অনলাইন ডেস্ক
গভীর সমুদ্রে ব্যবহার উপযোগী সাবমারসিবল বা ডুবোযান তৈরি করছে ভারত। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় সরকারের মন্ত্রী কিরেন রিজ্জু মৎস্য-৬০০০ নামের ওই সাবমারসিবলটির ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার)। ভারত সরকারের ‘সমুদ্রযান’ মিশনের অংশ হিসেবে এই সাবমারসিবল বানানো হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সাবমারসিবলটির নকশাসহ নির্মাণকাজ করছে ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশান টেকনোলজি (এনআইওটি)। একবার সমুদ্রে নামানো হলে এটিই হবে ভারতের প্রথম মনুষ্যবাহী সাবমারসিবল।
কিরেন রিজ্জু তাঁর পোস্টে লেখেন, বর্তুলাকার এই ডুবোযান ৬০০০ মিটার গভীর পর্যন্ত নামতে পারবে। তবে প্রাথমিকভাবে ডুবোযানটি ৫০০ মিটার গভীরতা পর্যন্ত নামবে। রিজ্জু আরও জানিয়েছেন, ভারতের এই মিশনের ফলে সমুদ্রের জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হবে না।
কিরেন রিজ্জু তাঁর পোস্টে লেখেন, ‘আমাদের পরবর্তী মিশন সমুদ্রযান। এটি চেন্নাইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশান টেকনোলজিতে নির্মাণাধীন মৎস্য-৬০০০ সাবমারসিবল। ভারতের প্রথম মনুষ্যবাহী গভীর সমুদ্র মিশন “সমুদ্রযান” এই সাবমারসিবলে করে ছয় কিলোমিটার গভীরে তিন জন মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে। গভীর সমুদ্রের সম্পদ ও জীববৈচিত্র্য অধ্যয়ন করা হবে এর মাধ্যমে। এই প্রকল্প সমুদ্রের বাস্তুতন্ত্রের ক্ষতি করবে না।’
মন্ত্রী আরও বলেন, ‘এই গভীর সমুদ্র মিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্লু ইকোনমি-ভিশনের সঙ্গে সাযুজ্যপূর্ণ। এই মিশন গভীর সমুদ্রে খনিজ ও জীববৈচিত্র্য অনুসন্ধান করবে। মন্ত্রীর দেওয়া তথ্যানুসারে ২০২৬ সাল নাগাদ মিশনটি বাস্তবায়িত হবে।
গভীর সমুদ্রে ব্যবহার উপযোগী সাবমারসিবল বা ডুবোযান তৈরি করছে ভারত। সম্প্রতি দেশটির কেন্দ্রীয় সরকারের মন্ত্রী কিরেন রিজ্জু মৎস্য-৬০০০ নামের ওই সাবমারসিবলটির ছবি প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার)। ভারত সরকারের ‘সমুদ্রযান’ মিশনের অংশ হিসেবে এই সাবমারসিবল বানানো হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সাবমারসিবলটির নকশাসহ নির্মাণকাজ করছে ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশান টেকনোলজি (এনআইওটি)। একবার সমুদ্রে নামানো হলে এটিই হবে ভারতের প্রথম মনুষ্যবাহী সাবমারসিবল।
কিরেন রিজ্জু তাঁর পোস্টে লেখেন, বর্তুলাকার এই ডুবোযান ৬০০০ মিটার গভীর পর্যন্ত নামতে পারবে। তবে প্রাথমিকভাবে ডুবোযানটি ৫০০ মিটার গভীরতা পর্যন্ত নামবে। রিজ্জু আরও জানিয়েছেন, ভারতের এই মিশনের ফলে সমুদ্রের জীববৈচিত্র্যের কোনো ক্ষতি হবে না।
কিরেন রিজ্জু তাঁর পোস্টে লেখেন, ‘আমাদের পরবর্তী মিশন সমুদ্রযান। এটি চেন্নাইয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশান টেকনোলজিতে নির্মাণাধীন মৎস্য-৬০০০ সাবমারসিবল। ভারতের প্রথম মনুষ্যবাহী গভীর সমুদ্র মিশন “সমুদ্রযান” এই সাবমারসিবলে করে ছয় কিলোমিটার গভীরে তিন জন মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে। গভীর সমুদ্রের সম্পদ ও জীববৈচিত্র্য অধ্যয়ন করা হবে এর মাধ্যমে। এই প্রকল্প সমুদ্রের বাস্তুতন্ত্রের ক্ষতি করবে না।’
মন্ত্রী আরও বলেন, ‘এই গভীর সমুদ্র মিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্লু ইকোনমি-ভিশনের সঙ্গে সাযুজ্যপূর্ণ। এই মিশন গভীর সমুদ্রে খনিজ ও জীববৈচিত্র্য অনুসন্ধান করবে। মন্ত্রীর দেওয়া তথ্যানুসারে ২০২৬ সাল নাগাদ মিশনটি বাস্তবায়িত হবে।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৬ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে