অনলাইন ডেস্ক
দক্ষিণ ভারতের কেরালার রাজধানী থিরুভানান্থাপুরামের ব্যস্ততম বিমানবন্দর থিরুভানান্থাপুরাম আন্তর্জাতিক বিমানবন্দর। গতকাল সোমবার হঠাৎ করেই সেখানে উড়োজাহাজের ওঠানামা বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা বা খারাপ আবহাওয়ার কারণে নয়, হিন্দু মন্দিরের এক শোভাযাত্রার কারণে কয়েক ঘণ্টার জন্য ফ্লাইট বন্ধ থাকে। ঐতিহ্যবাহী এই রথযাত্রা গিয়েছিল রানওয়ের ভেতর দিয়ে। তাই সাময়িকভাবে বন্ধ ছিল উড়োজাহাজ ওঠানামা।
পাইনকুনি উৎসব কেরালার শত বছরের পুরোনো উৎসব। তামিল ক্যালেন্ডারে ‘পাইনকুনি’ মাসে— যা গ্রেগরিয়ান ক্যালেন্ডারে মার্চ-এপ্রিল মাসে পড়ে— ১০ দিনব্যাপী এই উৎসব হয়। বিশেষ এই ধর্মীয় অনুষ্ঠানকে খুব পবিত্র মনে করা হয়। উৎসবের মূল আকর্ষণ এর শেষ দিন। এই দিনে অনুষ্ঠিত হয় রথযাত্রা।
মহাভারতের পাঁচ ভাই পঞ্চপাণ্ডবের বিশালাকৃতির কুশপুত্তলিকা নিয়ে বের হয় রথযাত্রাটি। প্রতিটি মূর্তির উচ্চতা হয় কমপক্ষে ৩০ ফুট। কুশপুত্তলিকাগুলোকে রথে করে থিরুভানান্থাপুরাম আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্য দিয়ে শঙ্ঘুমুগম সমুদ্র সৈকতে নেওয়া হয়।
সেখানে নিয়ে গিয়ে দেবমূর্তিগুলোকে ‘পবিত্র স্নান’ করানো হয়। এই শোভাযাত্রায় রাজপরিবারের সদস্যদের পাশাপাশি অংশ নেন পুরোহিতরা এবং বিশেষ কিছু ভক্ত ও হাতি। ১৯৩২ সালে বিমানবন্দরটি তৈরি হওয়ার বহু বছর আগে থেকেই এই পথেই সৈকতে যেত রথটি। পরে সে পথ পরিবর্তন করা হয়নি। ঐতিহ্যও বদলায়নি; প্রতিবছর এই উৎসবের সময় মন্দিরযাত্রার পথ হয়ে ওঠে এই রানওয়ে।
রথযাত্রার পৃষ্ঠপোষক রাজপরিবারই বিমানবন্দরটি প্রতিষ্ঠা করেছিল। পরে কিছুদিন বিমানবন্দরটি সরকারের নিয়ন্ত্রণে ছিল। এখন আদানি গ্রুপের মালিকানাধীন আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড এটি পরিচালনা করে।
ধর্মীয় কারণে বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকার ঘটনা বিশ্বে তেমন একটা দেখা যায় না। ভারতের কেরালা ছাড়া ইন্দোনেশিয়া ও ইসরায়েলে এরকম চর্চা আছে। বালিতে হিন্দু নববর্ষে এবং ইহুদিদের পবিত্র দিন ‘ইয়োম কিপুরে’ বেন গুরিয়ন বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকে। তবে ওইসব দিন সরকারি ছুটি ঘোষণা করে বিমানবন্দর বন্ধ রাখা হয়।
কেরালাতে ঠিক ঘটে ঠিক উল্টোটা, নিরাপত্তা-ঘেরা রানওয়ের মধ্য দিয়েই যায় পূজাযাত্রা—যা পুরো বিশ্বে নজিরবিহীন। শোভাযাত্রার সময় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ দুটি টার্মিনালই সাময়িক বন্ধ রাখা হয়। তবে এ বিষয়ে এয়ারলাইনগুলোকে আগেই জানানো হয়।
বিমানবন্দরের চিফ এয়ারপোর্ট অফিসার রাহুল ভাটকোটি বিবিসিকে বলেন, ঐতিহাসিক শোভাযাত্রাকে বিমানবন্দরের সম্মান জানানো আমাদের জন্য সৌভাগ্যের, গর্বের বিষয়— এমন নজির অন্য কোথাও নেই।
রথযাত্রার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অংশগ্রহণকারীদের সংখ্যা সীমিত রাখা হয়। শুধু রাজপরিবারের সদস্য, পুরোহিত, কর্তৃপক্ষ ও নির্দিষ্ট কিছু ভক্ত এতে অংশ নিতে পারেন। তাঁদের জন্য থাকে বিশেষ পাস ও নিরাপত্তা ছাড়পত্র। পুরো প্রক্রিয়াটিই কঠোর নজরদারির মধ্যে সম্পন্ন হয়।
নিরাপত্তার বিষয়ে বিমানবন্দরের কমিউনিকেশন ম্যানেজার মাহেশ বালাচন্দ্রন বলেন, পুরো রানওয়ে ‘সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স’ ঘিরে রাখে, পাশাপাশি সার্ভেইল্যান্স ক্যামেরাও থাকে। শোভাযাত্রা শেষে পুরো রানওয়ে পরিদর্শন করে নিরাপত্তা নিশ্চিত করা হয়।’
প্রতিদিন এই বিমানবন্দর কমপক্ষে ৯০ বার ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করে। চলতি বছর পাইনকুনি উৎসব শুরু হয় ২ এপ্রিল, শেষ হয়েছে গত শুক্রবার (১১ এপ্রিল)।
দক্ষিণ ভারতের কেরালার রাজধানী থিরুভানান্থাপুরামের ব্যস্ততম বিমানবন্দর থিরুভানান্থাপুরাম আন্তর্জাতিক বিমানবন্দর। গতকাল সোমবার হঠাৎ করেই সেখানে উড়োজাহাজের ওঠানামা বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা বা খারাপ আবহাওয়ার কারণে নয়, হিন্দু মন্দিরের এক শোভাযাত্রার কারণে কয়েক ঘণ্টার জন্য ফ্লাইট বন্ধ থাকে। ঐতিহ্যবাহী এই রথযাত্রা গিয়েছিল রানওয়ের ভেতর দিয়ে। তাই সাময়িকভাবে বন্ধ ছিল উড়োজাহাজ ওঠানামা।
পাইনকুনি উৎসব কেরালার শত বছরের পুরোনো উৎসব। তামিল ক্যালেন্ডারে ‘পাইনকুনি’ মাসে— যা গ্রেগরিয়ান ক্যালেন্ডারে মার্চ-এপ্রিল মাসে পড়ে— ১০ দিনব্যাপী এই উৎসব হয়। বিশেষ এই ধর্মীয় অনুষ্ঠানকে খুব পবিত্র মনে করা হয়। উৎসবের মূল আকর্ষণ এর শেষ দিন। এই দিনে অনুষ্ঠিত হয় রথযাত্রা।
মহাভারতের পাঁচ ভাই পঞ্চপাণ্ডবের বিশালাকৃতির কুশপুত্তলিকা নিয়ে বের হয় রথযাত্রাটি। প্রতিটি মূর্তির উচ্চতা হয় কমপক্ষে ৩০ ফুট। কুশপুত্তলিকাগুলোকে রথে করে থিরুভানান্থাপুরাম আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্য দিয়ে শঙ্ঘুমুগম সমুদ্র সৈকতে নেওয়া হয়।
সেখানে নিয়ে গিয়ে দেবমূর্তিগুলোকে ‘পবিত্র স্নান’ করানো হয়। এই শোভাযাত্রায় রাজপরিবারের সদস্যদের পাশাপাশি অংশ নেন পুরোহিতরা এবং বিশেষ কিছু ভক্ত ও হাতি। ১৯৩২ সালে বিমানবন্দরটি তৈরি হওয়ার বহু বছর আগে থেকেই এই পথেই সৈকতে যেত রথটি। পরে সে পথ পরিবর্তন করা হয়নি। ঐতিহ্যও বদলায়নি; প্রতিবছর এই উৎসবের সময় মন্দিরযাত্রার পথ হয়ে ওঠে এই রানওয়ে।
রথযাত্রার পৃষ্ঠপোষক রাজপরিবারই বিমানবন্দরটি প্রতিষ্ঠা করেছিল। পরে কিছুদিন বিমানবন্দরটি সরকারের নিয়ন্ত্রণে ছিল। এখন আদানি গ্রুপের মালিকানাধীন আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড এটি পরিচালনা করে।
ধর্মীয় কারণে বিমানবন্দরের রানওয়ে বন্ধ থাকার ঘটনা বিশ্বে তেমন একটা দেখা যায় না। ভারতের কেরালা ছাড়া ইন্দোনেশিয়া ও ইসরায়েলে এরকম চর্চা আছে। বালিতে হিন্দু নববর্ষে এবং ইহুদিদের পবিত্র দিন ‘ইয়োম কিপুরে’ বেন গুরিয়ন বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল বন্ধ থাকে। তবে ওইসব দিন সরকারি ছুটি ঘোষণা করে বিমানবন্দর বন্ধ রাখা হয়।
কেরালাতে ঠিক ঘটে ঠিক উল্টোটা, নিরাপত্তা-ঘেরা রানওয়ের মধ্য দিয়েই যায় পূজাযাত্রা—যা পুরো বিশ্বে নজিরবিহীন। শোভাযাত্রার সময় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ দুটি টার্মিনালই সাময়িক বন্ধ রাখা হয়। তবে এ বিষয়ে এয়ারলাইনগুলোকে আগেই জানানো হয়।
বিমানবন্দরের চিফ এয়ারপোর্ট অফিসার রাহুল ভাটকোটি বিবিসিকে বলেন, ঐতিহাসিক শোভাযাত্রাকে বিমানবন্দরের সম্মান জানানো আমাদের জন্য সৌভাগ্যের, গর্বের বিষয়— এমন নজির অন্য কোথাও নেই।
রথযাত্রার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অংশগ্রহণকারীদের সংখ্যা সীমিত রাখা হয়। শুধু রাজপরিবারের সদস্য, পুরোহিত, কর্তৃপক্ষ ও নির্দিষ্ট কিছু ভক্ত এতে অংশ নিতে পারেন। তাঁদের জন্য থাকে বিশেষ পাস ও নিরাপত্তা ছাড়পত্র। পুরো প্রক্রিয়াটিই কঠোর নজরদারির মধ্যে সম্পন্ন হয়।
নিরাপত্তার বিষয়ে বিমানবন্দরের কমিউনিকেশন ম্যানেজার মাহেশ বালাচন্দ্রন বলেন, পুরো রানওয়ে ‘সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স’ ঘিরে রাখে, পাশাপাশি সার্ভেইল্যান্স ক্যামেরাও থাকে। শোভাযাত্রা শেষে পুরো রানওয়ে পরিদর্শন করে নিরাপত্তা নিশ্চিত করা হয়।’
প্রতিদিন এই বিমানবন্দর কমপক্ষে ৯০ বার ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করে। চলতি বছর পাইনকুনি উৎসব শুরু হয় ২ এপ্রিল, শেষ হয়েছে গত শুক্রবার (১১ এপ্রিল)।
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজা ও ইসরায়েলের দুই প্রতিবেশী লেবানন ও সিরিয়ায় দেশটির সেনারা অনির্দিষ্টকাল অবস্থান করবে। এমনটাই জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। গতকাল বুধবার তিনি বলেছেন, গাজা, লেবানন ও সিরিয়ার তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চলে’ ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকালের জন্য থাকবে
২২ মিনিট আগেইরান-যুক্তরাষ্ট্র পরবর্তী বৈঠক ইতালির রোমে অনুষ্ঠিত হবে। আলোচনার স্থান নিয়ে প্রাথমিকভাবে বিভ্রান্তির পর গতকাল বুধবার ইরান এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় জানানো হয় তথ্যটি।
১ ঘণ্টা আগেরুশ সেনাবাহিনীর সদস্যের খাদ্য-রসদ সরবরাহের জন্য রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেওয়া একটি মার্কিন কোম্পানিকে ব্যবহার করার পরিকল্পনা করেছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্সের কাছে আস এই সংক্রান্ত পরিকল্পনার এক নথি থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেজিম্মিদের ফিরে না পাওয়া পর্যন্ত গাজায় অবরোধ অব্যাহত থাকবে। এমনটাই জানিয়েছেন, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে