আন্দোলন শুরু হয়। সে সময় ছয় নারী শিক্ষার্থী অভিযোগ করে, মাথায় স্কার্ফ পরায় তাঁদের ক্লাস করতে দেওয়া হয়নি। কেবল উদুপি নয় চিক্কামাগালুরুতেও ডানপন্থী দলগুলো মুসলিম মেয়েদের ক্লাসে হিজাব পরার বিষয়ে আপত্তি জানায়।
কলেজটির কর্মকর্তাদের মতে, কলেজের নিয়ম শিক্ষার্থীদের ক্লাসে হিজাব পরতে দেয় কিন্তু পাঠের সময় নয়। একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গত মাসে হিজাব না পরতে বলা হয়েছিল। শিক্ষার্থীরা সেই সিদ্ধান্তের প্রতিবাদ করলে তা পরে শিগগিরই রাজ্যের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এমনকি অনেক শিক্ষার্থী হিজাব বিরোধী বিক্ষোভও প্রদর্শন করে।
ইরানের খোমেইন শহরে একটি সামরিক ঘাঁটির নিরাপত্তা বাহিনীর গুলিতে একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় দেশজুড়ে তীব্র জনরোষ তৈরি হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে রাহা শেইখি নামে মাত্র তিন বছর বয়সী এক শিশু। এই ঘটনায় দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের ঝড় বইছে।
২০ মিনিট আগেফের নারকীয় হামলার সাক্ষী ওডিশা। বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে তিন অজ্ঞাতনামা যুবকের হাতে পুড়ে ছারখার এক ১৫ বছরের স্কুলছাত্রী। ঘটনার ভয়াবহতা এমন যে, পুড়ে যাওয়া শরীরের বেশির ভাগ অংশেই থার্ড ডিগ্রি বার্নস ধরা পড়েছে।
৩৫ মিনিট আগেইসরায়েলি মন্ত্রী ও ধর্মীয় নেতারা প্রকাশ্যেই বলেন, গাজায় কোনো নিরপরাধ মানুষ নেই। প্রতিটি ফিলিস্তিনি শিশু জন্ম থেকেই সন্ত্রাসী। ফিলিস্তিনি নারীরা মানুষের জন্ম দেন না, জন্ম দেন সন্ত্রাসীর। এমন বক্তব্য শুধু রাষ্ট্রীয় বর্বরতার অনুমোদনই নয়, বরং গণহত্যাকে রাষ্ট্রীয় কৌশলে পরিণত করেছে।
১ ঘণ্টা আগেভারতের মুম্বাইয়ে সেন্ট্রাল লাইনের একটি লোকাল ট্রেনের ঘটনা এটি। গত শুক্রবার সন্ধ্যায় এই ট্রেনের ভিড়ে ঠাসাঠাসি নারী কামরায় আসন নিয়ে শুরু হয় সামান্য কথা-কাটাকাটি। কিন্তু তুচ্ছ এই ঝগড়াই শেষ পর্যন্ত রূপ নেয় তীব্র ভাষা বিতর্কে।
১ ঘণ্টা আগে