Ajker Patrika

করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার রুপি দিতে রাজি কেন্দ্রীয় সরকার

কলকাতা প্রতিনিধি
করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার রুপি দিতে রাজি কেন্দ্রীয় সরকার

ভারতে করোনায় মৃতদের পরিবারকে কেন্দ্রীয় সরকার ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা দেবে। সুপ্রিম কোর্টের নির্দেশে বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ২৩টি রাজ্যের জন্য এরই মধ্যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

করোনা সংক্রমণে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা করা নিয়ে কঠোর অবস্থান নেন ভারতের সুপ্রিম কোর্ট। জনস্বার্থ মামলায় সর্বোচ্চ আদালত জানিয়েছিলেন এত মানুষের মৃত্যুতে ভারত সরকার দায় এড়াতে পারে না। তাই হলফনামা চাওয়া হয়েছিল কেন্দ্রের। নিজেদের হলফনামা মেনেই অর্থ বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তিতে মোট ৭২৭৪ কোটি ৪০ লাখ রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। এর আগে ৫ রাজ্যকে দেওয়া হয় ১৫৯৯ কোটি ২ লাখ রুপি।

করোনায় মৃতদের পরিবারকে করোনায় মৃত্যুর সনদপত্রসহ জেলা বিপর্যয় মোকাবিলা আধিকারিকের কাছে আবেদন করতে হবে। তিনি সবকিছু খতিয়ে দেখে এই অর্থ মঞ্জুর করবেন।

এদিকে, ভারতে করোনা সংক্রমণ আজ ৮ দশমিক ৮ শতাংশ কমেছে। গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৩৫৪ এবং মৃত ২৩৪। পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত ৭০৮ এবং মৃত ১৩। এ নিয়ে ভারতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৮ হাজার ৫৭৩ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে, ১ লাখ ৩৯ হাজার ৫১৭। আর পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ১৮ হাজার ৮০৬। মৃত্যুর সংখ্যা বেশি হওয়ায় মহারাষ্ট্রকেই বেশি অর্থ দেবে কেন্দ্র।

প্রসঙ্গত, জনস্বার্থ মামলায় পরিবার পিছু ৪ লাখ রুপি চাওয়া হয়েছিল। মামলাকারী প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতিপূরণের সঙ্গে তুলনা করেছিলেন করোনাকে। কিন্তু কেন্দ্রীয় সরকার ৫০ হাজার করে দিতে সম্মত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত