Ajker Patrika

পাইলটের ভুলে ও খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয় বিপিন রাওয়াতের হেলিকপ্টার 

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৫: ০৯
পাইলটের ভুলে ও খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয় বিপিন রাওয়াতের হেলিকপ্টার 

পাইলটের ভুল ও খারাপ আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয় ভারতের সাবেক প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতকে বহনকারী চপার হেলিকপ্টারটি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ভারতীয় প্রতিরক্ষাবাহিনীর গঠিত তদন্ত কমিটি গতকাল শুক্রবার তাদের প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, মূলত হঠাৎ করে খারাপ হয়ে যাওয়া আবহাওয়া ও পাইলটের কিছু ভুল সিদ্ধান্তের কারণেই দুর্ঘটনার মুখে পড়েছিল হেলিকপ্টারটি। আকাশে প্রচুর মেঘ ছিল এবং হেলিকপ্টারটি মেঘের মধ্যে প্রবেশ করার পর পাইলট বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। এ কারণেই হেলিকপ্টারটি ভেঙে পড়ে।

ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডারের পাওয়া তথ্যের ভিত্তিতে এবং প্রতক্ষ্যদর্শীদের বয়ানের ভিত্তিতে প্রাথমিক তদন্তের পর এই সিদ্ধান্তে এসে পৌঁছেছেন তদন্তকারীরা।

গত ৮ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে তামিলনাড়ুর কোইম্বাটোর জেলার সুলুর শহরে ভারতের বিমানবাহিনীর ঘাঁটি থেকে রাজ্যের নীলগিরি পার্বত্য এলাকার ওয়েলিংটন শহরের দিকে যাচ্ছিল চপার হেলিকপ্টারটি। সেই সময় হেলিকপ্টারটিতে বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতসহ ১১ জন সেনা কর্মকর্তা ছিলেন। হেলিকপ্টারে থাকা সব আরোহী ওই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত