অনলাইন ডেস্ক
ভারতের পার্লামেন্টে উচ্চকক্ষ রাজ্যসভা থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে ১৯ জন বিরোধী দলীয় এমপিকে। এর বহিষ্কারাদেশের ফলে ওই ১৯ এমপি এই সপ্তাহে আর রাজ্যসভার অধিবেশনে অংশ নিতে পারবেন না। আজ মঙ্গলবার অধিবেশন চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাদের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। কংগ্রেসের এমপিরা পার্লামেন্টের ভেতরে চলতি বর্ষা অধিবেশনে বেশ কয়েকবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন। আগামী ১২ আগস্ট শেষ হতে যাওয়া এই অধিবেশনে স্পিকার ওম প্রকাশ বিড়লার সতর্কবার্তা উপেক্ষা করে এরই মধ্যে বেশ কয়েকবার পোস্টার–প্ল্যাকার্ড নিয়ে হাউসে প্রবেশ করেন।
এই নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিজেপি নেতা ও এমপি পীযূষ গোয়েল বলেছেন, ‘খুব ভারাক্রান্ত মনেই বিরোধী এমপিদের হাউস থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে হয়েছে। তাঁরা বারবার স্পিকারের আবেদন উপেক্ষা করছিলেন।’ তবে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন বলেছেন, ‘এর মধ্য দিয়ে এই সরকার গণতন্ত্রকেই বহিষ্কার করেছে।’
বহিষ্কৃত বিরোধী দলীয় এমপিদের মধ্যে অধিকাংশই পশ্চিমবঙ্গের দল তৃণমূল কংগ্রেস। দলটি সিদ্ধান্তের প্রতিবাদে এক টুইটে বলেছে, ‘আমাদের বহিষ্কার করতে পারলেও আমাদের চুপ করাতে পারবেন না। আমাদের সংসদ সদস্যরা যেখানে জনগণের ইস্যু নিয়ে কথা বলার চেষ্টা করছেন সেখানে তাদের বহিষ্কৃত করা হচ্ছে। এভাবে আর কত দিন চলবে?’
এদিকে, বিরোধী দলীয় ১৯ এমপিকে সাময়িকভাবে বহিষ্কারের পর তাঁরা অধিবেশন ত্যাগ না করে প্রতিবাদ করতে আরম্ভ করেন। পরে তাঁরা কোনোভাবেই অধিবেশন ত্যাগ না করায় এক ঘণ্টার জন্য অধিবেশন মুলতবি করা হয়।
বহিষ্কৃত এমপিরা হলেন:
১. সুস্মিতা দেব–তৃণমূল কংগ্রেস
২. মৌসম নূর–তৃণমূল কংগ্রেস
৩. শান্তা ছেত্রী–তৃণমূল কংগ্রেস
৪. দোলা সেন–তৃণমূল কংগ্রেস
৫. শান্তনু সেন–তৃণমূল কংগ্রেস
৬. অভি রঞ্জন সরকার–তৃণমূল কংগ্রেস
৭. মো. নাদিমুল হক–তৃণমূল কংগ্রেস
৮. এম হামামেদ আবদুল্লাহ–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)
৯. বি লিঙ্গাইয়া যাদব–তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)
১০. এ. এ রহিম–ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১১. রবীন্দ্র ভাদ্দিরাজু–তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)
১২. এস কল্যাণ সুন্দরম–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)
১৩. আর গিরঞ্জন–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)
১৪. এনআর এলাঙ্গো–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)
১৫. ভি শিবাদাসান–ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১৬. এম শানমুগাম–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)
১৭. দামোদর রাও দিবাকোন্ডা–তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)
১৮. সান্দোষ কুমার পি–ভারতের কমিউনিস্ট পার্টি
১৯. কানিমোঝি এনভিএন সুমু–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)
ভারতের পার্লামেন্টে উচ্চকক্ষ রাজ্যসভা থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে ১৯ জন বিরোধী দলীয় এমপিকে। এর বহিষ্কারাদেশের ফলে ওই ১৯ এমপি এই সপ্তাহে আর রাজ্যসভার অধিবেশনে অংশ নিতে পারবেন না। আজ মঙ্গলবার অধিবেশন চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাদের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। কংগ্রেসের এমপিরা পার্লামেন্টের ভেতরে চলতি বর্ষা অধিবেশনে বেশ কয়েকবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন। আগামী ১২ আগস্ট শেষ হতে যাওয়া এই অধিবেশনে স্পিকার ওম প্রকাশ বিড়লার সতর্কবার্তা উপেক্ষা করে এরই মধ্যে বেশ কয়েকবার পোস্টার–প্ল্যাকার্ড নিয়ে হাউসে প্রবেশ করেন।
এই নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিজেপি নেতা ও এমপি পীযূষ গোয়েল বলেছেন, ‘খুব ভারাক্রান্ত মনেই বিরোধী এমপিদের হাউস থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে হয়েছে। তাঁরা বারবার স্পিকারের আবেদন উপেক্ষা করছিলেন।’ তবে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন বলেছেন, ‘এর মধ্য দিয়ে এই সরকার গণতন্ত্রকেই বহিষ্কার করেছে।’
বহিষ্কৃত বিরোধী দলীয় এমপিদের মধ্যে অধিকাংশই পশ্চিমবঙ্গের দল তৃণমূল কংগ্রেস। দলটি সিদ্ধান্তের প্রতিবাদে এক টুইটে বলেছে, ‘আমাদের বহিষ্কার করতে পারলেও আমাদের চুপ করাতে পারবেন না। আমাদের সংসদ সদস্যরা যেখানে জনগণের ইস্যু নিয়ে কথা বলার চেষ্টা করছেন সেখানে তাদের বহিষ্কৃত করা হচ্ছে। এভাবে আর কত দিন চলবে?’
এদিকে, বিরোধী দলীয় ১৯ এমপিকে সাময়িকভাবে বহিষ্কারের পর তাঁরা অধিবেশন ত্যাগ না করে প্রতিবাদ করতে আরম্ভ করেন। পরে তাঁরা কোনোভাবেই অধিবেশন ত্যাগ না করায় এক ঘণ্টার জন্য অধিবেশন মুলতবি করা হয়।
বহিষ্কৃত এমপিরা হলেন:
১. সুস্মিতা দেব–তৃণমূল কংগ্রেস
২. মৌসম নূর–তৃণমূল কংগ্রেস
৩. শান্তা ছেত্রী–তৃণমূল কংগ্রেস
৪. দোলা সেন–তৃণমূল কংগ্রেস
৫. শান্তনু সেন–তৃণমূল কংগ্রেস
৬. অভি রঞ্জন সরকার–তৃণমূল কংগ্রেস
৭. মো. নাদিমুল হক–তৃণমূল কংগ্রেস
৮. এম হামামেদ আবদুল্লাহ–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)
৯. বি লিঙ্গাইয়া যাদব–তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)
১০. এ. এ রহিম–ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১১. রবীন্দ্র ভাদ্দিরাজু–তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)
১২. এস কল্যাণ সুন্দরম–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)
১৩. আর গিরঞ্জন–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)
১৪. এনআর এলাঙ্গো–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)
১৫. ভি শিবাদাসান–ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
১৬. এম শানমুগাম–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)
১৭. দামোদর রাও দিবাকোন্ডা–তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস)
১৮. সান্দোষ কুমার পি–ভারতের কমিউনিস্ট পার্টি
১৯. কানিমোঝি এনভিএন সুমু–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গ্লোবাল ভারতের ২০২৫ সালের ফেডারেল বাজেট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর এর প্রভাব নিয়ে কনস্টান্টিনো জেভিয়ারের সঙ্গে কথা বলেছে। সাক্ষাৎকারে ভারতের কূটনৈতিক সক্ষমতা এবং এর ক্রমবর্ধমান বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য উল্লেখযোগ্য সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে...
৩৫ মিনিট আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এবার একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়ার এক আবাসিক এলাকায় টুইন-ইঞ্জিন মেডেভাক বা রোগী বহনকারী বিমান বিধ্বস্ত...
১ ঘণ্টা আগেমিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। সামরিক বাহিনী নিয়ন্ত্রিত জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ গতকাল শুক্রবার রাজধানী নেপিডোতে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। পরে রাষ্ট্রীয় গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়
১ ঘণ্টা আগেসীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
১০ ঘণ্টা আগে