Ajker Patrika

মহারাষ্ট্রে করোনার ডেলটা প্লাস ধরনে আক্রান্ত ৪৫ জন শনাক্ত

মহারাষ্ট্রে করোনার ডেলটা প্লাস ধরনে আক্রান্ত ৪৫ জন শনাক্ত

করোনার ডেলটা ধরনের চোখ রাঙানিতেই গোটা বিশ্ব নাজেহাল। এর মধ্যে নতুন করে হাজির হয়েছে ডেলটা প্লাস। এরই মধ্যে ভারতের মহারাষ্ট্রের এই ধরনে আক্রান্ত ৪৫ জন শনাক্ত হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দেশটির মহারাষ্ট্র রাজ্যে গতকাল রোববার পর্যন্ত ৪৫ জন ডেলটা প্লাস ধরনে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। রাজ্যটির জালগাঁও জেলায় সর্বোচ্চ ১৩ জন শনাক্ত হয়েছে। এ ছাড়া রত্নগিরিতে ১১, মুম্বাইয়ে ৬, থানে ৫ ও পুনেতে ৩ জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে রাজ্যটির স্বাস্থ্য বিভাগ। 

রাজ্যটির স্বাস্থ্য বিভাগ বলছে, করোনার এই ধরনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ রেকর্ড হয়েছে জালগাঁও জেলায়। সংগৃহীত নমুনাগুলোর জিনোম সিকোয়েন্সিংয়ের পর এর ৮০ শতাংশই ডেলটা প্লাস ধরন বলে নিশ্চিত হওয়া গেছে। 

করোনার ডেলটা ধরন মহারাষ্ট্রকে বেশ ভুগিয়েছে। এর মধ্যেই এবার ডেলটা প্লাস ধরন শঙ্কা তৈরি করেছে নতুন করে। 

এ বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, কোভিড এখনো এখানেই আছে। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ বিদায় নিলেও করোনা এখনো পুরোপুরি দূর হয়নি। সবাইকে অবশ্যই কোভিড সতর্কতা মেনে চলতে হবে। তিনি বলেন, এই ভাইরাস প্রতিনিয়ত নিজের রূপ বদলাচ্ছে। এর মধ্যে ডেলটা ধরন খুব দ্রুত ছড়ায়। 

মহারাষ্ট্রের পুনে, আহমেদনগর, সোলাপুর, সাংলি, সাতারা, রত্নগিরিসহ কয়েকটি জেলা ডেলটা প্লাসের ঝুঁকির মুখে রয়েছে উল্লেখ করে উদ্ধব ঠাকরে বলেন, এই জেলাগুলোর প্রশাসনের দায়িত্ব তাই অনেক বেশি। 

প্রসঙ্গত, গতকাল রোববার ৫ হাজার ৫০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। নতুন মৃত্যু হয়েছে ১৫১ জনের। এই নিয়ে রাজ্যটিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৬৩ লাখ ৫৩ হাজার ৩২৮–এ। আর মৃতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৩ হাজার ৯৯৬–এ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত