Ajker Patrika

কেরালায় বিড়ালের কাঁচা মাংস খাচ্ছিল আসামের ক্ষুধার্ত যুবক

কেরালায় বিড়ালের কাঁচা মাংস খাচ্ছিল আসামের ক্ষুধার্ত যুবক

টানা কয়েক দিন কোনো খাবার না পেয়ে ভারতের কেরালা রাজ্যের কুট্টিপ্পুরম শহরে বিড়ালের কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছিলেন আসামের এক যুবক। শনিবার সন্ধ্যায় শহরের বাস স্ট্যান্ড এলাকায় জনাকীর্ণ স্থানে মর্মান্তিক ওই ঘটনা ঘটে।

আজ রোববার কেরালার পুলিশের বরাতে দ্য টেলিগ্রাফ অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর বয়সী ক্ষুধার্ত ওই যুবকের বাড়ি আসাম রাজ্যের ধুবরি জেলায়।

জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা জানান, স্থানীয় মানুষেরা হঠাৎ দেখতে পায়—বাসস্ট্যান্ড এলাকায় একটি মৃত বিড়ালের কাঁচা মাংস খাচ্ছে ওই যুবক। পরে তারা পুলিশে খবর দেয়।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জানতে পেরেছি, গত পাঁচ দিন ধরে সে কোনো খাবার খায়নি।’

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানতে আরও পারে, ঘটনার পর স্থানীয় মানুষেরা ওই যুবককে কিছু খাবার কিনে দিলে তিনি সেগুলো নির্দ্বিধায় গ্রহণ করেন। কিন্তু কিছুক্ষণ পর কাউকে কিছু না বলে সেখান থেকে উধাও হয়ে যান।

আজ রোববার ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা আজ সকালে তথ্য পাই, যুবকটিকে এখানকার একটি রেল স্টেশনে পাওয়া গেছে। তাই আমরা ঘটনাস্থলে গিয়ে তার অবস্থান সম্পর্কে বিস্তারিত জানতে চাই।’

পরে ওই যুবকের পুলিশকে জানান, তিনি ভারতের উত্তর-পূর্ব আসাম রাজ্যে একজন কলেজছাত্র ছিলেন। গত ডিসেম্বরে পরিবারকে না জানিয়ে ট্রেনে চড়ে তিনি কেরালায় চলে আসেন।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘সে আমাদের চেন্নাইতে কর্মরত তার ভাইয়ের নম্বর দিয়েছে। আমরা তার সঙ্গে যোগাযোগ করেছি এবং নিশ্চিত হয়েছি যে, তার দেওয়া তথ্যগুলো সঠিক।’

জানা গেছে, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর ওই যুবককে পার্শ্ববর্তী ত্রিশুর এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনেরা এলে তাঁদের কাছে ওই যুবককে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত