Ajker Patrika

করোনার নতুন ধরন ‘ডেল্টা প্লাস’ উদ্বেগজনক, তিন রাজ্যকে সতর্ক করল কেন্দ্র

আপডেট : ২৩ জুন ২০২১, ১২: ৩৯
করোনার নতুন ধরন ‘ডেল্টা প্লাস’ উদ্বেগজনক, তিন রাজ্যকে সতর্ক করল কেন্দ্র

ঢাকা: করোনার নতুন ধরন ‘ডেল্টা প্লাস’ নিয়ে উদ্বিগ্ন ভারত। ভারতে প্রথম করোনার নতুন এই ধরন শনাক্ত হয়, যা এরই মধ্যে বিশ্বের নয়টি দেশে ছড়িয়েছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পর্তুগাল, সুইজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, নেপাল, চীন ও রাশিয়া। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, দেশটিতে করোনার ডেল্টা প্লাস ধরনে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ২২ জন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় করোনার নতুন এই ধরনকে উদ্বেগজনক উল্লেখ করে মহারাষ্ট্র, কেরালা এবং মধ্যপ্রদেশকে সতর্কবার্তা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রীয় সরকারের সতর্ক বার্তায় বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে উঠছে ভারত। আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার নতুন ধরন ‘ডেল্টা প্লাস’। ডেল্টা প্লাস শনাক্ত হয়েছে মহারাষ্ট্রের রত্নগিরি ও জলগাঁও, কেরলের পলক্কড় ও পঠানামথিট্টা এবং মধ্যপ্রদেশের ভোপাল ও শিবপুরী জেলায়। 

মহারাষ্ট্র, কেরালা এবং মধ্য প্রদেশের রাজ্যপ্রধানদের উদ্দেশে সতর্কবার্তায় কেন্দ্রীয় সরকার বলেছে, প্রবল সংক্রামক করোনার নতুন ধরন ডেল্টা প্লাস যেন দ্রুত ছড়িয়ে না পড়ে, সে জন্য আক্রান্ত এলাকাগুলোকে অবিলম্বে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। করোনা পরীক্ষা বাড়াতে হবে। আক্রান্তরা কাদের সংস্পর্শে এসেছেন, তা দ্রুত চিহ্নিত করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে রাজ্যের বিভিন্ন জায়গায় টিকা নিশ্চিতের বিষয়েও সতর্কবার্তায় বলা হয়েছে। 

করোনার ডেল্টা প্লাস ধরনে ফুসফুসের ক্ষতি হয় বেশি। এ ছাড়া শরীরের রোগ প্রতিরোধক্ষমতাও কমে যায়। 

নীতি আয়োগের সদস্য ভি কে পল (স্বাস্থ্য) বলেন, অন্যান্য দেশে ডেল্টা স্ট্রেনের কারণে অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। এই স্ট্রেন দ্রুত গতিতে ছড়ায় ও খুব অল্প সময়ে বহু মানুষকে আক্রান্ত করে। তৃতীয় ঢেউ রুখতে হলে দরকার কঠোর করোনা বিধি পালন ও দ্রুত টিকাকরণ। 

মহারাষ্ট্রের বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, করোনার নতুন ধরন ডেল্টা প্লাস করোনার তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস। করোনার তৃতীয় ঢেউ আসার সম্ভাব্য যে সময় ভাবা হচ্ছিল সেই সময়ের আগেই করোনার তৃতীয় ঢেউ চলে আসতে পারে বলে সতর্ক করা হয়েছে। 

করোনার নতুন ধরন ডেল্টা প্লাস সবচেয়ে বেশি পাওয়া গেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যে। এরই মধ্যে মহারাষ্ট্র করোনার তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি গ্রহণ করছে। শনাক্তদের ভ্রমণ, ইতিহাস এবং টিকার তথ্য সংগ্রহ করছে। 

ড. শ্রীবাস্তব বলেছেন, ‘আমরা জানি যে বিশ্বের অন্যান্য অঞ্চলে ডেল্টা তরঙ্গ খুব সংক্রামক এবং এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং এটি খুব অল্প সময়ের মধ্যেই বহু লোককে আক্রান্ত করতে পারে। 

মহারাষ্ট্র রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেন, ১৫ মে থেকে সাড়ে ৭ হাজার স্যাম্পলের মধ্যে ২১ জনের শরীরে করোনার নতুন ধরন ডেল্টা প্লাস শনাক্ত হয়েছে। 

উল্লেখ্য, করোনার ডেল্টা ধরন বিশ্বের ৮০টি দেশে ছড়িয়েছে। আর ডেল্টা প্লাস অত্যন্ত সংক্রামক এবং এটি দ্রুত ছড়িয়ে পড়ে। তাই নতুন এই ধরন নিয়ে শঙ্কা অনেক।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত