কলকাতা সংবাদদাতা
ভারতের চলতি লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট সম্পন্ন হয়ে যাওয়ার পরও কত শতাংশ মানুষ এবারের নির্বাচনে ভোটদানে অংশ নিয়েছেন তা নির্বাচন কমিশনের তরফে জানানো হলেও সঠিক সংখ্যা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। এরই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিষয় নিয়ে ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে দায়ের হলো আবেদন।
অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস সম্প্রতি এই সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে দায়ের করেছে—যা প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত হয়।
সে অনুযায়ী গতকাল শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানিও হয়। সেখানে এই বিষয়ে নির্বাচন কমিশনের আইনজীবীকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। যদিও এই সংক্রান্ত কোনো উত্তর দিতে পারেননি তিনি।
প্রসঙ্গত বলা যেতে পারে যে, বিজেপি বিরোধী জোটের সদস্যরা গত ১০ মে নির্বাচন কমিশনে দেখা করেন। মোট ভোটের সংখ্যা জানতে চাওয়া হয়। প্রিজাইডিং অফিসারের দেওয়া ফর্ম ১৭ সি-তে বুথভিত্তিক চূড়ান্ত তথ্য রয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। আর তা একত্রিত করে পাওয়া সম্ভব বলেও জানানো হয়।
তবে এ বিষয়ে একাধিক অসংগতির অভিযোগ তোলেন বিরোধী নেতা-নেত্রীরা। কিন্তু চতুর্থ দফার পরেও ভোটের টার্ন আউট নিয়ে কোনো তথ্য কমিশন না দেওয়াতে এবার আদালতের দ্বারস্থ হলো সংগঠনটি।
অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মসের হয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ভোট দানের তথ্য চেয়ে আবেদন জানান আইনজীবী প্রশান্ত ভূষণ। নির্বাচন কমিশনের আইনজীবীর কাছে বক্তব্য জানতে চান প্রধান বিচারপতি। এই বিষয়ে নির্বাচন কমিশন কী তথ্য দেয় সেদিকেই নজর সবার।
উল্লেখ্য, এর আগেও ভোট শতাংশ দেওয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। ভোটের দীর্ঘদিন পর তা কেন দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি প্রথম এবং দ্বিতীয় দফার ভোট শতাংশ নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। আর এর মধ্যেই এই মামলা বিজেপি এবং কমিশনের ওপর চাপ বাড়াবে বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা।
ভারতের চলতি লোকসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট সম্পন্ন হয়ে যাওয়ার পরও কত শতাংশ মানুষ এবারের নির্বাচনে ভোটদানে অংশ নিয়েছেন তা নির্বাচন কমিশনের তরফে জানানো হলেও সঠিক সংখ্যা নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। এরই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বিষয় নিয়ে ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে দায়ের হলো আবেদন।
অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস সম্প্রতি এই সংক্রান্ত একটি মামলা সুপ্রিম কোর্টে দায়ের করেছে—যা প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য নির্ধারিত হয়।
সে অনুযায়ী গতকাল শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানিও হয়। সেখানে এই বিষয়ে নির্বাচন কমিশনের আইনজীবীকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি। যদিও এই সংক্রান্ত কোনো উত্তর দিতে পারেননি তিনি।
প্রসঙ্গত বলা যেতে পারে যে, বিজেপি বিরোধী জোটের সদস্যরা গত ১০ মে নির্বাচন কমিশনে দেখা করেন। মোট ভোটের সংখ্যা জানতে চাওয়া হয়। প্রিজাইডিং অফিসারের দেওয়া ফর্ম ১৭ সি-তে বুথভিত্তিক চূড়ান্ত তথ্য রয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। আর তা একত্রিত করে পাওয়া সম্ভব বলেও জানানো হয়।
তবে এ বিষয়ে একাধিক অসংগতির অভিযোগ তোলেন বিরোধী নেতা-নেত্রীরা। কিন্তু চতুর্থ দফার পরেও ভোটের টার্ন আউট নিয়ে কোনো তথ্য কমিশন না দেওয়াতে এবার আদালতের দ্বারস্থ হলো সংগঠনটি।
অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মসের হয়ে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে ভোট দানের তথ্য চেয়ে আবেদন জানান আইনজীবী প্রশান্ত ভূষণ। নির্বাচন কমিশনের আইনজীবীর কাছে বক্তব্য জানতে চান প্রধান বিচারপতি। এই বিষয়ে নির্বাচন কমিশন কী তথ্য দেয় সেদিকেই নজর সবার।
উল্লেখ্য, এর আগেও ভোট শতাংশ দেওয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। ভোটের দীর্ঘদিন পর তা কেন দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি প্রথম এবং দ্বিতীয় দফার ভোট শতাংশ নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি। আর এর মধ্যেই এই মামলা বিজেপি এবং কমিশনের ওপর চাপ বাড়াবে বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা।
ফ্রান্সের রাজধানী প্যারিসে ক্রিপ্টোকারেন্সি ব্যবসার শীর্ষ এক কর্তার কন্যা ও নাতিকে অপহরণ চেষ্টার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন পথচারীরা। মঙ্গলবার সকালে প্যারিসের ১১তম জেলার ব্যস্ত এক সড়কে চারজন অস্ত্রধারী এই অপহরণচেষ্টা চালিয়েছিল।
১ ঘণ্টা আগেকাতার এয়ারওয়েজের জন্য যুক্তরাষ্ট্র-ভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ১৬০টি বিমান কেনার একটি বড় ধরনের চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আজ বুধবার এই চুক্তিটি স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। বর্তমানে ট্রাম্প উপসাগরীয় আরব দেশগুলোতে..
২ ঘণ্টা আগেআহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
৩ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
৩ ঘণ্টা আগে