ভারতের চারটি রাজ্য এবং একটি ইউনিয়ন টরিটোরিতে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আসাম, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু এবং ইউনিয়ন টেরিটোরি পডুচেরিতে ২০ কোটির বেশি মানুষ আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর মধ্যে আসামে তৃতীয় দফা বা চূড়ান্ত ধাপে ভোটগ্রহণ হচ্ছে। আর পশ্চিমবঙ্গে বাকি আছে আরো পাঁচটি দফা।
অপরদিকে কেরালা, তামিলনাড়ু এবং পডুচেরিতে এটিই প্রথম ভোট। এখানে একদিনেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।
এদিকে আজ মঙ্গলবার সকাল ৭টা থেকেই পশ্চিমবঙ্গ এবং আসামের ভোটকেন্দ্রগুলোতে বুথের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। আজ পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ হচ্ছে তিন জেলার ৩১ কেন্দ্রে। হাওড়া ও হুগলি জেলায় এটাই প্রথম দফা। দুই জেলার যথাক্রমে ৭ ও ৮টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। আর দক্ষিণ ২৪ পরগনায় ভোট হচ্ছে ১৬টি আসনে।
নির্বাচন কমিশনের হিসাবে, পশ্চিমবঙ্গে প্রথম দফায় ৮৪ দশমিক ৬৩ শতাংশ আর দ্বিতীয় দফায় ৮৬ দশমিক ১১ শতাংশ ভোট পড়েছে।
তৃণমূল এবং বিজেপি থেকে সবকটি আসনেই প্রার্থী দেওয়া হয়েছে। কংগ্রেস-বাম জোট থেকে কংগ্রেস সাতটি এবং সিপিএম ১৩টি এবং অন্য আসনগুলোতে আইএসএফ, এআইএফবি এবং আরএসপির মতো ছোট শরিকরা প্রার্থী দিয়েছে। ২০১৬ সালে তৃণমূল এই আসনগুলোর মধ্যে ২৯টি পেয়েছে এবং ভোট পেয়েছিল ৫০ শতাংশেরও বেশি।
পশ্চিমবঙ্গে ব্যালটে বড় নামগুলোর মধ্যে রয়েছে কলামিস্ট স্বপন দাশগুপ্ত, তিনি বিজেপির টিকিটে তারকেশ্বর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপির অন্য বড় নামগুলোর মধ্যে রয়েছেন অভিনেতা এবং মডেল তনুশ্রী চক্রবর্তী, তিনি শ্যামপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রবীণ সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি রায়গিড়ি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তৃণমূলের আশিমা পাত্র - কারিগরি শিক্ষামন্ত্রী - ধনখালি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তামিলনাড়ুর মোট ২৩৪টি আসন - যেখানে এআইএডিএমকে এবং ডিএমকে বরাবরই রাজত্ব করেছে - আজ একক পর্বে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ক্ষমতাসীন এআইএডিএমকে ১৯১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, পিএমকে ২৩ এবং বিজেপির পক্ষে মাত্র ২০ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। ডিএমকে ১৮৮টি আসনে এবং তার জোট শরিক কংগ্রেস ২৫টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে, বাকি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্য ছোট শরিকরা।
তামিলনাড়ুতে চমক দেখাতে পারে কমল হাসানের এমএনএম। দলটি ১৪২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আর ৮৪টি আসন বাকি মিত্রদের দেওয়া হয়েছে। এএমএমকে ১৬৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং ৬০টি ডিএমডিকে ছেড়ে দিয়েছে। বাকিগুলোতে লড়ছে ছোট শরিকরা।
কেরালা রাজ্যের ১৪০টি আসনে আজ একক পর্বে ভোট হচ্ছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নেতৃত্বাধীন এলডিএফ সরকার ক্ষমতা ধরে রাখতে চাইছে। বিজয়নের সিপিএম ৭৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, ২১টিতে সিপিআই এবং বাকিগুলোতে জেডিএস (চার) ও শারদ পাওয়ারের এনসিপি (তিন) এর মতো ছোট মিত্ররা লড়ছে। এলডিএফ ১১ জন স্বতন্ত্রী প্রার্থীকে সমর্থনও দিচ্ছে। ইউডিএফের নেতৃত্বাধীন কংগ্রেস ৯৩ টি আসন, আইইউএমএল ২৫ এবং কেরালা কংগ্রেস ১০টিতে প্রার্থী দিয়েছে। এ রাজ্যে বিজেপি ১১৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আর ২১টিতে প্রার্থী দিয়েছে বিডিজেএস।
আসামে চূড়ান্ত পর্বে ৪০ টি আসন ভোটগ্রহণ হচ্ছে। ক্ষমতাসীন বিজেপি দ্বিতীয় মেয়াদের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। বিরোধী জোটে শীর্ষস্থানে থাকা কংগ্রেস ২৪টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ ১২, বিপিএফ আট এবং সিপিএম একটিতে প্রার্থী দিয়েছে। কয়েকটি আসনে শরিক দলগুলো প্রত্যেকে তাদের নিজস্ব প্রার্থী রেখেছে।
বিজেপি ২০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। জোটের সহযোগী এজিপি এবং ইউপিএল যথাক্রমে ১৩ এবং আটটিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। ২০১৬ সালে বিজেপি-এজিপি জোট ১৫ টি আসনে জিতেছে। তখনকার মিত্র বিপিএফ আটটি জিতেছিল। আর কংগ্রেস ১১ এবং এআইইউডিএফ ছয়টিতে জিতে।
ভারতের চারটি রাজ্য এবং একটি ইউনিয়ন টরিটোরিতে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আসাম, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু এবং ইউনিয়ন টেরিটোরি পডুচেরিতে ২০ কোটির বেশি মানুষ আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর মধ্যে আসামে তৃতীয় দফা বা চূড়ান্ত ধাপে ভোটগ্রহণ হচ্ছে। আর পশ্চিমবঙ্গে বাকি আছে আরো পাঁচটি দফা।
অপরদিকে কেরালা, তামিলনাড়ু এবং পডুচেরিতে এটিই প্রথম ভোট। এখানে একদিনেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।
এদিকে আজ মঙ্গলবার সকাল ৭টা থেকেই পশ্চিমবঙ্গ এবং আসামের ভোটকেন্দ্রগুলোতে বুথের সামনে দীর্ঘ লাইন দেখা গেছে। আজ পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ হচ্ছে তিন জেলার ৩১ কেন্দ্রে। হাওড়া ও হুগলি জেলায় এটাই প্রথম দফা। দুই জেলার যথাক্রমে ৭ ও ৮টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। আর দক্ষিণ ২৪ পরগনায় ভোট হচ্ছে ১৬টি আসনে।
নির্বাচন কমিশনের হিসাবে, পশ্চিমবঙ্গে প্রথম দফায় ৮৪ দশমিক ৬৩ শতাংশ আর দ্বিতীয় দফায় ৮৬ দশমিক ১১ শতাংশ ভোট পড়েছে।
তৃণমূল এবং বিজেপি থেকে সবকটি আসনেই প্রার্থী দেওয়া হয়েছে। কংগ্রেস-বাম জোট থেকে কংগ্রেস সাতটি এবং সিপিএম ১৩টি এবং অন্য আসনগুলোতে আইএসএফ, এআইএফবি এবং আরএসপির মতো ছোট শরিকরা প্রার্থী দিয়েছে। ২০১৬ সালে তৃণমূল এই আসনগুলোর মধ্যে ২৯টি পেয়েছে এবং ভোট পেয়েছিল ৫০ শতাংশেরও বেশি।
পশ্চিমবঙ্গে ব্যালটে বড় নামগুলোর মধ্যে রয়েছে কলামিস্ট স্বপন দাশগুপ্ত, তিনি বিজেপির টিকিটে তারকেশ্বর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপির অন্য বড় নামগুলোর মধ্যে রয়েছেন অভিনেতা এবং মডেল তনুশ্রী চক্রবর্তী, তিনি শ্যামপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রবীণ সিপিএম নেতা কান্তি গাঙ্গুলি রায়গিড়ি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তৃণমূলের আশিমা পাত্র - কারিগরি শিক্ষামন্ত্রী - ধনখালি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তামিলনাড়ুর মোট ২৩৪টি আসন - যেখানে এআইএডিএমকে এবং ডিএমকে বরাবরই রাজত্ব করেছে - আজ একক পর্বে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ক্ষমতাসীন এআইএডিএমকে ১৯১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, পিএমকে ২৩ এবং বিজেপির পক্ষে মাত্র ২০ জন প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। ডিএমকে ১৮৮টি আসনে এবং তার জোট শরিক কংগ্রেস ২৫টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে, বাকি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্য ছোট শরিকরা।
তামিলনাড়ুতে চমক দেখাতে পারে কমল হাসানের এমএনএম। দলটি ১৪২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আর ৮৪টি আসন বাকি মিত্রদের দেওয়া হয়েছে। এএমএমকে ১৬৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং ৬০টি ডিএমডিকে ছেড়ে দিয়েছে। বাকিগুলোতে লড়ছে ছোট শরিকরা।
কেরালা রাজ্যের ১৪০টি আসনে আজ একক পর্বে ভোট হচ্ছে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নেতৃত্বাধীন এলডিএফ সরকার ক্ষমতা ধরে রাখতে চাইছে। বিজয়নের সিপিএম ৭৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে, ২১টিতে সিপিআই এবং বাকিগুলোতে জেডিএস (চার) ও শারদ পাওয়ারের এনসিপি (তিন) এর মতো ছোট মিত্ররা লড়ছে। এলডিএফ ১১ জন স্বতন্ত্রী প্রার্থীকে সমর্থনও দিচ্ছে। ইউডিএফের নেতৃত্বাধীন কংগ্রেস ৯৩ টি আসন, আইইউএমএল ২৫ এবং কেরালা কংগ্রেস ১০টিতে প্রার্থী দিয়েছে। এ রাজ্যে বিজেপি ১১৩ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আর ২১টিতে প্রার্থী দিয়েছে বিডিজেএস।
আসামে চূড়ান্ত পর্বে ৪০ টি আসন ভোটগ্রহণ হচ্ছে। ক্ষমতাসীন বিজেপি দ্বিতীয় মেয়াদের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। বিরোধী জোটে শীর্ষস্থানে থাকা কংগ্রেস ২৪টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ ১২, বিপিএফ আট এবং সিপিএম একটিতে প্রার্থী দিয়েছে। কয়েকটি আসনে শরিক দলগুলো প্রত্যেকে তাদের নিজস্ব প্রার্থী রেখেছে।
বিজেপি ২০ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। জোটের সহযোগী এজিপি এবং ইউপিএল যথাক্রমে ১৩ এবং আটটিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। ২০১৬ সালে বিজেপি-এজিপি জোট ১৫ টি আসনে জিতেছে। তখনকার মিত্র বিপিএফ আটটি জিতেছিল। আর কংগ্রেস ১১ এবং এআইইউডিএফ ছয়টিতে জিতে।
ক্যাথলিক খ্রিষ্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তায় নিজ বাসভবনে আজ সোমবার (২১ এপ্রিল) মারা যান তিনি। ভ্যাটিকানের বিবৃতির বরাত দিয়ে এই মৃত্যু সংবাদ জানিয়েছে বিবিসি।
১ ঘণ্টা আগেভেনেজুয়েলার কারাগারে আটক রাজনৈতিক বন্দীদের বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ২৫২ ভেনেজুয়েলান বন্দীকে প্রত্যর্পণের প্রস্তাব দিয়েছে এল সালভাদর। গতকাল রোববার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে এ প্রস্তাব দেন দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে।
১ ঘণ্টা আগেগাজায় ১৫ জন জরুরি ত্রাণকর্মী এবং চিকিৎসকের মৃত্যুর জন্য কিছু সদস্যের পেশাগত ব্যর্থতাকে দায়ী করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। এতগুলো মানুষের জীবন শেষ করার পেছনে তাদের সাফাই—কমান্ড সংক্রান্ত ভুল বোঝাবুঝি এবং কিছু সেনার আদেশ লঙ্ঘনের কারণে এমন ঘটেছে। তবে, হামলায় নিহতদের মধ্যে ৬ জন হামাস সদস্য বলেও
২ ঘণ্টা আগেএক সপ্তাহে দুই দফা ন্যাটোর আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। তিন দিনের ব্যবধানে ন্যাটোর আকাশসীমায় দুটি রুশ উড়োজাহাজ শনাক্ত করা হয়েছে। গতকাল রোববার এক বিবৃতিতে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে।
২ ঘণ্টা আগে