ভারতের পার্লামেন্টে উচ্চকক্ষ রাজ্যসভা থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে ১৯ জন বিরোধী দলীয় এমপিকে। এর বহিষ্কারাদেশের ফলে ওই ১৯ এমপি এই সপ্তাহে আর রাজ্যসভার অধিবেশনে অংশ নিতে পারবেন না। আজ মঙ্গলবার অধিবেশন চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাদের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। কংগ্রেসের এমপিরা পার্লামেন্টের ভেতরে চলতি বর্ষা অধিবেশনে বেশ কয়েকবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন। আগামী ১২ আগস্ট শেষ হতে যাওয়া এই অধিবেশনে স্পিকার ওম প্রকাশ বিড়লার সতর্কবার্তা উপেক্ষা করে এরই মধ্যে বেশ কয়েকবার পোস্টার–প্ল্যাকার্ড নিয়ে হাউসে প্রবেশ করেন।
এই নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিজেপি নেতা ও এমপি পীযূষ গোয়েল বলেছেন, ‘খুব ভারাক্রান্ত মনেই বিরোধী এমপিদের হাউস থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে হয়েছে। তাঁরা বারবার স্পিকারের আবেদন উপেক্ষা করছিলেন।’ তবে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন বলেছেন, ‘এর মধ্য দিয়ে এই সরকার গণতন্ত্রকেই বহিষ্কার করেছে।’
বহিষ্কৃত বিরোধী দলীয় এমপিদের মধ্যে অধিকাংশই পশ্চিমবঙ্গের দল তৃণমূল কংগ্রেস। দলটি সিদ্ধান্তের প্রতিবাদে এক টুইটে বলেছে, ‘আমাদের বহিষ্কার করতে পারলেও আমাদের চুপ করাতে পারবেন না। আমাদের সংসদ সদস্যরা যেখানে জনগণের ইস্যু নিয়ে কথা বলার চেষ্টা করছেন সেখানে তাদের বহিষ্কৃত করা হচ্ছে। এভাবে আর কত দিন চলবে?’
এদিকে, বিরোধী দলীয় ১৯ এমপিকে সাময়িকভাবে বহিষ্কারের পর তাঁরা অধিবেশন ত্যাগ না করে প্রতিবাদ করতে আরম্ভ করেন। পরে তাঁরা কোনোভাবেই অধিবেশন ত্যাগ না করায় এক ঘণ্টার জন্য অধিবেশন মুলতবি করা হয়।
বহিষ্কৃত এমপিরা হলেন:
১. সুস্মিতা দেব–তৃণমূল কংগ্রেস
২. মৌসম নূর–তৃণমূল কংগ্রেস
৩. শান্তা ছেত্রী–তৃণমূল কংগ্রেস
৪. দোলা সেন–তৃণমূল কংগ্রেস
৫. শান্তনু সেন–তৃণমূল কংগ্রেস
৬. অভি রঞ্জন সরকার–তৃণমূল কংগ্রেস
৭. মো. নাদিমুল হক–তৃণমূল কংগ্রেস
৮. এম হামামেদ আবদুল্লাহ–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)
৯. বি লিঙ্গাইয়া যাদব–তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)
১০. এ. এ রহিম–ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১১. রবীন্দ্র ভাদ্দিরাজু–তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)
১২. এস কল্যাণ সুন্দরম–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)
১৩. আর গিরঞ্জন–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)
১৪. এনআর এলাঙ্গো–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)
১৫. ভি শিবাদাসান–ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১৬. এম শানমুগাম–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)
১৭. দামোদর রাও দিবাকোন্ডা–তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)
১৮. সান্দোষ কুমার পি–ভারতের কমিউনিস্ট পার্টি
১৯. কানিমোঝি এনভিএন সুমু–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)
ভারতের পার্লামেন্টে উচ্চকক্ষ রাজ্যসভা থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে ১৯ জন বিরোধী দলীয় এমপিকে। এর বহিষ্কারাদেশের ফলে ওই ১৯ এমপি এই সপ্তাহে আর রাজ্যসভার অধিবেশনে অংশ নিতে পারবেন না। আজ মঙ্গলবার অধিবেশন চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাদের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। কংগ্রেসের এমপিরা পার্লামেন্টের ভেতরে চলতি বর্ষা অধিবেশনে বেশ কয়েকবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন। আগামী ১২ আগস্ট শেষ হতে যাওয়া এই অধিবেশনে স্পিকার ওম প্রকাশ বিড়লার সতর্কবার্তা উপেক্ষা করে এরই মধ্যে বেশ কয়েকবার পোস্টার–প্ল্যাকার্ড নিয়ে হাউসে প্রবেশ করেন।
এই নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিজেপি নেতা ও এমপি পীযূষ গোয়েল বলেছেন, ‘খুব ভারাক্রান্ত মনেই বিরোধী এমপিদের হাউস থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে হয়েছে। তাঁরা বারবার স্পিকারের আবেদন উপেক্ষা করছিলেন।’ তবে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন বলেছেন, ‘এর মধ্য দিয়ে এই সরকার গণতন্ত্রকেই বহিষ্কার করেছে।’
বহিষ্কৃত বিরোধী দলীয় এমপিদের মধ্যে অধিকাংশই পশ্চিমবঙ্গের দল তৃণমূল কংগ্রেস। দলটি সিদ্ধান্তের প্রতিবাদে এক টুইটে বলেছে, ‘আমাদের বহিষ্কার করতে পারলেও আমাদের চুপ করাতে পারবেন না। আমাদের সংসদ সদস্যরা যেখানে জনগণের ইস্যু নিয়ে কথা বলার চেষ্টা করছেন সেখানে তাদের বহিষ্কৃত করা হচ্ছে। এভাবে আর কত দিন চলবে?’
এদিকে, বিরোধী দলীয় ১৯ এমপিকে সাময়িকভাবে বহিষ্কারের পর তাঁরা অধিবেশন ত্যাগ না করে প্রতিবাদ করতে আরম্ভ করেন। পরে তাঁরা কোনোভাবেই অধিবেশন ত্যাগ না করায় এক ঘণ্টার জন্য অধিবেশন মুলতবি করা হয়।
বহিষ্কৃত এমপিরা হলেন:
১. সুস্মিতা দেব–তৃণমূল কংগ্রেস
২. মৌসম নূর–তৃণমূল কংগ্রেস
৩. শান্তা ছেত্রী–তৃণমূল কংগ্রেস
৪. দোলা সেন–তৃণমূল কংগ্রেস
৫. শান্তনু সেন–তৃণমূল কংগ্রেস
৬. অভি রঞ্জন সরকার–তৃণমূল কংগ্রেস
৭. মো. নাদিমুল হক–তৃণমূল কংগ্রেস
৮. এম হামামেদ আবদুল্লাহ–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)
৯. বি লিঙ্গাইয়া যাদব–তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)
১০. এ. এ রহিম–ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১১. রবীন্দ্র ভাদ্দিরাজু–তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)
১২. এস কল্যাণ সুন্দরম–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)
১৩. আর গিরঞ্জন–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)
১৪. এনআর এলাঙ্গো–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)
১৫. ভি শিবাদাসান–ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১৬. এম শানমুগাম–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)
১৭. দামোদর রাও দিবাকোন্ডা–তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)
১৮. সান্দোষ কুমার পি–ভারতের কমিউনিস্ট পার্টি
১৯. কানিমোঝি এনভিএন সুমু–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)
গাজায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েল বহুদিন ধরে দাবি করে আসছিল যে, হামাস জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ত্রাণ চুরি করছে। এই অভিযোগকে সামনে রেখেই তারা সেখানে খাদ্য সরবরাহে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে এখন জানা যাচ্ছে, ইসরায়েলি সামরিক বাহিনী এমন কোনো প্রমাণই পায়নি যে—হামাস পদ্ধতিগতভাবে জাতিসংঘ
১৮ মিনিট আগেথমথমে পরিবেশ, থেকে থেকে শোনা যাচ্ছে ট্যাঙ্কের গর্জন আর কামানের শব্দ—তিন দিন ধরে থাইল্যান্ডের সীমান্তবর্তী অঞ্চলগুলোর পরিস্থিতি এরকমই। দু’দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত দ্বন্দ্ব অবশেষে রূপ নিয়েছে খোলা সংঘর্ষে। গত বৃহস্পতিবার প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলি শুরুর পর থেকে এটাই যেন হয়ে
২৪ মিনিট আগেগাজায় দীর্ঘ কয়েক মাসের ইসরায়েলি অবরোধের পর যখন দুর্ভিক্ষে মানুষ প্রাণ হারানো শুরু করেছে ঠিক তখনই আন্তর্জাতিক চাপের মুখে অঞ্চলটিতে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। পাশাপাশি, আবারও আকাশপথে উড়োজাহাজ থেকেও ত্রাণ ফেলা শুরু হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের মনসা দেবীর মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন। মন্দিরে ওঠার সিঁড়িতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে