Ajker Patrika

ভারতে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৩: ০৮
ভারতে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৬ হাজার ৯৬৪ জনের, যা আগের দিনের চেয়ে ৮৫৩ জন বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮৩ জন, যা আগের দিনের চেয়ে ১৩১ জন বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বুধবার সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কেরালায় করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৭৬৮ জনের। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৩ হাজার ১৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া তামিলনাডুতে ১ হাজার ৬৪৭ জন, মিজোরামে ১ হাজার ৩৫৫ জন, আন্ধ্র প্রদেশে ১ হাজার ১৭৯ জন, কর্ণাটকে ৮১৮ জন, আসামে ৪৪১ জন, থানেতে ২৫৮ জন, তেলেঙ্গানায় ২৪৪ জন, গোয়ায় ১০৭ জন, দিল্লিতে ৩৯ জন ও উত্তর প্রদেশে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। 

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেরালায় ২১৪ জনের, মহারাষ্ট্রে ৭০ জনের, কর্ণাটকে ২১ জনের, থানেতে সাতজনের, আসামে ছয়জনের, মিজোরামে পাঁচজনের ও গোয়ায় দুজনের মৃত্যু হয়েছে। রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তর প্রদেশ, দিল্লিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো সংবাদ পাওয়া যায়নি। 

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা থেকে সেরে উঠেছেন ৩৪ হাজার ১৬৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৭ লাখ ৮৩ হাজার ৭৪১ জন। দেশটিতে এখন সক্রিয় রোগীর সংখ্যা কমে ৩ কোটি ১ হাজার ৯৮৯ জনে দাঁড়িয়েছে। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ৩১ হাজার ৪৯৮ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৫ হাজার ৮০১ জনের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত