করোনার ডেলটা ধরনের চোখ রাঙানিতেই গোটা বিশ্ব নাজেহাল। এর মধ্যে নতুন করে হাজির হয়েছে ডেলটা প্লাস। এরই মধ্যে ভারতের মহারাষ্ট্রের এই ধরনে আক্রান্ত ৪৫ জন শনাক্ত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দেশটির মহারাষ্ট্র রাজ্যে গতকাল রোববার পর্যন্ত ৪৫ জন ডেলটা প্লাস ধরনে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। রাজ্যটির জালগাঁও জেলায় সর্বোচ্চ ১৩ জন শনাক্ত হয়েছে। এ ছাড়া রত্নগিরিতে ১১, মুম্বাইয়ে ৬, থানে ৫ ও পুনেতে ৩ জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে রাজ্যটির স্বাস্থ্য বিভাগ।
রাজ্যটির স্বাস্থ্য বিভাগ বলছে, করোনার এই ধরনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ রেকর্ড হয়েছে জালগাঁও জেলায়। সংগৃহীত নমুনাগুলোর জিনোম সিকোয়েন্সিংয়ের পর এর ৮০ শতাংশই ডেলটা প্লাস ধরন বলে নিশ্চিত হওয়া গেছে।
করোনার ডেলটা ধরন মহারাষ্ট্রকে বেশ ভুগিয়েছে। এর মধ্যেই এবার ডেলটা প্লাস ধরন শঙ্কা তৈরি করেছে নতুন করে।
এ বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, কোভিড এখনো এখানেই আছে। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ বিদায় নিলেও করোনা এখনো পুরোপুরি দূর হয়নি। সবাইকে অবশ্যই কোভিড সতর্কতা মেনে চলতে হবে। তিনি বলেন, এই ভাইরাস প্রতিনিয়ত নিজের রূপ বদলাচ্ছে। এর মধ্যে ডেলটা ধরন খুব দ্রুত ছড়ায়।
মহারাষ্ট্রের পুনে, আহমেদনগর, সোলাপুর, সাংলি, সাতারা, রত্নগিরিসহ কয়েকটি জেলা ডেলটা প্লাসের ঝুঁকির মুখে রয়েছে উল্লেখ করে উদ্ধব ঠাকরে বলেন, এই জেলাগুলোর প্রশাসনের দায়িত্ব তাই অনেক বেশি।
প্রসঙ্গত, গতকাল রোববার ৫ হাজার ৫০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। নতুন মৃত্যু হয়েছে ১৫১ জনের। এই নিয়ে রাজ্যটিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৬৩ লাখ ৫৩ হাজার ৩২৮–এ। আর মৃতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৩ হাজার ৯৯৬–এ।
করোনার ডেলটা ধরনের চোখ রাঙানিতেই গোটা বিশ্ব নাজেহাল। এর মধ্যে নতুন করে হাজির হয়েছে ডেলটা প্লাস। এরই মধ্যে ভারতের মহারাষ্ট্রের এই ধরনে আক্রান্ত ৪৫ জন শনাক্ত হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দেশটির মহারাষ্ট্র রাজ্যে গতকাল রোববার পর্যন্ত ৪৫ জন ডেলটা প্লাস ধরনে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। রাজ্যটির জালগাঁও জেলায় সর্বোচ্চ ১৩ জন শনাক্ত হয়েছে। এ ছাড়া রত্নগিরিতে ১১, মুম্বাইয়ে ৬, থানে ৫ ও পুনেতে ৩ জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে রাজ্যটির স্বাস্থ্য বিভাগ।
রাজ্যটির স্বাস্থ্য বিভাগ বলছে, করোনার এই ধরনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ রেকর্ড হয়েছে জালগাঁও জেলায়। সংগৃহীত নমুনাগুলোর জিনোম সিকোয়েন্সিংয়ের পর এর ৮০ শতাংশই ডেলটা প্লাস ধরন বলে নিশ্চিত হওয়া গেছে।
করোনার ডেলটা ধরন মহারাষ্ট্রকে বেশ ভুগিয়েছে। এর মধ্যেই এবার ডেলটা প্লাস ধরন শঙ্কা তৈরি করেছে নতুন করে।
এ বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, কোভিড এখনো এখানেই আছে। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ বিদায় নিলেও করোনা এখনো পুরোপুরি দূর হয়নি। সবাইকে অবশ্যই কোভিড সতর্কতা মেনে চলতে হবে। তিনি বলেন, এই ভাইরাস প্রতিনিয়ত নিজের রূপ বদলাচ্ছে। এর মধ্যে ডেলটা ধরন খুব দ্রুত ছড়ায়।
মহারাষ্ট্রের পুনে, আহমেদনগর, সোলাপুর, সাংলি, সাতারা, রত্নগিরিসহ কয়েকটি জেলা ডেলটা প্লাসের ঝুঁকির মুখে রয়েছে উল্লেখ করে উদ্ধব ঠাকরে বলেন, এই জেলাগুলোর প্রশাসনের দায়িত্ব তাই অনেক বেশি।
প্রসঙ্গত, গতকাল রোববার ৫ হাজার ৫০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। নতুন মৃত্যু হয়েছে ১৫১ জনের। এই নিয়ে রাজ্যটিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৬৩ লাখ ৫৩ হাজার ৩২৮–এ। আর মৃতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৩ হাজার ৯৯৬–এ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ১০-১২ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে রাশিয়া শান্তিচুক্তিতে না এলে তাদের বিরুদ্ধে কঠোর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। স্থানীয় সময় গতকাল সোমবার স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী
১০ মিনিট আগেমিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর দমনমূলক নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে বলেছে...
২৫ মিনিট আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি অবরোধের কারণে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ব্যাপক সংকট দেখা দিয়েছে। সংকট এতটাই তীব্র যে, এরই মধ্যে অঞ্চলটিতে আর কোনো খাবারই পাওয়া যাচ্ছে। ফলে, স্থানীয়রা এক দুর্ভিক্ষময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে অঞ্চলটি না খেতে পেয়ে মারা গেছে আরও অন্তত ১৪ জন। আর
১ ঘণ্টা আগেচীনের রাজধানী বেইজিং ও এর পার্শ্ববর্তী অঞ্চলে টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৮০ হাজার বাসিন্দাকে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে