Ajker Patrika

পশ্চিমবঙ্গে চলছে পঞ্চম দফার নির্বাচন

পশ্চিমবঙ্গে চলছে পঞ্চম দফার নির্বাচন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পঞ্চম দফা অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার। এর আগের চার দফার নির্বাচন যথেষ্ট উত্তপ্ত ছিল। তার ওপরে করোনার দাপট সারা দেশের মতোই পশ্চিমবঙ্গেও ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে রাজ্যটির মোট ছয়টি জেলার ৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়,  শান্তিপূর্ণ ভাবেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের পঞ্চম দফার ভোটগ্রহণ। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনার পারদ চড়ছে। বেশ কিছু জায়গা থেকে ইতিমধ্যেই সংঘাতের খবর পাওয়া গেছে। সেই পরিস্থিতিতেই ভোটগ্রহণ চলছে বুথে বুথে। সকাল থেকে বেলা ১০টা পর্যন্ত রাজ্যে ৩৬.০২ শতাংশ ভোট পড়েছে রাজ্যে।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গ পঞ্চম দফার বিধানসভা নির্বাচনের হাই প্রোফাইল প্রার্থীরা হলেন তৃণমূলের ব্রাত্য বস্য, গৌতম দেব এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী। এছাড়া বিজেপি-এর পক্ষ থেকে হাই প্রোফাইল প্রার্থী হলেন দলটির সাংসদ জগন্নাথ সরকার।

শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন আয়োজনের লক্ষ্যে ভারতের কেন্দ্রীয় বাহিনীর এক হাজার ৭১টি কোম্পানি মোতায়েন করা হয়েছে। এছাড়া রাজ্যটির অতিরিক্ত আরও ১৫ হাজার ৭৯০ জন পুলিশ কর্মকর্তাকেও নির্বাচনের দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত