Ajker Patrika

দিল্লিতে মোদিবিরোধী পোস্টার, গ্রেপ্তার ১৭

অনলাইন ডেস্ক
Thumbnail image

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতা নিয়ে পোস্টার টাঙানোর অভিযোগে নয়াদিল্লি থেকে কমপক্ষে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মোদিবিরোধী পোস্টার টাঙানোর ঘটনায় ২১টি সাধারণ অভিযোগ (এফআইআর) দায়ের করা হয়েছে।

সম্প্রতি দিল্লির বিভিন্ন শহরে মোদিবিরোধী পোস্টার টাঙানো হয়েছে। যেখানে লেখা হয়েছে, মোদি , আপনি কেন আমাদের বাচ্চাদের ভ্যাকসিন বিদেশ পাঠিয়ে দিয়েছেন?

সূত্রের বরাত দিয়ে এনডিটভি জানায়, গত বৃহস্পতিবার পূর্ব দিল্লির কল্যানীপুর থেকে মোদিবিরোধী পোস্টার টাঙানোর অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আট শতাধিক মোদিবিরোধী পোস্টার এবং ব্যানার সরিয়ে ফেলা হয়েছে।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, পোস্টার নিয়ে এমন অভিযোগ পাওয়া গেলে আরও সাধারণ অভিযোগ দায়ের করা হবে। এই পোস্টার ছাপানোর পেছনে কারা জড়িত সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতীয় রাজ্যগুলোর মধ্যে অন্যতম দিল্লি। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সেখানকার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবায় সঙ্কট দেখা দিয়েছে।

সম্প্রতি দিল্লিতে সংক্রমণের পরিমাণ কমছে। কম পরীক্ষার জন্য দিল্লিতে করোনা রোগী শনাক্ত কম হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত তিন সপ্তাহ ধরেই প্রতিদিন ভারতে তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত