ভারতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে এ দুরাইমুরুগান সাত্তাই নামের এক ইউটিউবারের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় তামিলনাড়ু সরকার। নিম্ন আদালত ওই ইউটিউবারকে জামিন দিলেও মাদ্রাজ হাইকোর্ট তা খারিজ করে দেন। এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান সাত্তাই। আজ সোমবার তাঁর জামিন বহাল রেখেছেন দেশটির শীর্ষ আদালত।
এই ইউটিউবারের জামিন বহাল রেখে ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, ‘ভোটের আগে কতজন জেলে থাকবেন?’
আজ মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুঞার বেঞ্চে। তামিলনাড়ু সরকারের হয়ে আদালতে শুনানি করেন কৌঁসুলি মুকুল রোহতগি। তাঁর উদ্দেশে বিচারপতি ওকার প্রশ্ন রাখেন, ‘নির্বাচনের আগে ইউটিউবে অভিযোগ করার দায়ে যদি সবাইকে জেলে ভরতে শুরু করি, তবে ভাবতে পারছেন কতজন জেলে থাকবেন?’
সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণে বলা হয়েছে, ওই ইউটিউবার ভারতের সংবিধানে দেওয়া ব্যক্তিস্বাধীনতার অপব্যবহার করেছেন—এমন কোনো প্রমাণ নেই। তামিলনাড়ু সরকারের কৌঁসুলি আদালতের কাছে আরজি জানিয়ে বলেন, ‘অভিযুক্ত ইউটিউবার যাতে পরবর্তীকালে মানহানিকর কোনো মন্তব্য না করেন, তা নিশ্চিত করা হোক।’ বিচারপতি ওকা তামিলনাড়ু সরকারের কৌঁসুলির উদ্দেশে প্রশ্ন করেন, ‘কোনটা মানহানিকর মন্তব্য আর কোনটা নয়, সেটা কে ঠিক করবে?’
২০২২ সালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইউটিউবার সাত্তাই। একই বছরের জুলাইয়ে নোটিশ জারি করে তামিলনাড়ু সরকারের বক্তব্য জানতে চান শীর্ষ আদালত। ২০২১ সালে সাত্তাইকে প্রথম জামিন দেন সুপ্রিম কোর্ট। সেই হিসাবে মোট আড়াই বছর ধরে জামিনে আছেন তিনি।
আজ ওই ইউটিউবারের জামিনের বিরোধিতা করে তামিলনাড়ু সরকার জানায়, ২০২২ সালের ডিসেম্বর এবং ২০২৩ সালের মার্চে দুটি এফআইআর দায়ের হয় তাঁর বিরুদ্ধে। তারপরও সাত্তাইয়ের জামিন বহাল রাখেন আদালত।
ভারতে লোকসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের এই রায় এবং পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
ভারতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে এ দুরাইমুরুগান সাত্তাই নামের এক ইউটিউবারের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় তামিলনাড়ু সরকার। নিম্ন আদালত ওই ইউটিউবারকে জামিন দিলেও মাদ্রাজ হাইকোর্ট তা খারিজ করে দেন। এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান সাত্তাই। আজ সোমবার তাঁর জামিন বহাল রেখেছেন দেশটির শীর্ষ আদালত।
এই ইউটিউবারের জামিন বহাল রেখে ভারতের সুপ্রিম কোর্ট বলেছে, ‘ভোটের আগে কতজন জেলে থাকবেন?’
আজ মামলাটির শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুঞার বেঞ্চে। তামিলনাড়ু সরকারের হয়ে আদালতে শুনানি করেন কৌঁসুলি মুকুল রোহতগি। তাঁর উদ্দেশে বিচারপতি ওকার প্রশ্ন রাখেন, ‘নির্বাচনের আগে ইউটিউবে অভিযোগ করার দায়ে যদি সবাইকে জেলে ভরতে শুরু করি, তবে ভাবতে পারছেন কতজন জেলে থাকবেন?’
সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণে বলা হয়েছে, ওই ইউটিউবার ভারতের সংবিধানে দেওয়া ব্যক্তিস্বাধীনতার অপব্যবহার করেছেন—এমন কোনো প্রমাণ নেই। তামিলনাড়ু সরকারের কৌঁসুলি আদালতের কাছে আরজি জানিয়ে বলেন, ‘অভিযুক্ত ইউটিউবার যাতে পরবর্তীকালে মানহানিকর কোনো মন্তব্য না করেন, তা নিশ্চিত করা হোক।’ বিচারপতি ওকা তামিলনাড়ু সরকারের কৌঁসুলির উদ্দেশে প্রশ্ন করেন, ‘কোনটা মানহানিকর মন্তব্য আর কোনটা নয়, সেটা কে ঠিক করবে?’
২০২২ সালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইউটিউবার সাত্তাই। একই বছরের জুলাইয়ে নোটিশ জারি করে তামিলনাড়ু সরকারের বক্তব্য জানতে চান শীর্ষ আদালত। ২০২১ সালে সাত্তাইকে প্রথম জামিন দেন সুপ্রিম কোর্ট। সেই হিসাবে মোট আড়াই বছর ধরে জামিনে আছেন তিনি।
আজ ওই ইউটিউবারের জামিনের বিরোধিতা করে তামিলনাড়ু সরকার জানায়, ২০২২ সালের ডিসেম্বর এবং ২০২৩ সালের মার্চে দুটি এফআইআর দায়ের হয় তাঁর বিরুদ্ধে। তারপরও সাত্তাইয়ের জামিন বহাল রাখেন আদালত।
ভারতে লোকসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের এই রায় এবং পর্যবেক্ষণ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
গাজা যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় নিয়ে ইসরায়েলের দেওয়া সর্বশেষ প্রস্তাবে হামাস যে লিখিত জবাব দিয়েছে, তা আগের তুলনায় ‘উন্নত’ বলে মন্তব্য করেছে ইসরায়েলের একটি কূটনৈতিক সূত্র। বৃহস্পতিবার সকালে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর নিশ্চিত করেছে, মধ্যস্থতাকারীরা হামাসের প্রতিক্রিয়া ইসরায়েলি আলোচক দলের কাছে পৌঁছে
১ মিনিট আগেরাশিয়ার একটি এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজ ৫০ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়। পরে সেই যাত্রীবাহী উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। উড়োজাহাজটিতে আগুন লেগে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১২ মিনিট আগেতুরস্কে দাবানলের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে নিহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১৪ জন। গতকাল বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি।
১ ঘণ্টা আগেপ্রতিবেশী কম্বোডিয়ার সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে থাইল্যান্ড। সীমান্ত থেকে উসকে ওঠা এই সংঘাত যেকোনো সময় যুদ্ধে রূপ নিতে পারে, এমন আশঙ্কাও রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের এফ-১৬ যুদ্ধবিমান কম্বোডিয়ার ওই সামরিক স্থাপনায় হামলা চালায়। খবর সিএনএনের।
১ ঘণ্টা আগে