Ajker Patrika

অন্ধ্র প্রদেশের পরিবহনমন্ত্রীর বাড়িতে আগুন

আপডেট : ২৪ মে ২০২২, ২৩: ৩১
অন্ধ্র প্রদেশের পরিবহনমন্ত্রীর বাড়িতে আগুন

জেলার নাম পরিবর্তন নিয়ে ছড়িয়ে পড়া সংঘর্ষের জেরে বিক্ষুব্ধ জনতা ভারতের অন্ধ্র প্রদেশের পরিবহনমন্ত্রী পিনিপে বিশ্বরূপুর বাড়িতে আগুন দিয়েছে। তবে মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের পুলিশ নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। আজ মঙ্গলবার দুপুরের পর অন্ধ্র প্রদেশের অমলাপুরম শহরে এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অন্ধ্র প্রদেশের কোনাসিমা জেলার নাম পরিবর্তন করে বি আর আম্বেদকর কোনাসিমা জেলা হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে। কিন্তু এর প্রতিবাদ জানায় কোনাসিমা সাধনা সমিতি। এ নিয়ে প্রতিবাদ জানাতে আজ মঙ্গলবার বিক্ষোভের আয়োজন করে সাধনা সমিতি। 

এ সময় তারা নাম পরিবর্তনের বিরোধিতা করে ডিস্ট্রিক্ট কালেক্টর হিমাংশু শুকলার কাছে একটি স্মারকলিপি দেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ এতে বাধা দিয়ে লাঠিপেটা করে। এতে সহিংসতা ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীরা ওই মন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেয়। 

এ ঘটনায় মন্ত্রীর বাড়ি ছাড়াও বিক্ষোভকারীরা একটি পুলিশের গাড়ি ও একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বাসে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া বিক্ষোভকারীদের ছোড়া পাথরে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিক্ষোভকারীরা একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বাসে আগুন দেয়।প্রদেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তনেতি বনিতা বলেছেন, বি আর আম্বেদকরের নাম অন্তর্ভুক্ত করায় গর্বিত হওয়ার পরিবর্তে, সমাজ বিরোধী উপাদান সহিংসতা উসকে দিচ্ছে—এমনকি বেসরকারি স্কুল বাসেও আগুন দিয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘কিছু রাজনৈতিক দল অগ্নিসংযোগে প্ররোচনা দিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২০ জন আহত হয়েছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা এ ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনব।’ 

গত ৪ এপ্রিল অন্ধ্র প্রদেশের পূর্বে অবস্থিত পূর্ব গোদাবরী জেলা থেকে আলাদা করে কোনাসিমা জেলাটি গঠন করা হয়। এরপর গত সপ্তাহে প্রদেশটির সরকার কোনাসিমা জেলার নাম পরিবর্তন করে বি আর আম্বেদকর কোনাসিমা করার জন্য প্রাথমিক একটি বিজ্ঞপ্তি দেয়। বিজ্ঞপ্তিতে ওই জেলার জনসাধারণের কোনো আপত্তি আছে কি না, সেটিও জানতে চাওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত