Ajker Patrika

এখানে পরিবেশ ভালো নয়, বিদেশে স্থায়ী হও—সন্তানদের পরামর্শ দিয়ে তোপের মুখে ভারতীয় রাজনীতিক

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৮: ০০
এখানে পরিবেশ ভালো নয়, বিদেশে স্থায়ী হও—সন্তানদের পরামর্শ দিয়ে তোপের মুখে ভারতীয় রাজনীতিক

নিজ সন্তানদের বিদেশে চাকরি খুঁজতে এবং সেখানে স্থায়ী হতে পরামর্শ দিয়েছেন ভারতের একজন জ্যেষ্ঠ রাজনীতিক ও রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সাধারণ সম্পাদক আবদুল বারী সিদ্দিকী। তিনি বলেছেন, ‘এখানে পরিবেশ ভালো নয়, বিদেশে সেটেলড হও’। তাঁর এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে একটি অনুষ্ঠানে বিহারের এই নেতা এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘দেশের বর্তমান পরিবেশ-পরিস্থিতি বোঝার জন্য আমি একটি ব্যক্তিগত উদাহরণ দিতে চাই। আমার একটি ছেলে হার্ভার্ডে পড়াশোনা করে এবং একটি মেয়ে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে ডিগ্রি নিয়েছে। আমি তাদের বিদেশেই চাকরি খুঁজতে বলেছি এবং সেখানের নাগরিকত্ব নিতে বলেছি।’ 

ভারতের প্রবীণ এই নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আরও বলেছেন, ‘আমার সন্তানেরা আমার কথা বিশ্বাস করে না। তারা বলে, আমি তো এখনো ভারতে থাকি। আমি তখন তাদের বলেছি, তোমরা এখানে মানিয়ে নিতে পারবে না।’ 

বিজেপির বিহার ইউনিট আবদুল বারী সিদ্দিকীর মন্তব্যের নিন্দা করেছে। তাঁকে পাকিস্তানে চলে যাওয়ার পরামর্শও দিয়েছে দলটি। রাজ্য বিজেপির মুখপাত্র নিখিল আনন্দ বলেছেন, ‘সিদ্দিকীর মন্তব্য ভারতবিরোধী। তিনি যদি এতটাই দমবন্ধ বোধ করেন, তাহলে তিনি এখানে একজন রাজনৈতিক নেতা হিসেবে যে সুযোগ-সুবিধা পান, তা ছেড়ে দিয়ে তাঁর পাকিস্তানে চলে যাওয়া উচিত। কেউ তাকে বাধা দেবে না।’ 

নিখিল আনন্দ আরও বলেছেন, ‘সিদ্দিকী আরজেডির প্রধান লালু প্রসাদের ঘনিষ্ঠ সহযোগী এবং তাঁর বক্তব্য তাঁর দলের মুসলিমতুষ্টি সংস্কৃতিকেই প্রতিফলিত করে।’ 

এদিকে আবদুল বারী সিদ্দিকীর মন্তব্যকে মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) সমর্থন করেছে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত