Ajker Patrika

লস অ্যাঞ্জেলেসে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণ, ৩ কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১২: ০০
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে তিন কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকাল ৭টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০) লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চলে অবস্থিত বিস্কেলুজ সেন্টার একাডেমি ট্রেনিং ফ্যাসিলিটিতে এ দুর্ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরো এবং আগুনসংশ্লিষ্ট বিস্ফোরক তদন্ত বিভাগের কেন্দ্র এই প্রশিক্ষণ কেন্দ্রটি। নিহত তিনজনই ওই বিস্ফোরক বিশেষজ্ঞ ইউনিটে কর্মরত ছিলেন। তাঁরা প্রত্যেকে ১৯ থেকে ৩৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অভিজাত কর্মকর্তা ছিলেন বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা। তিনি বলেন, ‘আপাতত একে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।’

বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা না গেলেও মার্কিন সংবাদমাধ্যম সিবিএস সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সান্তা মনিকার একটি গ্যারেজ থেকে একটি গ্রেনেড উদ্ধার করে শেরিফ বিভাগের বোমা নিষ্ক্রিয়কারী দল। শুক্রবার সেটিকে প্রশিক্ষণকেন্দ্রে এনে নিরাপদ করতে গেলে বিস্ফোরণ ঘটে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে। বিস্ফোরণটি প্রশিক্ষণ ফ্যাসিলিটির স্পেশাল এনফোর্সমেন্ট ব্যুরোর পার্কিং লটে ঘটেছে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে এবং তদন্তের স্বার্থে এলাকা সিল করে রাখা হয়েছে। মার্কিন ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই এবং অ্যালকোহল, টোব্যাকো, ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস ব্যুরো যৌথভাবে তদন্তে সহায়তা করছে।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ঘটনাটিকে ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে ফেডারেল এজেন্ট মোতায়েন করা হয়েছে এবং তাঁরা ঘটনার প্রকৃত তথ্য অনুসন্ধানে কাজ করছেন। এদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ঘটনাটি সম্পর্কে অবহিত হয়েছেন এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন তাঁর দপ্তর। স্থানীয় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাসও দেওয়া হয়েছে।

শেরিফ লুনা বলেন, ১৮৫৭ সালে বিভাগের প্রতিষ্ঠার পর থেকে একক কোনো ঘটনায় এবারই সবচেয়ে বেশি প্রাণহানি হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত