কলকাতা প্রতিনিধি
ভারতে পাচার হওয়া ৩৭ জন বাংলাদেশিকে সোমবার পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাস তাঁদের ফেরাতে মুখ্য ভূমিকা পালন করে।
দূতাবাস সূত্রে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু পাচার রোধ বিষয়ক টাস্ক ফোর্সের সহযোগিতার কথা উল্লেখ করা হয়। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমেই এদিন ৩৭ জনের দেশে ফেরা সম্ভব হয়।
এই ৩৭ জনের মধ্যে ৩৩ জনেরই বয়স ১৮ বছরের কম। চারজন পূর্ণ বয়স্ক নারীও রয়েছেন। তাঁরা পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমে ছিলেন বলে জানা গেছে।
কলকাতা উপ-দূতাবাস সূত্রে খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমে অন্তত দেড় শ বাংলাদেশি বন্দী রয়েছেন। উপ-দূতাবাস তাঁদের মুক্তির বিষয়টি দেখছেন। সেফ হোম পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তাঁরা।
আটক বাকি বাংলাদেশিদেরও দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসান। তিনি আরও জানান, এটি একটি চলমান প্রক্রিয়া।
জানা গিয়েছে, পাচার হয়ে বা ভুল করে ভারতে এসে তাঁরা বন্দী হয়ে পড়েছিলেন। ভারতে বিচারিক প্রক্রিয়ার শেষে বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে এদের প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়।
আজ তারা ফেরার সময় বাংলাদেশে উপ-হাইকমিশন কলকাতার প্রথম সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান শামীমা ইয়াসমিন স্মৃতি, মোহা. সানিউল কাদের প্রমুখ স্থলবন্দরে উপস্থিত ছিলেন।
সীমান্তের দুই পারের পুলিশ ও প্রশাসনিক কর্তাদের পাশাপাশি বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে ৩৭ জনকে পাঠানো হয়। তাদের বাংলাদেশ প্রবেশের আগে শারীরিক পরীক্ষাও করানো হয়।
ভারতে পাচার হওয়া ৩৭ জন বাংলাদেশিকে সোমবার পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। কলকাতায় অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাস তাঁদের ফেরাতে মুখ্য ভূমিকা পালন করে।
দূতাবাস সূত্রে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু পাচার রোধ বিষয়ক টাস্ক ফোর্সের সহযোগিতার কথা উল্লেখ করা হয়। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমেই এদিন ৩৭ জনের দেশে ফেরা সম্ভব হয়।
এই ৩৭ জনের মধ্যে ৩৩ জনেরই বয়স ১৮ বছরের কম। চারজন পূর্ণ বয়স্ক নারীও রয়েছেন। তাঁরা পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমে ছিলেন বলে জানা গেছে।
কলকাতা উপ-দূতাবাস সূত্রে খবর, পশ্চিমবঙ্গের বিভিন্ন সেফ হোমে অন্তত দেড় শ বাংলাদেশি বন্দী রয়েছেন। উপ-দূতাবাস তাঁদের মুক্তির বিষয়টি দেখছেন। সেফ হোম পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তাঁরা।
আটক বাকি বাংলাদেশিদেরও দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসান। তিনি আরও জানান, এটি একটি চলমান প্রক্রিয়া।
জানা গিয়েছে, পাচার হয়ে বা ভুল করে ভারতে এসে তাঁরা বন্দী হয়ে পড়েছিলেন। ভারতে বিচারিক প্রক্রিয়ার শেষে বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে এদের প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়।
আজ তারা ফেরার সময় বাংলাদেশে উপ-হাইকমিশন কলকাতার প্রথম সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান শামীমা ইয়াসমিন স্মৃতি, মোহা. সানিউল কাদের প্রমুখ স্থলবন্দরে উপস্থিত ছিলেন।
সীমান্তের দুই পারের পুলিশ ও প্রশাসনিক কর্তাদের পাশাপাশি বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে ৩৭ জনকে পাঠানো হয়। তাদের বাংলাদেশ প্রবেশের আগে শারীরিক পরীক্ষাও করানো হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাঁর দেশ গাজার ঘরবাড়ি ধ্বংস করছে মূলত স্থানীয় লোকজন, যাতে অঞ্চলটিতে না থাকতে পেরে বাধ্য হয়ে অন্য কোথাও চলে যায়। গতকাল মঙ্গলবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির রুদ্ধদ্বার বৈঠকে আইনপ্রণেতাদের সামনে সাক্ষ্য দেওয়ার সময়...
২১ মিনিট আগেভারত নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক কর্মীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। পাল্টা হিসেবে পাকিস্তানও ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।
২ ঘণ্টা আগেভারতের মধ্যপ্রদেশ রাজ্যের এক বিজেপি মন্ত্রীর মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশিকে উদ্দেশ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন ওই মন্ত্রী। ‘অপারেশন সিন্দুর’ নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে একাধিকবার কর্নেল কুরেশিকে দেখা
৩ ঘণ্টা আগেযুদ্ধ থেমে গেলেও ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এর মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে এক পাকিস্তানি কর্মকর্তাকে বহিষ্কার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ওই কর্মকর্তাকে ‘পারসোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন থেকে
৩ ঘণ্টা আগে