অনলাইন ডেস্ক
চলতি বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস আয়োজিত ব্রিকস প্লাস রাজনৈতিক দলগুলোর সংলাপ অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সামনে রেখে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের পরিকল্পনা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
এ ছাড়া অদূর ভবিষ্যতে বাংলাদেশের আওয়ামী লীগ এবং নেপালের কমিউনিস্ট পার্টির সঙ্গেও সম্পর্ক জোরদার করতে এ দুটি দলের প্রতিনিধিদলের আয়োজন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডা।
বুধবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে কয়েকটি দেশের কূটনৈতিক মিশনের সঙ্গে মতবিনিময় সভা শেষে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন নড্ডা।
এ বিষয়ে দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দিল্লিতে ‘বিজেপিকে জানুন’ শিরোনামে দলটির প্রধান কার্যালয়ে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এই সভায় বাংলাদেশ, মিশর, জার্মানি, গ্রিস, গায়ানা, লেবানন, মালয়েশিয়া, মোজাম্বিক, দক্ষিণ কোরিয়া, সুরিনাম, সুইডেন এবং তাঞ্জানিয়ার কূটনীতিক মিশন অংশ নেয়।
বিজেপির সূত্রগুলো বলছে, ব্রিকস প্লাস রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশগ্রহণ তাঁদের দলের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি। কারণ এই সংলাপের আয়োজন করেছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এই দলটির সঙ্গে আবার ভারতের বর্তমান বিরোধী দল জাতীয় কংগ্রেসের বহু পুরোনো সম্পর্ক রয়েছে। তবে বিজেপির লক্ষ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা।
হিন্দুর প্রতিবেদনে এও বলা হয়েছে যে,২০১৮ সালে ভারতীয় কংগ্রেসের সম্মেলনে তৎকালীন সভাপতি রাহুল গান্ধীকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির পক্ষ থেকে অভিনন্দন বার্তা পাঠানো হয়েছিল।
জেপি নাড্ডার সভাপতিত্বে বিদেশি রাজনৈতিক দল, প্রতিনিধিদল এবং বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে যোগাযোগে বর্তমানে বেশ সক্রিয় ক্ষমতাসীন বিজেপি।
চলতি বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস আয়োজিত ব্রিকস প্লাস রাজনৈতিক দলগুলোর সংলাপ অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সামনে রেখে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের পরিকল্পনা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
এ ছাড়া অদূর ভবিষ্যতে বাংলাদেশের আওয়ামী লীগ এবং নেপালের কমিউনিস্ট পার্টির সঙ্গেও সম্পর্ক জোরদার করতে এ দুটি দলের প্রতিনিধিদলের আয়োজন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডা।
বুধবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে কয়েকটি দেশের কূটনৈতিক মিশনের সঙ্গে মতবিনিময় সভা শেষে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন নড্ডা।
এ বিষয়ে দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দিল্লিতে ‘বিজেপিকে জানুন’ শিরোনামে দলটির প্রধান কার্যালয়ে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এই সভায় বাংলাদেশ, মিশর, জার্মানি, গ্রিস, গায়ানা, লেবানন, মালয়েশিয়া, মোজাম্বিক, দক্ষিণ কোরিয়া, সুরিনাম, সুইডেন এবং তাঞ্জানিয়ার কূটনীতিক মিশন অংশ নেয়।
বিজেপির সূত্রগুলো বলছে, ব্রিকস প্লাস রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশগ্রহণ তাঁদের দলের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি। কারণ এই সংলাপের আয়োজন করেছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এই দলটির সঙ্গে আবার ভারতের বর্তমান বিরোধী দল জাতীয় কংগ্রেসের বহু পুরোনো সম্পর্ক রয়েছে। তবে বিজেপির লক্ষ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা।
হিন্দুর প্রতিবেদনে এও বলা হয়েছে যে,২০১৮ সালে ভারতীয় কংগ্রেসের সম্মেলনে তৎকালীন সভাপতি রাহুল গান্ধীকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির পক্ষ থেকে অভিনন্দন বার্তা পাঠানো হয়েছিল।
জেপি নাড্ডার সভাপতিত্বে বিদেশি রাজনৈতিক দল, প্রতিনিধিদল এবং বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে যোগাযোগে বর্তমানে বেশ সক্রিয় ক্ষমতাসীন বিজেপি।
মার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
২ ঘণ্টা আগেআফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
৪ ঘণ্টা আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
৪ ঘণ্টা আগে