Ajker Patrika

ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে, লড়ছেন যেসব মহারথী

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১২: ৪৩
ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে, লড়ছেন যেসব মহারথী

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ চলছে আজ শুক্রবার। ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৮৮টি আসনে আজ ভোট গ্রহণ করা হবে। এই ধাপের নির্বাচনে লড়ছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং ঐতিহাসিক মাথুরায় বিজেপির হয়ে লড়ছেন অভিনেত্রী হেমা মালিনিসহ অনেকে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এই ধাপে মণিপুরের ২০টি, কেরালার ২০টি, কর্ণাটকের ১৪টি, রাজস্থানের ১৩টি, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্রের ৮টি করে, মধ্যপ্রদেশের ৭টি, আসাম ও বিহারের ৫টি করে, পশ্চিমবঙ্গ ও ছত্তিশগড়ে ৩টি করে এবং ত্রিপুরা ও জম্মু-কাশ্মীরের ১টি করে আসনে ভোট গ্রহণ করা হবে। 

দ্বিতীয় ধাপে মধ্যপ্রদেশের আটটি লোকসভা আসনে ভোট হওয়ার কথা থাকলেও বিএসপি প্রার্থীর মৃত্যুর কারণে সেখানকার বেতুল আসনে তৃতীয় ধাপে, অর্থাৎ ৭ মে ভোট গ্রহণ করা হবে। নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আগামীকালের দ্বিতীয় ধাপের ভোটে ১২০৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। অর্থাৎ এই ধাপে ৮৮টি আসনে ভোট গ্রহণ করা হবে। 

ক্ষমতাসীন বিজেপি ও বিরোধী দল কংগ্রেসের মধ্যে উত্তরাধিকার কর নিয়ে ব্যাপক বাগ্‌যুদ্ধের মধ্যেই এই ধাপের নির্বাচন শুরু হয়েছে। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় আজ শুক্রবার সকাল ৯টা নাগাদ ৯ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে। 

লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে লড়ছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী, জ্যেষ্ঠ নেতা শশী থারুর, কেসি ভেনুগোপাল, ভূপেশ বাঘেল, রাজস্থানের সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা অশোক গেহলটের ছেলে বৈভব গেহলট। কেরালার তিরুবনন্তপুরমে শশী থারুরের বিরুদ্ধে লড়ছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। 

এ ছাড়া, বিজেপির হয়ে উত্তর প্রদেশের ঐতিহাসিক ভূখণ্ড মাথুরায় লড়ছেন অভিনেত্রী হেমা মালিনি। এর বাইরে অভিনেতা অরুণ গোভিল, তেজস্বী সূর্য এবং লোকসভার বর্তমান স্পিকার ও বিজেপির জ্যেষ্ঠ নেতা ওম বিড়লা। এই ধাপের ভোটে বিজেপির জন্য কেরালা ও কর্ণাটক অগ্নিপরীক্ষা হিসেবে হাজির হবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত