ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটিতে ঠাঁই হয়নি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথের। কমিটি থেকে বাদ পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাদকারি এবং মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। দলের পার্লামেন্টারি কমিটিতে আবারও ফিরেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, টানা দুই মেয়াদে উত্তর প্রদেশে বিজেপির হয়ে বিশাল জয় পেলেও দলটির কেন্দ্রীয় নীতি নির্ধারণী কমিটিতে জায়গা হয়নি যোগী আদিত্যনাথের। সম্প্রতি তাঁর দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার দলের সর্বোচ্চ কমিটিতে আসন পাওয়ার বিষয়ে গুঞ্জন শুরু হয়েছিল।
নতুন কমিটিতে আদিত্যনাথের জায়গা না হলেও যুক্ত হয়েছেন নতুন ৬ মুখ। তাঁরা হলেন—বিএস ইয়েদুরাপ্পা, সর্বানন্দ সনোয়াল, কে লক্ষণ, ইকবাল সিং লালপুরা, সুধা যাদব এবং সত্যনারায়ণ জাতিয়া। বিজেপির এই পার্লামেন্টারি কমিটি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন, দলীয় প্রধান নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে।
মোদি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী নিতিন গাদকারি তাঁর জায়গা হারালেও কমিটিতে আবারও জায়গা করে নিয়েছেন, বর্তমান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নিতিনের জায়গা হারানো তাঁর রাজনৈতিক ক্যারিয়ারে দারুণভাবে প্রভাব ফেলতে পারে বলেই ধারণা বিশ্লেষকদের। তবে নিতিন গাদকারির মতো জায়গা হারিয়েছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। ২০ বছর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার পরও তাঁকে দলীয় নীতি নির্ধারণী কমিটিতে স্থান হারানো তাঁর ওপর দলীয় হাইকমান্ডের অনাস্থার বহিঃপ্রকাশ।
এদিকে, দলের ইলেকশন কমিটিতে স্থান পেয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। রাজ্যের সাবেক এই মুখ্যমন্ত্রীকে পদাবনতি দিয়ে উপমুখ্যমন্ত্রী করার পর দলীয় সর্বোচ্চ কমিটিতে স্থান দেওয়ার মাধ্যমে তাঁকে পুরস্কৃত কার হয়েছে।
উল্লেখ্য, ব্যাপক রদবদল হলেও কমিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের বর্তমান প্রধান জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় নেতা বিএল সন্তোষের জায়গার কোনো পরিবর্তন হয়নি।
ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটিতে ঠাঁই হয়নি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথের। কমিটি থেকে বাদ পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাদকারি এবং মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। দলের পার্লামেন্টারি কমিটিতে আবারও ফিরেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, টানা দুই মেয়াদে উত্তর প্রদেশে বিজেপির হয়ে বিশাল জয় পেলেও দলটির কেন্দ্রীয় নীতি নির্ধারণী কমিটিতে জায়গা হয়নি যোগী আদিত্যনাথের। সম্প্রতি তাঁর দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার দলের সর্বোচ্চ কমিটিতে আসন পাওয়ার বিষয়ে গুঞ্জন শুরু হয়েছিল।
নতুন কমিটিতে আদিত্যনাথের জায়গা না হলেও যুক্ত হয়েছেন নতুন ৬ মুখ। তাঁরা হলেন—বিএস ইয়েদুরাপ্পা, সর্বানন্দ সনোয়াল, কে লক্ষণ, ইকবাল সিং লালপুরা, সুধা যাদব এবং সত্যনারায়ণ জাতিয়া। বিজেপির এই পার্লামেন্টারি কমিটি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন, দলীয় প্রধান নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে।
মোদি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী নিতিন গাদকারি তাঁর জায়গা হারালেও কমিটিতে আবারও জায়গা করে নিয়েছেন, বর্তমান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নিতিনের জায়গা হারানো তাঁর রাজনৈতিক ক্যারিয়ারে দারুণভাবে প্রভাব ফেলতে পারে বলেই ধারণা বিশ্লেষকদের। তবে নিতিন গাদকারির মতো জায়গা হারিয়েছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। ২০ বছর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার পরও তাঁকে দলীয় নীতি নির্ধারণী কমিটিতে স্থান হারানো তাঁর ওপর দলীয় হাইকমান্ডের অনাস্থার বহিঃপ্রকাশ।
এদিকে, দলের ইলেকশন কমিটিতে স্থান পেয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। রাজ্যের সাবেক এই মুখ্যমন্ত্রীকে পদাবনতি দিয়ে উপমুখ্যমন্ত্রী করার পর দলীয় সর্বোচ্চ কমিটিতে স্থান দেওয়ার মাধ্যমে তাঁকে পুরস্কৃত কার হয়েছে।
উল্লেখ্য, ব্যাপক রদবদল হলেও কমিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের বর্তমান প্রধান জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় নেতা বিএল সন্তোষের জায়গার কোনো পরিবর্তন হয়নি।
প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, ‘আমরা আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করেছি, কারণ যেকোনো মুহূর্তে একটা কিছু হয়ে যেতে পারে। এ অবস্থায় কিছু কৌশলগত সিদ্ধান্তও নিতে হয়। আমরা ইতিমধ্যে সেসব সিদ্ধান্ত নিয়েছি।’
৮ ঘণ্টা আগেমাউন্ট এভারেস্টে আরোহণের অনুমতি দেওয়ার নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে নেপাল সরকার। নতুন আইনের খসড়া অনুযায়ী, এভারেস্টে আরোহণের জন্য পর্বতারোহীদের নেপালের ভেতরে অন্তত ৭ হাজার মিটার উচ্চতার একটি শৃঙ্গ জয় করতে হবে।
৮ ঘণ্টা আগেপেহেলগামে গত ২২ এপ্রিলের সন্ত্রাসী হামলা নিয়ে রিপোর্টিংয়ের জন্য ভারতের সমালোচনার মুখে পড়েছে বিবিসি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবিসি ইন্ডিয়ার প্রধান জ্যাকি মার্টিনের কাছে তীব্র আপত্তি প্রকাশ করেছে।
১১ ঘণ্টা আগেকানাডার পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা নির্ধারণের জন্য দেশজুড়ে আগাম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যে ভোট গ্রহণ শুরু হয়েছে। দলীয় সহকর্মী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হয়ে মার্ক কার্নি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাত্র ছয় সপ্তাহ পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
১১ ঘণ্টা আগে