Ajker Patrika

সাজার পরদিনই লোকসভায় রাহুল, রায়ের বিরুদ্ধে বিক্ষোভ বিরোধীদের

আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৫: ৩১
সাজার পরদিনই লোকসভায় রাহুল, রায়ের বিরুদ্ধে বিক্ষোভ বিরোধীদের

মানহানির মামলায় দোষী সাব্যস্ত হয়ে দুই বছরের কারাদণ্ড পাওয়ার পরদিনই লোকসভায় গেলেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ শুক্রবার সকালে সংক্ষিপ্ত সময়ের জন্য পার্লামেন্টে যান তিনি। বিক্ষোভের জেরে লোকসভা দুপুর পর্যন্ত মুলতবি হওয়ার পর চলে যান রাহুল।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, কারাদণ্ড পাওয়ার পর রাহুলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চলছে নানা আলোচনা। দেশটির সুপ্রিম কোর্টের রায় ও জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, সাজার কারণে রাহুলের লোকসভার সদস্যপদ খারিজ হবে কি না—এমন আলোচনা চলছে। ভারতের কয়েকজন আইন বিশেষজ্ঞ বলছেন, দোষী সাব্যস্ত হওয়া এবং দুই বছরের সাজার কারণে লোকসভার সদস্য হিসেবে রাহুল স্বয়ংক্রিয়ভাবে অযোগ্য হয়ে গেছেন। আরেক দল বিশেষজ্ঞ বলছেন, রাহুল যদি রায় বদলাতে পারেন, তাহলে তিনি পার্লামেন্টের সদস্য হিসেবে অযোগ্য হওয়ার ঝুঁকি এড়াতে পারবেন।

কেরালার ওয়েনাডে লোকসভা আসনের সদস্য রাহুল গান্ধী। তাঁকে গতকাল দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাদণ্ড দেন গুজরাটের সুরাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) এইচ এইচ ভার্মা। কারাদণ্ড ঘোষণার পর এক আবেদনের পরিপ্রেক্ষিতে রাহুলের জামিন মঞ্জুর করেন আদালত। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার জন্য তাঁকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময় পর্যন্ত জামিনে থাকবেন রাহুল।

পার্লামেন্ট ভবন থেকে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে মিছিল করে কংগ্রেসসহ অন্য বিরোধী দলগুলোএদিকে আজ শুক্রবার ‘ডেমোক্রেসি ইন ডেঞ্জার’ লেখা ব্যানার হাতে মিছিলসহ পার্লামেন্ট ভবন থেকে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে রওনা হয় কংগ্রেসসহ অন্য বিরোধী দলগুলো। বিরোধীরা দাবি তুলেছে, বিপদে ভারতের গণতন্ত্র। কংগ্রেস এদিন পার্লামেন্টেও বিষয়টি তুলেছিল। এ নিয়ে দুই কক্ষেই তুমুল হট্টগোল শুরু হয়। এরপর রাহুল গান্ধীর কারাদণ্ড এবং আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে পার্লামেন্টের যৌথ কমিটি গঠনের দাবি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার কর্মসূচি নেয় বিরোধীরা। তবে রাষ্ট্রপতি ভবনে পৌঁছানোর আগেই বিরোধী নেতাদের আটকে দিয়েছে নিরাপত্তা বাহিনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত