অনলাইন ডেস্ক
সংসদ সদস্য পদ ফিরে পেলেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গুজরাটের সুরাট আদালতের নির্দেশের ওপর সম্প্রতি দেশটির শীর্ষ আদালত স্থগিতাদেশ দিয়েছিলেন। নরেন্দ্র মোদির পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে সংসদ সদস্য পদ হারিয়েছিলেন রাহুল। এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
আদালত স্থগিতাদেশের পর আজ সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লা রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ ফিরিয়ে দেন।
ভারতের নিম্নকক্ষ বা লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিং এক বিবৃতিতে বলেন, ‘বিচারিক ঘোষণা সাপেক্ষে রাহুল গান্ধীর সংসদ সদস্যের স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে।’
আগামীকাল মঙ্গলবার থেকে লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটি হওয়ার কথা। সদস্য পদ ফিরিয়ে পাওয়ার পর রাহুলের অনাস্থা প্রস্তাবে অংশ নেওয়ায় আর কোনো বাধা রইল না।
প্রসঙ্গত, ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং একই পদবির সবাইকে অপমান করেছেন বলে গত ২৩ মার্চ রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা হয় সুরাটের নিম্ন আদালতে। সেই রায়ে রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেন গুজরাট রাজ্যের সুরাটের নিম্ন আদালত। সুরাট আদালতের সেই রায়ে এক দিন পরেই অর্থাৎ ২৪ মার্চ সংসদ সদস্য পদ খোয়াতে হয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে। যদিও সাজা শোনানোর পরই রাহুলকে ৩০ দিনের জন্য শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছিল। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছিল, এই ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করারও সুযোগ পাবেন রাহুল।
কর্ণাটকে রাজনৈতিক প্রচারণায় গিয়ে রাহুল গান্ধী বলেন, ‘সব চোরের ডাকনাম মোদি হয় কেন? নীরব মোদি, লোলিত মোদি ও নরেন্দ্র মোদি।’ এই মন্তব্যের কারণে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়।
সংসদ সদস্য পদ ফিরে পেলেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গুজরাটের সুরাট আদালতের নির্দেশের ওপর সম্প্রতি দেশটির শীর্ষ আদালত স্থগিতাদেশ দিয়েছিলেন। নরেন্দ্র মোদির পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে সংসদ সদস্য পদ হারিয়েছিলেন রাহুল। এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
আদালত স্থগিতাদেশের পর আজ সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লা রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ ফিরিয়ে দেন।
ভারতের নিম্নকক্ষ বা লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিং এক বিবৃতিতে বলেন, ‘বিচারিক ঘোষণা সাপেক্ষে রাহুল গান্ধীর সংসদ সদস্যের স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে।’
আগামীকাল মঙ্গলবার থেকে লোকসভায় মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটি হওয়ার কথা। সদস্য পদ ফিরিয়ে পাওয়ার পর রাহুলের অনাস্থা প্রস্তাবে অংশ নেওয়ায় আর কোনো বাধা রইল না।
প্রসঙ্গত, ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং একই পদবির সবাইকে অপমান করেছেন বলে গত ২৩ মার্চ রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা হয় সুরাটের নিম্ন আদালতে। সেই রায়ে রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেন গুজরাট রাজ্যের সুরাটের নিম্ন আদালত। সুরাট আদালতের সেই রায়ে এক দিন পরেই অর্থাৎ ২৪ মার্চ সংসদ সদস্য পদ খোয়াতে হয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে। যদিও সাজা শোনানোর পরই রাহুলকে ৩০ দিনের জন্য শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছিল। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছিল, এই ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করারও সুযোগ পাবেন রাহুল।
কর্ণাটকে রাজনৈতিক প্রচারণায় গিয়ে রাহুল গান্ধী বলেন, ‘সব চোরের ডাকনাম মোদি হয় কেন? নীরব মোদি, লোলিত মোদি ও নরেন্দ্র মোদি।’ এই মন্তব্যের কারণে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৬ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে