Ajker Patrika

ডোনাল্ড লুর জায়গায় ভারতীয় বংশোদ্ভূত পল কাপুরকে নিয়োগ দিচ্ছেন ট্রাম্প

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১: ৩২
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন ভারত-পাকিস্তান নিরাপত্তা ও পরমাণু ইস্যু বিশেষজ্ঞ পল কাপুর। ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন ভারত-পাকিস্তান নিরাপত্তা ও পরমাণু ইস্যু বিশেষজ্ঞ পল কাপুর। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছে ভারত-পাকিস্তান নিরাপত্তা ও পরমাণু ইস্যু বিশেষজ্ঞ পল কাপুরকে। এখন সিনেট অনুমোদন দিলেই তিনি হবেন দক্ষিণ এশিয়া ব্যুরোতে নিযুক্ত দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত কূটনীতিক। তাঁর দায়িত্ব হবে ভারতের পাশাপাশি এশিয়া অঞ্চলের কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করা।

যুক্তরাষ্ট্রের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পল কাপুরকে দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি জো বাইডেন প্রশাসনের সময় দায়িত্ব পালনকারী ডোনাল্ড লুর স্থলাভিষিক্ত হবেন।

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক জোরদারে দৃঢ় সমর্থক এবং পাকিস্তানের কঠোর সমালোচক হিসেবে পরিচিত কাপুর ট্রাম্পের প্রথম মেয়াদে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নীতি পরিকল্পনা টিমে কাজ করেছেন।

দক্ষিণ এশিয়ার রাজনীতি বিষয়ে খ্যাতনামা গবেষক ও লেখক পল কাপুর বর্তমানে মার্কিন নৌবাহিনীর পোস্ট গ্র্যাজুয়েট স্কুলের অধ্যাপক। পাশাপাশি তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের হুভার ইনস্টিটিউশনের ভিজিটিং ফেলো হিসেবেও যুক্ত আছেন।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে, জিহাদ অ্যাজ গ্রান্ড স্ট্রাটেজি: ইসলামিস্ট মিলিট্যান্সি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড দ্য পাকিস্তানি স্টেট ও ডেঞ্জারাস ডিটারেন্ট: নিউক্লিয়ার উইপনস প্রলিফারেশন অ্যান্ড কনফ্লিক্ট ইন সাউথ এশিয়া।

মার্কিন প্রতিরক্ষা দপ্তরের জন্য পরামর্শক প্রকল্প পরিচালনার পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র-ভারত প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত ট্র্যাক ১.৫ সংলাপেরও সদস্য।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বেশ কয়েকজন ভারতীয় বংশোদ্ভূতকে নিয়োগ দিয়েছেন। এর মধ্যে এফবিআই পরিচালক হিসেবে কাশ প্যাটেল ও হোয়াইট হাউসের কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিবিষয়ক উপদেষ্টা হিসেবে শ্রীরাম কৃষ্ণন রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’

বিএনপি ক্ষমতায় গেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বন্ধ করবে: আমীর খসরু

সিটি করপোরেশন হচ্ছে সাভার

নির্বাচনের আগে প্রশাসনে রদবদল তাঁর তত্ত্বাবধানেই, যোগ্যদেরকে ডিসি নিয়োগ— বিএনপিকে প্রধান উপদেষ্টা

বিএনপির ক্লাবঘরে হামলা: জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর

এলাকার খবর
Loading...