Ajker Patrika

১১৫ কোটি ডলারে ইসরায়েলের হাইফা বন্দর কিনল ভারতের আদানি গ্রুপ

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৩: ৩৫
১১৫ কোটি ডলারে ইসরায়েলের হাইফা বন্দর কিনল ভারতের আদানি গ্রুপ

ভূমধ্যসাগরের তীরে ইসরায়েলের প্রধান বন্দর হাইফা কিনে নিয়েছে ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ। গতকাল মঙ্গলবার ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হাইফা বন্দর ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত। এটি কিনতে আদানি গ্রুপের ব্যয় হয়েছে ১১৫ কোটি ডলার। 

প্রতিবেদনে বলা হয়, কম মূল্যে আমদানি ও স্বল্প সময়ে পণ্য খালাসের শর্তে হাইফা বন্দর বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। হাইফা বন্দর বেসরকারিকরণের ফলে বন্দরগুলোর মধ্যে আরও প্রতিযোগিতা বাড়বে এবং এতে জীবনযাত্রার খরচ কমবে। 

এর আগে গত জুলাইয়ে হাইফা বন্দর বিক্রির ঘোষণা দেয় ইসরায়েল। সে সময় দরপত্র জেতে ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ ও স্থানীয় ইসরায়েলের বাণিজ্যিক প্রতিষ্ঠান গাদত। 

গত বছর চীনের সাংহাই ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপ (এসআইপিজি) হাইফা উপসাগরে একটি নতুন বন্দর চালু করে। হাইফা বন্দরে এসআইপিজি ও আদানি গ্রুপের প্রবেশ আঞ্চলিক বাণিজ্যকেন্দ্র হিসেবে ইসরায়েলের অবস্থানকে শক্তিশালী করবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত