Ajker Patrika

জম্মু ও কাশ্মীরে গোলাগুলিতে ১ সন্ত্রাসী নিহত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১২: ৩৩
জম্মু ও কাশ্মীরে গোলাগুলিতে ১ সন্ত্রাসী নিহত

ভারতের জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে এক সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর অঞ্চলের পুলিশ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সেখানে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনী শনিবার ভোরে জয়নপোরা এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে।

একজন পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, নিরাপত্তা বাহিনী যখন এলাকায় তল্লাশি চালাচ্ছিল, তখন লুকিয়ে থাকা জঙ্গিরা তাদের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে এক সন্ত্রাসী নিহত হয়। নিহতের সম্পূর্ণ পরিচয় এখনো পাওয়া যায়নি। তার নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। 

পুলিশ কর্মকর্তা জানান, সেখানে আরও সন্ত্রাসী রয়েছে এমন সন্দেহে অভিযান এখনো চলছে। 

জম্মু ও কাশ্মীর হলো ভারতের কেন্দ্র শাসিত অঞ্চল। হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত এ অঞ্চল একসময় স্বতন্ত্র রাজ্য ছিল। এর দক্ষিণে ভারতের হিমাচল প্রদেশ ও পাঞ্জাব রাজ্য রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত