বাংলাদেশে সাম্প্রতিক সময়ে চলমান ঘটনাপ্রবাহ বা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) স্থানীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই ঘটনায় তিনি উদ্বেগও প্রকাশ করেছেন। তবে বলেছেন, এই বিষয়ে পশ্চিমবঙ্গ ভারতের কেন্দ্র সরকারের নীতিমালাই মেনে চলবে।
আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবেশী বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এ বিষয়টি অন্য একটি দেশের সঙ্গে সম্পর্কিত হওয়ায় তিনি এ নিয়ে মন্তব্য করতে চান না বলে স্পষ্ট করে জানিয়েছেন।
পশ্চিমবঙ্গ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করেন যে, এই বিষয়টি কেন্দ্রীয় সরকারের দেখার বিষয় এবং তাঁর রাজ্য কেন্দ্র সরকারের সিদ্ধান্ত মেনে চলবে। তিনি বলেন, ‘বাংলাদেশ একটি ভিন্ন দেশ। ভারতের সরকার এটি দেখবে। এটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমাদের এ নিয়ে কথা বলা বা হস্তক্ষেপ করা উচিত নয়। যদিও আমরা মনে মনে দুঃখিত হই, তবু আমরা কেন্দ্রের নির্ধারিত নীতিগুলি অনুসরণ করব।’
বিধানসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, তিনি এ বিষয়ে ইসকনের পশ্চিমবঙ্গে প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। তবে তিনি ইসকন নেতাদের সঙ্গে কী বিষয়ে আলোচনা করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
এর আগে, গত ২৬ নভেম্বর সাবেক ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী। তিনি সে সময় পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ‘অবরোধ’ করার হুমকি দেন।
চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু বলেন, ‘আমরা তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করছি।’ এ ছাড়া গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করবেন বলে জানান এই বিজেপি নেতা। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি না দিলে পতাকা নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ করে দেওয়ারও হুমকি দেন তিনি।
শুভেন্দু অধিকারী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ‘অবিলম্বে পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানিয়ে আরও বলেছেন, বাংলাদেশের সরকার প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও জয়শঙ্করকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে চলমান ঘটনাপ্রবাহ বা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) স্থানীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এই ঘটনায় তিনি উদ্বেগও প্রকাশ করেছেন। তবে বলেছেন, এই বিষয়ে পশ্চিমবঙ্গ ভারতের কেন্দ্র সরকারের নীতিমালাই মেনে চলবে।
আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবেশী বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে এ বিষয়টি অন্য একটি দেশের সঙ্গে সম্পর্কিত হওয়ায় তিনি এ নিয়ে মন্তব্য করতে চান না বলে স্পষ্ট করে জানিয়েছেন।
পশ্চিমবঙ্গ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাখ্যা করেন যে, এই বিষয়টি কেন্দ্রীয় সরকারের দেখার বিষয় এবং তাঁর রাজ্য কেন্দ্র সরকারের সিদ্ধান্ত মেনে চলবে। তিনি বলেন, ‘বাংলাদেশ একটি ভিন্ন দেশ। ভারতের সরকার এটি দেখবে। এটি আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। আমাদের এ নিয়ে কথা বলা বা হস্তক্ষেপ করা উচিত নয়। যদিও আমরা মনে মনে দুঃখিত হই, তবু আমরা কেন্দ্রের নির্ধারিত নীতিগুলি অনুসরণ করব।’
বিধানসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, তিনি এ বিষয়ে ইসকনের পশ্চিমবঙ্গে প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন। তবে তিনি ইসকন নেতাদের সঙ্গে কী বিষয়ে আলোচনা করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
এর আগে, গত ২৬ নভেম্বর সাবেক ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গের নেতা শুভেন্দু অধিকারী। তিনি সে সময় পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ‘অবরোধ’ করার হুমকি দেন।
চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুভেন্দু বলেন, ‘আমরা তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করছি।’ এ ছাড়া গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করবেন বলে জানান এই বিজেপি নেতা। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি না দিলে পতাকা নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ করে দেওয়ারও হুমকি দেন তিনি।
শুভেন্দু অধিকারী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ‘অবিলম্বে পদক্ষেপ নেওয়ার’ আহ্বান জানিয়ে আরও বলেছেন, বাংলাদেশের সরকার প্রভুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও জয়শঙ্করকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে ও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৬ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১০ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৩ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৪ ঘণ্টা আগে