অনলাইন ডেস্ক
ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলায় একটি সরকারি স্কুল ভবন ধসে অন্তত ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া দুই শিশু গুরুতর আহত হয়। আজ শুক্রবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মনোহর থানার পিপলদি সরকারি স্কুলে সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, একতলা ভবনের ছাদ ধসে পড়ার সময় প্রায় ৬০ শিশু এবং শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সূত্র অনুযায়ী, ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। এর আগে এ বিষয়ে বেশ কয়েকবার অভিযোগও জানানো হয়েছিল। এই স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়।
রাজস্থানের শিক্ষাসচিব কৃষ্ণ কুনাল নিশ্চিত করেছেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং ঘটনায় ছয় শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গ্রামবাসীর মতে, গত কয়েক দিনের একটানা ভারী বৃষ্টির কারণে ছাদ ধসে পড়েছে। ধসে পড়ার শব্দের পরপরই চিৎকার ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, ধুলো ও ধ্বংসাবশেষে এলাকাটি ঢেকে যায়।
ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা আটকে পড়া শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের উদ্ধারে ছুটে আসছেন। ধ্বংসাবশেষ সরাতে অন্তত চারটি জেসিবি মেশিনও ঘটনাস্থলে পৌঁছেছে। শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা ভবন ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনাকে ‘দুঃখজনক ও গভীরভাবে বেদনাদায়ক’ বলে অভিহিত করেছেন। তাঁর কার্যালয় এক্সে এক পোস্টে জানিয়েছে, ‘এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে রয়েছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে।’
শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার বলেছেন, ঘটনা তদন্তের নির্দেশ দেবেন এবং কী কারণে ভবনটি ধসে পড়েছে জানার চেষ্টা করবেন।
ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলায় একটি সরকারি স্কুল ভবন ধসে অন্তত ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া দুই শিশু গুরুতর আহত হয়। আজ শুক্রবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মনোহর থানার পিপলদি সরকারি স্কুলে সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, একতলা ভবনের ছাদ ধসে পড়ার সময় প্রায় ৬০ শিশু এবং শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সূত্র অনুযায়ী, ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ। এর আগে এ বিষয়ে বেশ কয়েকবার অভিযোগও জানানো হয়েছিল। এই স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়।
রাজস্থানের শিক্ষাসচিব কৃষ্ণ কুনাল নিশ্চিত করেছেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং ঘটনায় ছয় শিশুর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গ্রামবাসীর মতে, গত কয়েক দিনের একটানা ভারী বৃষ্টির কারণে ছাদ ধসে পড়েছে। ধসে পড়ার শব্দের পরপরই চিৎকার ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, ধুলো ও ধ্বংসাবশেষে এলাকাটি ঢেকে যায়।
ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা আটকে পড়া শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের উদ্ধারে ছুটে আসছেন। ধ্বংসাবশেষ সরাতে অন্তত চারটি জেসিবি মেশিনও ঘটনাস্থলে পৌঁছেছে। শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা ভবন ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনাকে ‘দুঃখজনক ও গভীরভাবে বেদনাদায়ক’ বলে অভিহিত করেছেন। তাঁর কার্যালয় এক্সে এক পোস্টে জানিয়েছে, ‘এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের পরিবারের সঙ্গে রয়েছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে।’
শিক্ষামন্ত্রী মদন দিলাওয়ার বলেছেন, ঘটনা তদন্তের নির্দেশ দেবেন এবং কী কারণে ভবনটি ধসে পড়েছে জানার চেষ্টা করবেন।
ভেনিস উপহ্রদের দক্ষিণে অবস্থিত পরিত্যক্ত দ্বীপ পোভেলিয়া। এর নাম শুনলেই অনেকের মনে আসে প্লেগ আক্রান্তদের গণকবর, মানসিক রোগীদের জন্য নির্মিত পুরোনো আশ্রম এবং ভুতুড়ে ইতিহাসের কথা। সেই দ্বীপ এবার নতুন পরিচয়ে আবির্ভূত হতে যাচ্ছে।
৯ ঘণ্টা আগেগত ১২ জুন ইংল্যান্ডে হৃদ্রোগে আক্রান্ত মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন ভারতের বিলিয়নিয়ার ব্যবসায়ী সঞ্জয় কাপুর। তাঁর এই আকস্মিক মৃত্যুর পর রেখে যাওয়া বিপুল সম্পদ কার জিম্মায় যাবে, তা নিয়ে এখন উত্তাল কাপুর পরিবার।
১০ ঘণ্টা আগেতিন মাস আগে জীবিকার সন্ধানে রাজস্থানে যান আমির। রাজস্থানে পৌঁছানোর পর দুই মাস আগে তাঁকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। তাঁর কাছে ভারতের বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও কোনো তদন্ত বা আদালতের হস্তক্ষেপ ছাড়াই তাঁকে বিদেশি তকমা দিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো হয়।
১১ ঘণ্টা আগেগাজার হৃদয়বিদারক বাস্তবতার ছবি তুলে ধরেছেন একজন ফিলিস্তিনি শিল্পী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সন্তানদের মুখে এক বেলার খাবার তুলে দিতে চিত্রশিল্পী তাহা আবু ঘালি নিজের আঁকা ছবি পুড়িয়ে রান্নার জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করছেন।
১১ ঘণ্টা আগে