ঢাকা: সাত লাখ রুপির অ্যাম্বুলেন্স ২১ লাখ রুপি দিয়ে কিনে ব্যবহার করছে না ভারতের বিহার রাজ্য সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পর গত বছর বিহারের সিওয়ান জেলায় সাতটি অ্যাম্বুলেন্স কেনা হয়। প্রত্যেকটি অ্যাম্বুলেন্সের দাম সাত লাখ রুপি হলেও দাম দেখানো হয়েছে ২১ লাখ রুপি করে। ভারতে সরকারের জন্য পাঁচ লাখ রুপির বেশি দামে কোনো জিনিস ক্রয় করতে গেলে গভর্নমেন্ট ই মার্কেটপ্লেসে ক্রয় করতে হয়। এই অ্যাম্বুলেন্সগুলোর ক্ষেত্রে সেই প্রক্রিয়াও মানা হয়নি।
সাতটি অ্যাম্বুলেন্সগুলোর মধ্যে পাঁচটি আবার বিহারের মুখ্যমন্ত্রী আঞ্চলিক উন্নয়ন ফান্ড থেকে কেনা হয়েছে।
জানা গেছে, ভেন্টিলেটর, সিট বিভাজন এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জামের মতো বিভিন্ন আপগ্রেডেশনের পরে অ্যাম্বুলেন্সের দাম বেড়েছে। তবে ওই যন্ত্রপাতিগুলো টেন্ডার ডেকে উচ্চমূল্যে কেনা হয়েছে।
এ নিয়ে সিওয়ান জেলার ম্যাজিস্ট্রেট অমিত পাণ্ডে বলেন, এই ঘটনার তদন্ত করা হচ্ছে।
ভিডিওতে দেখা গেছে, অ্যাম্বুলেন্সগুলোতে কোনো আঘাতের চিহ্ন নেই। সেগুলো সাংসদ এবং বিধায়কের নাম লেখে পার্কিং করে রাখা হয়েছে।
বিহারের সাবেক মন্ত্রী বিক্রম কুনওয়ার এটি তদন্ত করার জন্য আহ্বান জানিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারকে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে বেশি দাম কীভাবে রাখা হয়েছে তা নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন বিক্রম কুনওয়ার।
বিক্রম কুনওয়ার চিঠিতে বলেন, ভারতের ই-কমার্স কোম্পানি ইন্ডিয়া মার্টে একটি ভেন্টিলেটরের দাম ৬০ হাজার রুপি। সেখানে বিহারের ওই অ্যাম্বুলেন্সগুলোর জন্য একটি ভেন্টিলেটর ৩ লাখ ৪১ হাজার রুপি করে কেনা হয়েছে। এ ছাড়া মেডিকেল যন্ত্রপাতির দাম ৩১ হাজার রুপি হলেও সেগুলো ১ লাখ ১৮ হাজার রুপিতে কেনা হয়েছে।
গত বছর করোনা সংকটে বিহারে অ্যাম্বুলেন্স সংকট দেখা গিয়েছিল। এরপরেও এই অ্যাম্বুলেন্সগুলো ফেলে রাখা স্থানীয় প্রশাসনকে প্রশ্নের মুখে ফেলেছে। এ নিয়ে সেখানে রাজনৈতিক কোন্দল দেখা দিয়েছে।
ঢাকা: সাত লাখ রুপির অ্যাম্বুলেন্স ২১ লাখ রুপি দিয়ে কিনে ব্যবহার করছে না ভারতের বিহার রাজ্য সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পর গত বছর বিহারের সিওয়ান জেলায় সাতটি অ্যাম্বুলেন্স কেনা হয়। প্রত্যেকটি অ্যাম্বুলেন্সের দাম সাত লাখ রুপি হলেও দাম দেখানো হয়েছে ২১ লাখ রুপি করে। ভারতে সরকারের জন্য পাঁচ লাখ রুপির বেশি দামে কোনো জিনিস ক্রয় করতে গেলে গভর্নমেন্ট ই মার্কেটপ্লেসে ক্রয় করতে হয়। এই অ্যাম্বুলেন্সগুলোর ক্ষেত্রে সেই প্রক্রিয়াও মানা হয়নি।
সাতটি অ্যাম্বুলেন্সগুলোর মধ্যে পাঁচটি আবার বিহারের মুখ্যমন্ত্রী আঞ্চলিক উন্নয়ন ফান্ড থেকে কেনা হয়েছে।
জানা গেছে, ভেন্টিলেটর, সিট বিভাজন এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জামের মতো বিভিন্ন আপগ্রেডেশনের পরে অ্যাম্বুলেন্সের দাম বেড়েছে। তবে ওই যন্ত্রপাতিগুলো টেন্ডার ডেকে উচ্চমূল্যে কেনা হয়েছে।
এ নিয়ে সিওয়ান জেলার ম্যাজিস্ট্রেট অমিত পাণ্ডে বলেন, এই ঘটনার তদন্ত করা হচ্ছে।
ভিডিওতে দেখা গেছে, অ্যাম্বুলেন্সগুলোতে কোনো আঘাতের চিহ্ন নেই। সেগুলো সাংসদ এবং বিধায়কের নাম লেখে পার্কিং করে রাখা হয়েছে।
বিহারের সাবেক মন্ত্রী বিক্রম কুনওয়ার এটি তদন্ত করার জন্য আহ্বান জানিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারকে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে বেশি দাম কীভাবে রাখা হয়েছে তা নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন বিক্রম কুনওয়ার।
বিক্রম কুনওয়ার চিঠিতে বলেন, ভারতের ই-কমার্স কোম্পানি ইন্ডিয়া মার্টে একটি ভেন্টিলেটরের দাম ৬০ হাজার রুপি। সেখানে বিহারের ওই অ্যাম্বুলেন্সগুলোর জন্য একটি ভেন্টিলেটর ৩ লাখ ৪১ হাজার রুপি করে কেনা হয়েছে। এ ছাড়া মেডিকেল যন্ত্রপাতির দাম ৩১ হাজার রুপি হলেও সেগুলো ১ লাখ ১৮ হাজার রুপিতে কেনা হয়েছে।
গত বছর করোনা সংকটে বিহারে অ্যাম্বুলেন্স সংকট দেখা গিয়েছিল। এরপরেও এই অ্যাম্বুলেন্সগুলো ফেলে রাখা স্থানীয় প্রশাসনকে প্রশ্নের মুখে ফেলেছে। এ নিয়ে সেখানে রাজনৈতিক কোন্দল দেখা দিয়েছে।
এই আইনি পদক্ষেপ এসেছে এমন এক সময়, যখন ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে হার্ভার্ডের ২ দশমিক ২ বিলিয়ন ডলার ফেডারেল অনুদান ও চুক্তি স্থগিত করেছে এবং আরও ১ বিলিয়ন ডলার কাটছাঁটের পরিকল্পনার কথা জানিয়েছে।
১৯ মিনিট আগেনতুন ডিজিটাল মুদ্রা (ক্রিপ্টোকারেন্সি) তৈরি ও লেনদেন যাচাইয়ের জন্য ব্যবহৃত পদ্ধতি—ক্রিপ্টোকারেন্সি মাইনিংকে এই অপরাধীরা বেআইনি অর্থ আড়াল করার হাতিয়ারে পরিণত করেছে। ২০২৩ সালের জুনে লিবিয়ার এক সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকায় একটি বেআইনি ক্রিপ্টোকারেন্সি মাইনিং কেন্দ্র থেকে ৫০ জন চীনা নাগরিককে...
২ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দিয়েছেন, তিনি ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার জন্য প্রস্তুত। গতকাল সোমবার রুশ রাষ্ট্রীয় টেলিভিশনকে পুতিন বলেন, তিনি ‘যেকোনো শান্তি উদ্যোগের প্রতি ইতিবাচক মনোভাব’ রাখেন এবং আশা করেন কিয়েভও ‘একইরকম মনোভাব রাখবে।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন
৩ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক আইন ডিগ্রির বিষয়টি পর্যালোচনা করছে। অর্থাৎ, তাঁকে দেওয়া ডিগ্রিটি বহাল থাকবে কি থাকবে না সেই বিষয়টি নিয়ে ভাবছে তারা। হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও গুমের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠার...
৩ ঘণ্টা আগে