চলতি বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস আয়োজিত ব্রিকস প্লাস রাজনৈতিক দলগুলোর সংলাপ অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সামনে রেখে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের পরিকল্পনা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
এ ছাড়া অদূর ভবিষ্যতে বাংলাদেশের আওয়ামী লীগ এবং নেপালের কমিউনিস্ট পার্টির সঙ্গেও সম্পর্ক জোরদার করতে এ দুটি দলের প্রতিনিধিদলের আয়োজন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডা।
বুধবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে কয়েকটি দেশের কূটনৈতিক মিশনের সঙ্গে মতবিনিময় সভা শেষে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন নড্ডা।
এ বিষয়ে দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দিল্লিতে ‘বিজেপিকে জানুন’ শিরোনামে দলটির প্রধান কার্যালয়ে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এই সভায় বাংলাদেশ, মিশর, জার্মানি, গ্রিস, গায়ানা, লেবানন, মালয়েশিয়া, মোজাম্বিক, দক্ষিণ কোরিয়া, সুরিনাম, সুইডেন এবং তাঞ্জানিয়ার কূটনীতিক মিশন অংশ নেয়।
বিজেপির সূত্রগুলো বলছে, ব্রিকস প্লাস রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশগ্রহণ তাঁদের দলের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি। কারণ এই সংলাপের আয়োজন করেছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এই দলটির সঙ্গে আবার ভারতের বর্তমান বিরোধী দল জাতীয় কংগ্রেসের বহু পুরোনো সম্পর্ক রয়েছে। তবে বিজেপির লক্ষ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা।
হিন্দুর প্রতিবেদনে এও বলা হয়েছে যে,২০১৮ সালে ভারতীয় কংগ্রেসের সম্মেলনে তৎকালীন সভাপতি রাহুল গান্ধীকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির পক্ষ থেকে অভিনন্দন বার্তা পাঠানো হয়েছিল।
জেপি নাড্ডার সভাপতিত্বে বিদেশি রাজনৈতিক দল, প্রতিনিধিদল এবং বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে যোগাযোগে বর্তমানে বেশ সক্রিয় ক্ষমতাসীন বিজেপি।
চলতি বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস আয়োজিত ব্রিকস প্লাস রাজনৈতিক দলগুলোর সংলাপ অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সামনে রেখে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের পরিকল্পনা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
এ ছাড়া অদূর ভবিষ্যতে বাংলাদেশের আওয়ামী লীগ এবং নেপালের কমিউনিস্ট পার্টির সঙ্গেও সম্পর্ক জোরদার করতে এ দুটি দলের প্রতিনিধিদলের আয়োজন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নড্ডা।
বুধবার ভারতের রাজধানী নয়া দিল্লিতে কয়েকটি দেশের কূটনৈতিক মিশনের সঙ্গে মতবিনিময় সভা শেষে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন নড্ডা।
এ বিষয়ে দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দিল্লিতে ‘বিজেপিকে জানুন’ শিরোনামে দলটির প্রধান কার্যালয়ে ওই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এই সভায় বাংলাদেশ, মিশর, জার্মানি, গ্রিস, গায়ানা, লেবানন, মালয়েশিয়া, মোজাম্বিক, দক্ষিণ কোরিয়া, সুরিনাম, সুইডেন এবং তাঞ্জানিয়ার কূটনীতিক মিশন অংশ নেয়।
বিজেপির সূত্রগুলো বলছে, ব্রিকস প্লাস রাজনৈতিক দলগুলোর সংলাপে অংশগ্রহণ তাঁদের দলের জন্য একটি উল্লেখযোগ্য অগ্রগতি। কারণ এই সংলাপের আয়োজন করেছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এই দলটির সঙ্গে আবার ভারতের বর্তমান বিরোধী দল জাতীয় কংগ্রেসের বহু পুরোনো সম্পর্ক রয়েছে। তবে বিজেপির লক্ষ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে একটি সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা।
হিন্দুর প্রতিবেদনে এও বলা হয়েছে যে,২০১৮ সালে ভারতীয় কংগ্রেসের সম্মেলনে তৎকালীন সভাপতি রাহুল গান্ধীকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির পক্ষ থেকে অভিনন্দন বার্তা পাঠানো হয়েছিল।
জেপি নাড্ডার সভাপতিত্বে বিদেশি রাজনৈতিক দল, প্রতিনিধিদল এবং বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে যোগাযোগে বর্তমানে বেশ সক্রিয় ক্ষমতাসীন বিজেপি।
ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সতর্ক করেছেন, ভারত-যুক্তরাষ্ট্র একত্রে কাজ না করলে ২১ শতক হতে পারে ‘মানবজাতির জন্য চরম অন্ধকারময়’। জয়পুরে এক বক্তৃতায় তিনি বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা কর
৪ ঘণ্টা আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অসংখ্য। হতাহতের শিকার পর্যটকেরা কাশ্মীরের পহেলগামে ভ্রমণ করছিলেন।
৫ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং লেবাননের রাজনৈতিক ও সামরিক সংগঠন হিজবুল্লাহ। দুই সংগঠনই তাঁর আন্তধর্মীয় সংলাপ ও মানবিক মূল্যবোধ রক্ষার প্রচেষ্টার প্রশংসা করে বিবৃতি দিয়েছে।
৫ ঘণ্টা আগেইকুয়েডরের একটি প্রত্যন্ত আমাজনীয় গ্রামে এক ব্রিটিশ নাগরিককে গণপিটুনি দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহত ওই ব্যক্তি স্থানীয় একজনকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের হেফাজতে ছিলেন।
৬ ঘণ্টা আগে