Ajker Patrika

ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত ৩ বেসামরিক, আহত ৯ 

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১২: ১৩
ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহত ৩ বেসামরিক, আহত ৯ 

নতুন বছরের শুরুতেই সন্ত্রাসী হামলার শিকার ভারতের কাশ্মীর। জম্মু-কাশ্মীরের রাজৌরিতে রোববার বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। হতাহতরা সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে পুলিশ। 

এনডিটিভির খবরে বলা হয়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় রাজৌরি জেলার ডাংরি গ্রামে হামলা চালায় দুই বন্দুকধারী। গ্রামের তিনটি বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে তাঁরা। এ ঘটনায় প্রথমে দুই জন নিহতের খবর পাওয়া গিয়েছিল। পরে রাজৌরির মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর প্রাণ হারান আরও একজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, নিহতরা হলেন দীপক কুমার, সতীশ কুমার ও প্রীতম লাল। গত দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার হামলার ঘটনা ঘটল রাজৌরিতে। এর আগে ১৬ ডিসেম্বর সেনা ক্যাম্পের বাইরে হামলায় দুজন নিহত হন। 

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে রোববার বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। ছবি: টুইটারহামলার পর আশপাশের এলাকায় নিরাপত্তাবলয় আরও জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে নিরাপত্তা বাহিনী ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং ভারতীয় সেনাবাহিনী। এরই মধ্যে অনুসন্ধান অভিযান শুরু করেছে তাঁরা। 

এদিকে ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে রাজৌরির বিভিন্ন এলাকায়। হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে এলাকায় আজ সোমবার হরতাল ডেকেছে কয়েকটি সংগঠন। ডাংরির গ্রামপ্রধান এই হামলার জন্য সরাসরি প্রশাসনকে দায়ী করেছেন। তাঁর দাবি, খবর থাকা সত্ত্বেও পর্যাপ্ত নজরদারি করেনি প্রশাসন। নিরাপত্তাব্যবস্থায়ও গাফিলতির অভিযোগ করেন অনেকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত