Ajker Patrika

গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তাকে ফেরত পাঠাল ভারত

অনলাইন ডেস্ক
নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশন। ছবি: সংগৃহীত
নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশন। ছবি: সংগৃহীত

যুদ্ধ থেমে গেলেও ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে এক পাকিস্তানি কর্মকর্তাকে বহিষ্কার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ওই কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভারত বা পাকিস্তান কোনো পক্ষই ওই কর্মকর্তার নাম জানায়নি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত দিল্লির পাকিস্তান দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স সাদ ওয়ারাইচকে জানানো হয়েছে। তাঁকে একটি ডেমাশে (কূটনৈতিক নির্দেশ) দেওয়া হয়েছে। ওই কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের ওই কর্মকর্তা ‘ভারতের মাটিতে নিজের পদমর্যাদার সঙ্গে বেমানান’ কার্যকলাপ চালাচ্ছিলেন। তাই তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ওই কর্মকর্তা কী কাজ করছিলেন—সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়।

এর আগে, ভারতের পাঞ্জাব পুলিশ চলতি সপ্তাহের শুরুর দিকে দুজনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। তারা ভারতীয় সেনার গতিবিধি সংক্রান্ত স্পর্শকাতর তথ্য পাকিস্তানে পাচার করছিল। বহিষ্কৃত পাকিস্তানি কর্মকর্তা এই দু’জনের সঙ্গে যুক্ত ছিলেন বলেও জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একটি কূটনৈতিক সূত্র।

এদিকে, গত ৭ মে থেকে ব্যাপক সেনা সমাবেশ ও সীমান্ত পেরিয়ে সামরিক অভিযান চলছে দুই দেশের মধ্যেই। সীমান্তেও সেনা মোতায়েন বাড়ানো হয়েছে। এই প্রেক্ষাপটে এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত রোববার মালোরকোটলা পুলিশ একটি বিবৃতি দেয়। তারা জানায়, ধৃত দুজন ভারতীয় এক ‘পাকিস্তানি হ্যান্ডলারকে’ তথ্য দিচ্ছিল। এর বিনিময়ে অনলাইনের মাধ্যমে টাকা পাচ্ছিল।

পুলিশ আরও জানায়, তাদের সঙ্গে যুক্ত স্থানীয় অন্যান্য গুপ্তচরদেরও চিহ্নিত করা হচ্ছে। এই ঘটনায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। পাঞ্জাব পুলিশ এক বিবৃতিতে বলেছে, এই অভিযান সীমান্তপারে চলা গুপ্তচর জাল ভাঙতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এর আগে, গত ২২ এপ্রিল পেহেলগাম হামলার পর ভারত দিল্লির পাকিস্তান হাইকমিশন থেকে প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তাদের বহিষ্কার করেছিল। হাইকমিশনে কর্মীর সংখ্যা ৫৫ থেকে ৩০-এ নামানো হয়। পাকিস্তানও তখন একই কাজ করেছিল। তারা ইসলামাবাদের ভারতীয় হাইকমিশন থেকে কূটনীতিকদের ফেরত পাঠিয়ে মিশন ছোট করেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

শর্তের জালে মার্কিন চাপ

হাবিপ্রবিতে শাস্তি পাচ্ছেন ছাত্রলীগের ১০২ জন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত