Ajker Patrika

ভারতে নিষিদ্ধ ইমরান খান ও বিলাওয়াল ভুট্টোর এক্স অ্যাকাউন্ট

অনলাইন ডেস্ক
ইমরান খান ও বিলওয়াল ভুট্টো। ছবি: সংগৃহীত
ইমরান খান ও বিলওয়াল ভুট্টো। ছবি: সংগৃহীত

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক মন্ত্রী বিলাওয়াল ভুট্টোর এক্স অ্যাকাউন্ট ব্লক করল ভারত।

চলতি সপ্তাহের শুরুতে, সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে, ভারত সরকার হানিয়া আমির, মাহিরা খান এবং আলি জাফরের মতো বেশ কয়েকজন পাকিস্তানি অভিনেতা-অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে। তাঁদের অ্যাকাউন্টগুলোতে স্বয়ংক্রিয় বার্তা প্রদর্শিত হয়, যেখানে লেখা থাকে, ‘আইনি অনুরোধ মেনে এই কনটেন্ট ভারতে প্রদর্শনে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।’

এর আগে, ভারত ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করে। নিষিদ্ধ চ্যানেলের মধ্যে দ্য ডন পত্রিকাসহ বেশ কয়েকটি পাকিস্তানি সংবাদমাধ্যমও রয়েছে। গত শুক্রবার, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ইউটিউব চ্যানেলও ভারতে ব্লক করা হয়।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এর প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত, ভারতীয় বন্দরে পাকিস্তানি জাহাজ নিষিদ্ধ করা এবং কূটনৈতিক সম্পর্ক কমানো অন্যতম।

পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত, ভারতীয় এয়ারলাইনগুলোর জন্য পাকিস্তানের আকাশসীমা নিষিদ্ধ করাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।

পাকিস্তান দাবি করছে, ভারত শিগগিরই হামলা চালাতে পারে। সে অনুযায়ী তারা প্রস্তুতিও নিচ্ছে। অবশ্য পেহেলগাম হামলার ‘নিরপেক্ষ’ তদন্তেরও আহ্বান জানিয়েছে পাকিস্তান।

পেহেলগামে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো বলেছিলেন, ভারত পানি বন্ধ করলে সিন্ধু নদে রক্ত বইবে। তিনি বলেছিলেন, ‘সিন্ধু পানি চুক্তি অনুসারে, ভারত স্বীকার করেছে যে সিন্ধু পাকিস্তানের। আমি সিন্ধু নদের পাশে দাঁড়িয়ে ভারতকে বলতে চাই, সিন্ধু আমাদের এবং সিন্ধু আমাদেরই থাকবে, এই সিন্ধুতে পানি প্রবাহিত হবে, নয়তো তাদের রক্ত।’

ইমরান খান পেহেলগাম সন্ত্রাসী হামলাকে ‘গভীরভাবে উদ্বেগজনক এবং মর্মান্তিক’ বলে বর্ণনা করেছেন। তবে ভারতকে দায়িত্বশীলভাবে কাজ করার জন্য সতর্ক করেছেন তিনি। তিনি বলেন, ‘শান্তি আমাদের অগ্রাধিকার, তবে এটিকে কাপুরুষতা ভাবা উচিত নয়। ২০১৯ সালে আমার সরকার যেমন ছিল, তেমনি এখনো পুরো জাতির সমর্থনে, যেকোনো ভারতীয় বাড়াবাড়ির উপযুক্ত জবাব দেওয়ার সক্ষমতা পাকিস্তানের আছে। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের গুরুত্বের ওপর আমি সর্বদা জোর দিয়েছি।’

উল্লেখ্য, একাধিক মামলায় ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। সেখান থেকেই এই বিবৃতি দিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত