ঢাকা: করোনার নতুন ধরন ‘ডেল্টা প্লাস’ নিয়ে উদ্বিগ্ন ভারত। ভারতে প্রথম করোনার নতুন এই ধরন শনাক্ত হয়, যা এরই মধ্যে বিশ্বের নয়টি দেশে ছড়িয়েছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পর্তুগাল, সুইজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, নেপাল, চীন ও রাশিয়া।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, দেশটিতে করোনার ডেল্টা প্লাস ধরনে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ২২ জন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় করোনার নতুন এই ধরনকে উদ্বেগজনক উল্লেখ করে মহারাষ্ট্র, কেরালা এবং মধ্যপ্রদেশকে সতর্কবার্তা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকারের সতর্ক বার্তায় বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে উঠছে ভারত। আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার নতুন ধরন ‘ডেল্টা প্লাস’। ডেল্টা প্লাস শনাক্ত হয়েছে মহারাষ্ট্রের রত্নগিরি ও জলগাঁও, কেরলের পলক্কড় ও পঠানামথিট্টা এবং মধ্যপ্রদেশের ভোপাল ও শিবপুরী জেলায়।
মহারাষ্ট্র, কেরালা এবং মধ্য প্রদেশের রাজ্যপ্রধানদের উদ্দেশে সতর্কবার্তায় কেন্দ্রীয় সরকার বলেছে, প্রবল সংক্রামক করোনার নতুন ধরন ডেল্টা প্লাস যেন দ্রুত ছড়িয়ে না পড়ে, সে জন্য আক্রান্ত এলাকাগুলোকে অবিলম্বে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। করোনা পরীক্ষা বাড়াতে হবে। আক্রান্তরা কাদের সংস্পর্শে এসেছেন, তা দ্রুত চিহ্নিত করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে রাজ্যের বিভিন্ন জায়গায় টিকা নিশ্চিতের বিষয়েও সতর্কবার্তায় বলা হয়েছে।
করোনার ডেল্টা প্লাস ধরনে ফুসফুসের ক্ষতি হয় বেশি। এ ছাড়া শরীরের রোগ প্রতিরোধক্ষমতাও কমে যায়।
নীতি আয়োগের সদস্য ভি কে পল (স্বাস্থ্য) বলেন, অন্যান্য দেশে ডেল্টা স্ট্রেনের কারণে অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। এই স্ট্রেন দ্রুত গতিতে ছড়ায় ও খুব অল্প সময়ে বহু মানুষকে আক্রান্ত করে। তৃতীয় ঢেউ রুখতে হলে দরকার কঠোর করোনা বিধি পালন ও দ্রুত টিকাকরণ।
মহারাষ্ট্রের বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, করোনার নতুন ধরন ডেল্টা প্লাস করোনার তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস। করোনার তৃতীয় ঢেউ আসার সম্ভাব্য যে সময় ভাবা হচ্ছিল সেই সময়ের আগেই করোনার তৃতীয় ঢেউ চলে আসতে পারে বলে সতর্ক করা হয়েছে।
করোনার নতুন ধরন ডেল্টা প্লাস সবচেয়ে বেশি পাওয়া গেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যে। এরই মধ্যে মহারাষ্ট্র করোনার তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি গ্রহণ করছে। শনাক্তদের ভ্রমণ, ইতিহাস এবং টিকার তথ্য সংগ্রহ করছে।
ড. শ্রীবাস্তব বলেছেন, ‘আমরা জানি যে বিশ্বের অন্যান্য অঞ্চলে ডেল্টা তরঙ্গ খুব সংক্রামক এবং এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং এটি খুব অল্প সময়ের মধ্যেই বহু লোককে আক্রান্ত করতে পারে।
মহারাষ্ট্র রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেন, ১৫ মে থেকে সাড়ে ৭ হাজার স্যাম্পলের মধ্যে ২১ জনের শরীরে করোনার নতুন ধরন ডেল্টা প্লাস শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, করোনার ডেল্টা ধরন বিশ্বের ৮০টি দেশে ছড়িয়েছে। আর ডেল্টা প্লাস অত্যন্ত সংক্রামক এবং এটি দ্রুত ছড়িয়ে পড়ে। তাই নতুন এই ধরন নিয়ে শঙ্কা অনেক।
ঢাকা: করোনার নতুন ধরন ‘ডেল্টা প্লাস’ নিয়ে উদ্বিগ্ন ভারত। ভারতে প্রথম করোনার নতুন এই ধরন শনাক্ত হয়, যা এরই মধ্যে বিশ্বের নয়টি দেশে ছড়িয়েছে। দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পর্তুগাল, সুইজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, নেপাল, চীন ও রাশিয়া।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানা গেছে, দেশটিতে করোনার ডেল্টা প্লাস ধরনে এ পর্যন্ত শনাক্ত হয়েছে ২২ জন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় করোনার নতুন এই ধরনকে উদ্বেগজনক উল্লেখ করে মহারাষ্ট্র, কেরালা এবং মধ্যপ্রদেশকে সতর্কবার্তা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকারের সতর্ক বার্তায় বলা হয়েছে, করোনার দ্বিতীয় ঢেউ কাটিয়ে উঠছে ভারত। আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার নতুন ধরন ‘ডেল্টা প্লাস’। ডেল্টা প্লাস শনাক্ত হয়েছে মহারাষ্ট্রের রত্নগিরি ও জলগাঁও, কেরলের পলক্কড় ও পঠানামথিট্টা এবং মধ্যপ্রদেশের ভোপাল ও শিবপুরী জেলায়।
মহারাষ্ট্র, কেরালা এবং মধ্য প্রদেশের রাজ্যপ্রধানদের উদ্দেশে সতর্কবার্তায় কেন্দ্রীয় সরকার বলেছে, প্রবল সংক্রামক করোনার নতুন ধরন ডেল্টা প্লাস যেন দ্রুত ছড়িয়ে না পড়ে, সে জন্য আক্রান্ত এলাকাগুলোকে অবিলম্বে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করে চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। করোনা পরীক্ষা বাড়াতে হবে। আক্রান্তরা কাদের সংস্পর্শে এসেছেন, তা দ্রুত চিহ্নিত করতে হবে। অগ্রাধিকার ভিত্তিতে রাজ্যের বিভিন্ন জায়গায় টিকা নিশ্চিতের বিষয়েও সতর্কবার্তায় বলা হয়েছে।
করোনার ডেল্টা প্লাস ধরনে ফুসফুসের ক্ষতি হয় বেশি। এ ছাড়া শরীরের রোগ প্রতিরোধক্ষমতাও কমে যায়।
নীতি আয়োগের সদস্য ভি কে পল (স্বাস্থ্য) বলেন, অন্যান্য দেশে ডেল্টা স্ট্রেনের কারণে অনেকেই করোনা আক্রান্ত হয়েছেন। এই স্ট্রেন দ্রুত গতিতে ছড়ায় ও খুব অল্প সময়ে বহু মানুষকে আক্রান্ত করে। তৃতীয় ঢেউ রুখতে হলে দরকার কঠোর করোনা বিধি পালন ও দ্রুত টিকাকরণ।
মহারাষ্ট্রের বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, করোনার নতুন ধরন ডেল্টা প্লাস করোনার তৃতীয় ঢেউয়ের পূর্বাভাস। করোনার তৃতীয় ঢেউ আসার সম্ভাব্য যে সময় ভাবা হচ্ছিল সেই সময়ের আগেই করোনার তৃতীয় ঢেউ চলে আসতে পারে বলে সতর্ক করা হয়েছে।
করোনার নতুন ধরন ডেল্টা প্লাস সবচেয়ে বেশি পাওয়া গেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যে। এরই মধ্যে মহারাষ্ট্র করোনার তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি গ্রহণ করছে। শনাক্তদের ভ্রমণ, ইতিহাস এবং টিকার তথ্য সংগ্রহ করছে।
ড. শ্রীবাস্তব বলেছেন, ‘আমরা জানি যে বিশ্বের অন্যান্য অঞ্চলে ডেল্টা তরঙ্গ খুব সংক্রামক এবং এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং এটি খুব অল্প সময়ের মধ্যেই বহু লোককে আক্রান্ত করতে পারে।
মহারাষ্ট্র রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেন, ১৫ মে থেকে সাড়ে ৭ হাজার স্যাম্পলের মধ্যে ২১ জনের শরীরে করোনার নতুন ধরন ডেল্টা প্লাস শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, করোনার ডেল্টা ধরন বিশ্বের ৮০টি দেশে ছড়িয়েছে। আর ডেল্টা প্লাস অত্যন্ত সংক্রামক এবং এটি দ্রুত ছড়িয়ে পড়ে। তাই নতুন এই ধরন নিয়ে শঙ্কা অনেক।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ১০-১২ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে রাশিয়া শান্তিচুক্তিতে না এলে তাদের বিরুদ্ধে কঠোর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। স্থানীয় সময় গতকাল সোমবার স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী
১৭ মিনিট আগেমিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর দমনমূলক নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে বলেছে...
৩২ মিনিট আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি অবরোধের কারণে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ব্যাপক সংকট দেখা দিয়েছে। সংকট এতটাই তীব্র যে, এরই মধ্যে অঞ্চলটিতে আর কোনো খাবারই পাওয়া যাচ্ছে। ফলে, স্থানীয়রা এক দুর্ভিক্ষময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে অঞ্চলটি না খেতে পেয়ে মারা গেছে আরও অন্তত ১৪ জন। আর
১ ঘণ্টা আগেচীনের রাজধানী বেইজিং ও এর পার্শ্ববর্তী অঞ্চলে টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৮০ হাজার বাসিন্দাকে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে