ঢাকা: সাত লাখ রুপির অ্যাম্বুলেন্স ২১ লাখ রুপি দিয়ে কিনে ব্যবহার করছে না ভারতের বিহার রাজ্য সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পর গত বছর বিহারের সিওয়ান জেলায় সাতটি অ্যাম্বুলেন্স কেনা হয়। প্রত্যেকটি অ্যাম্বুলেন্সের দাম সাত লাখ রুপি হলেও দাম দেখানো হয়েছে ২১ লাখ রুপি করে। ভারতে সরকারের জন্য পাঁচ লাখ রুপির বেশি দামে কোনো জিনিস ক্রয় করতে গেলে গভর্নমেন্ট ই মার্কেটপ্লেসে ক্রয় করতে হয়। এই অ্যাম্বুলেন্সগুলোর ক্ষেত্রে সেই প্রক্রিয়াও মানা হয়নি।
সাতটি অ্যাম্বুলেন্সগুলোর মধ্যে পাঁচটি আবার বিহারের মুখ্যমন্ত্রী আঞ্চলিক উন্নয়ন ফান্ড থেকে কেনা হয়েছে।
জানা গেছে, ভেন্টিলেটর, সিট বিভাজন এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জামের মতো বিভিন্ন আপগ্রেডেশনের পরে অ্যাম্বুলেন্সের দাম বেড়েছে। তবে ওই যন্ত্রপাতিগুলো টেন্ডার ডেকে উচ্চমূল্যে কেনা হয়েছে।
এ নিয়ে সিওয়ান জেলার ম্যাজিস্ট্রেট অমিত পাণ্ডে বলেন, এই ঘটনার তদন্ত করা হচ্ছে।
ভিডিওতে দেখা গেছে, অ্যাম্বুলেন্সগুলোতে কোনো আঘাতের চিহ্ন নেই। সেগুলো সাংসদ এবং বিধায়কের নাম লেখে পার্কিং করে রাখা হয়েছে।
বিহারের সাবেক মন্ত্রী বিক্রম কুনওয়ার এটি তদন্ত করার জন্য আহ্বান জানিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারকে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে বেশি দাম কীভাবে রাখা হয়েছে তা নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন বিক্রম কুনওয়ার।
বিক্রম কুনওয়ার চিঠিতে বলেন, ভারতের ই-কমার্স কোম্পানি ইন্ডিয়া মার্টে একটি ভেন্টিলেটরের দাম ৬০ হাজার রুপি। সেখানে বিহারের ওই অ্যাম্বুলেন্সগুলোর জন্য একটি ভেন্টিলেটর ৩ লাখ ৪১ হাজার রুপি করে কেনা হয়েছে। এ ছাড়া মেডিকেল যন্ত্রপাতির দাম ৩১ হাজার রুপি হলেও সেগুলো ১ লাখ ১৮ হাজার রুপিতে কেনা হয়েছে।
গত বছর করোনা সংকটে বিহারে অ্যাম্বুলেন্স সংকট দেখা গিয়েছিল। এরপরেও এই অ্যাম্বুলেন্সগুলো ফেলে রাখা স্থানীয় প্রশাসনকে প্রশ্নের মুখে ফেলেছে। এ নিয়ে সেখানে রাজনৈতিক কোন্দল দেখা দিয়েছে।
ঢাকা: সাত লাখ রুপির অ্যাম্বুলেন্স ২১ লাখ রুপি দিয়ে কিনে ব্যবহার করছে না ভারতের বিহার রাজ্য সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার পর গত বছর বিহারের সিওয়ান জেলায় সাতটি অ্যাম্বুলেন্স কেনা হয়। প্রত্যেকটি অ্যাম্বুলেন্সের দাম সাত লাখ রুপি হলেও দাম দেখানো হয়েছে ২১ লাখ রুপি করে। ভারতে সরকারের জন্য পাঁচ লাখ রুপির বেশি দামে কোনো জিনিস ক্রয় করতে গেলে গভর্নমেন্ট ই মার্কেটপ্লেসে ক্রয় করতে হয়। এই অ্যাম্বুলেন্সগুলোর ক্ষেত্রে সেই প্রক্রিয়াও মানা হয়নি।
সাতটি অ্যাম্বুলেন্সগুলোর মধ্যে পাঁচটি আবার বিহারের মুখ্যমন্ত্রী আঞ্চলিক উন্নয়ন ফান্ড থেকে কেনা হয়েছে।
জানা গেছে, ভেন্টিলেটর, সিট বিভাজন এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জামের মতো বিভিন্ন আপগ্রেডেশনের পরে অ্যাম্বুলেন্সের দাম বেড়েছে। তবে ওই যন্ত্রপাতিগুলো টেন্ডার ডেকে উচ্চমূল্যে কেনা হয়েছে।
এ নিয়ে সিওয়ান জেলার ম্যাজিস্ট্রেট অমিত পাণ্ডে বলেন, এই ঘটনার তদন্ত করা হচ্ছে।
ভিডিওতে দেখা গেছে, অ্যাম্বুলেন্সগুলোতে কোনো আঘাতের চিহ্ন নেই। সেগুলো সাংসদ এবং বিধায়কের নাম লেখে পার্কিং করে রাখা হয়েছে।
বিহারের সাবেক মন্ত্রী বিক্রম কুনওয়ার এটি তদন্ত করার জন্য আহ্বান জানিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমারকে চিঠি দিয়েছেন। ওই চিঠিতে বেশি দাম কীভাবে রাখা হয়েছে তা নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন বিক্রম কুনওয়ার।
বিক্রম কুনওয়ার চিঠিতে বলেন, ভারতের ই-কমার্স কোম্পানি ইন্ডিয়া মার্টে একটি ভেন্টিলেটরের দাম ৬০ হাজার রুপি। সেখানে বিহারের ওই অ্যাম্বুলেন্সগুলোর জন্য একটি ভেন্টিলেটর ৩ লাখ ৪১ হাজার রুপি করে কেনা হয়েছে। এ ছাড়া মেডিকেল যন্ত্রপাতির দাম ৩১ হাজার রুপি হলেও সেগুলো ১ লাখ ১৮ হাজার রুপিতে কেনা হয়েছে।
গত বছর করোনা সংকটে বিহারে অ্যাম্বুলেন্স সংকট দেখা গিয়েছিল। এরপরেও এই অ্যাম্বুলেন্সগুলো ফেলে রাখা স্থানীয় প্রশাসনকে প্রশ্নের মুখে ফেলেছে। এ নিয়ে সেখানে রাজনৈতিক কোন্দল দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ১০-১২ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে রাশিয়া শান্তিচুক্তিতে না এলে তাদের বিরুদ্ধে কঠোর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। স্থানীয় সময় গতকাল সোমবার স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী
১১ মিনিট আগেমিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর দমনমূলক নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে বলেছে...
২৬ মিনিট আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি অবরোধের কারণে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ব্যাপক সংকট দেখা দিয়েছে। সংকট এতটাই তীব্র যে, এরই মধ্যে অঞ্চলটিতে আর কোনো খাবারই পাওয়া যাচ্ছে। ফলে, স্থানীয়রা এক দুর্ভিক্ষময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে অঞ্চলটি না খেতে পেয়ে মারা গেছে আরও অন্তত ১৪ জন। আর
১ ঘণ্টা আগেচীনের রাজধানী বেইজিং ও এর পার্শ্ববর্তী অঞ্চলে টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৮০ হাজার বাসিন্দাকে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে