Ajker Patrika

ত্রিপুরার তৃণমূল নেতা মুজিবুল ইসলাম আর নেই

কলকাতা প্রতিনিধি
ত্রিপুরার তৃণমূল নেতা মুজিবুল ইসলাম আর নেই

ভারতের ত্রিপুরা রাজ্যের তৃণমূল নেতা মুজিবুল ইসলাম মজুমদার (৫৮) মারা গেছেন। দীর্ঘদিন ধরে কলকাতায় তাঁর চিকিৎসা চলছিল। আজ বুধবার সকালে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। 
 
মুজিবুলের বাবা মনসুর আলি ছিলেন ত্রিপুরার অত্যন্ত জনপ্রিয় মন্ত্রী। তাঁর দাদা গত বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন। কিন্তু হেরে যান। আজীবন কংগ্রেসি মুজিবুল সম্প্রতি যোগ দিয়েছিলেন তৃণমূলে। 

গত ২৮ আগস্ট আগরতলায় নিজের বাড়িতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন কর্মসূচি ছিল তাঁর। তৃণমূলের অভিযোগ, সেই কর্মসূচি শুরুর আগে তিনি এবং ছাত্র নেতা শুভঙ্কর মজুমদার বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের হামলায় মারাত্মক জখম হন। দুজনকেই চিকিৎসার জন্য কলকাতায় আনা হয়। শুভঙ্কর সুস্থ হলেও দীর্ঘ চার মাসেরও বেশি সময় হাসপাতালে থেকেও ঘরে ফেরা হলো না মুজিবুলের। আজ তিনি কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। 
 
মুজিবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। 
 
তৃণমূল সাংসদ ও চিকিৎসক শান্তনু সেনের অভিযোগ, ত্রিপুরায় বিজেপির গুন্ডাদের হাতে জখম হলেও সেখানে তাঁর চিকিৎসা হয়নি। কলকাতাতেই তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। 
 
ত্রিপুরায় তৃণমূলের আহ্বায়ক সুবল ভৌমিকেরও অভিযোগ, বিজেপি কতটা হিংস্র মুজিবুলের হত্যাকাণ্ড সেটাই প্রমাণ করে। তাঁর সাফ কথা, বিজেপির আক্রমণেই মারা গেছেন মুজিবুল। 
 
তবে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যের মতে, যেকোনো মৃত্যুই দুঃখজনক। তবে বিজেপির কোনো কর্মকর্তাই মুজিবুলের হত্যার জন্য দায়ী নন।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত