Ajker Patrika

বিশ্বের ১২ দেশে ছড়িয়েছে ডেলটা প্লাস, ভারতে আক্রান্ত ৪৮ 

আপডেট : ২৬ জুন ২০২১, ১০: ০০
বিশ্বের ১২ দেশে ছড়িয়েছে ডেলটা প্লাস, ভারতে আক্রান্ত ৪৮ 

ঢাকা: করোনার নতুন ধরন ডেলটার পর এবার বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে ‘ডেলটা প্লাস’, যা এরই মধ্যে বিশ্বের ১২টি দেশে ছড়িয়ে পড়েছে। ভারতে করোনার নতুন এই ধরনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৮ জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। 

এনডিটিভি জানিয়েছে, ভারতের ১১ রাজ্যে ছড়িয়েছে ‘ডেলটা প্লাস’। সর্বোচ্চ ২০ জন মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দা। এছাড়া তামিলনাড়ুতে ৯, মধ্যপ্রদেশে ৭, কেরালায় ৩, পাঞ্জাবে ২, গুজরাটে ২ এবং আন্ধারা, জম্মু, কর্ণটক, ওডিশা ও রাজস্থানে ১ জন করে ‘ডেলটা প্লাস’ ধরনে শনাক্ত হয়েছেন। 

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল শুক্রবার জানিয়েছে, ভারতে করোনাভাইরাসের উদ্বেগজনক এই ধরনে আক্রান্তের প্রবণতা গত কয়েক সপ্তাহ ধরে বাড়ছে। 

ভারত সরকার বলেছে, ‘দেশে করোনার উদ্বেগজনক ধরনে আক্রান্তের অনুপাত মে মাসে ১০ দশমিক ৩১ শতাংশ থাকলেও জুনে তা বেড়ে ৫১ শতাংশে দাঁড়িয়েছে।’ উদ্বেগজনক ধরনে সংক্রমণ বৃদ্ধিতে আবারও আক্রান্ত বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। 

ভারত সরকার জানিয়েছে, এখন করোনায় যত মানুষ আক্রান্ত হচ্ছেন, তার প্রায় ৯০ শতাংশ ডেলটা ধরনে আক্রান্ত হচ্ছেন।  

কয়েকটি গবেষণার বরাত দিয়ে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তথাকথিত ‘ডেলটা প্লাস’ ধরনটি আগের ধরনগুলোর চেয়ে সহজে ছড়ায়, ফুসফুসের কোষের সঙ্গে অপেক্ষাকৃত সহজে যুক্ত হয় এবং করোনাভাইরাস প্রতিরোধে ব্যবহৃত টিকা যে মূলনীতি অনুসারে তৈরি করা হয়—মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি; তার বিরুদ্ধে কার্যকর। 

দিল্লির ইনস্টিটিউট অব জিনোমিকস অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজির পরিচালক ডা. অনুরাগ আগারওয়ালের মতে, ডেলটা ভ্যারিয়েন্ট থেকে তৈরি হওয়া সব ভ্যারিয়েন্টই দুশ্চিন্তার কারণ হতে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত