Ajker Patrika

রাজ্যসভা থেকে সাময়িক বহিষ্কার বিরোধদলীয় ১৯ এমপি 

অনলাইন ডেস্ক
Thumbnail image

ভারতের পার্লামেন্টে উচ্চকক্ষ রাজ্যসভা থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে ১৯ জন বিরোধী দলীয় এমপিকে। এর বহিষ্কারাদেশের ফলে ওই ১৯ এমপি এই সপ্তাহে আর রাজ্যসভার অধিবেশনে অংশ নিতে পারবেন না। আজ মঙ্গলবার অধিবেশন চলাকালে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাদের অভিযোগে তাদের বহিষ্কার করা হয়। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। কংগ্রেসের এমপিরা পার্লামেন্টের ভেতরে চলতি বর্ষা অধিবেশনে বেশ কয়েকবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন। আগামী ১২ আগস্ট শেষ হতে যাওয়া এই অধিবেশনে স্পিকার ওম প্রকাশ বিড়লার সতর্কবার্তা উপেক্ষা করে এরই মধ্যে বেশ কয়েকবার পোস্টার–প্ল্যাকার্ড নিয়ে হাউসে প্রবেশ করেন। 

এই নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিজেপি নেতা ও এমপি পীযূষ গোয়েল বলেছেন, ‘খুব ভারাক্রান্ত মনেই বিরোধী এমপিদের হাউস থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে হয়েছে। তাঁরা বারবার স্পিকারের আবেদন উপেক্ষা করছিলেন।’ তবে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন বলেছেন, ‘এর মধ্য দিয়ে এই সরকার গণতন্ত্রকেই বহিষ্কার করেছে।’ 

বহিষ্কৃত বিরোধী দলীয় এমপিদের মধ্যে অধিকাংশই পশ্চিমবঙ্গের দল তৃণমূল কংগ্রেস। দলটি সিদ্ধান্তের প্রতিবাদে এক টুইটে বলেছে, ‘আমাদের বহিষ্কার করতে পারলেও আমাদের চুপ করাতে পারবেন না। আমাদের সংসদ সদস্যরা যেখানে জনগণের ইস্যু নিয়ে কথা বলার চেষ্টা করছেন সেখানে তাদের বহিষ্কৃত করা হচ্ছে। এভাবে আর কত দিন চলবে?’ 

এদিকে, বিরোধী দলীয় ১৯ এমপিকে সাময়িকভাবে বহিষ্কারের পর তাঁরা অধিবেশন ত্যাগ না করে প্রতিবাদ করতে আরম্ভ করেন। পরে তাঁরা কোনোভাবেই অধিবেশন ত্যাগ না করায় এক ঘণ্টার জন্য অধিবেশন মুলতবি করা হয়। 
 
বহিষ্কৃত এমপিরা হলেন: 

 ১. সুস্মিতা দেব–তৃণমূল কংগ্রেস
 ২. মৌসম নূর–তৃণমূল কংগ্রেস
 ৩. শান্তা ছেত্রী–তৃণমূল কংগ্রেস
 ৪. দোলা সেন–তৃণমূল কংগ্রেস
 ৫. শান্তনু সেন–তৃণমূল কংগ্রেস 
 ৬. অভি রঞ্জন সরকার–তৃণমূল কংগ্রেস 
 ৭. মো. নাদিমুল হক–তৃণমূল কংগ্রেস
 ৮. এম হামামেদ আবদুল্লাহ–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে) 
 ৯. বি লিঙ্গাইয়া যাদব–তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) 
 ১০. এ. এ রহিম–ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) 
 ১১. রবীন্দ্র ভাদ্দিরাজু–তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) 
 ১২. এস কল্যাণ সুন্দরম–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে) 
 ১৩. আর গিরঞ্জন–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে) 
 ১৪. এনআর এলাঙ্গো–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে) 
 ১৫. ভি শিবাদাসান–ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) 
 ১৬. এম শানমুগাম–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে) 
 ১৭. দামোদর রাও দিবাকোন্ডা–তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরএস) 
 ১৮. সান্দোষ কুমার পি–ভারতের কমিউনিস্ট পার্টি
 ১৯. কানিমোঝি এনভিএন সুমু–দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম (ডিএমকে)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত