Ajker Patrika

মালদ্বীপে ভারতীয় সিনেমার শুটিং না করার ডাক

মালদ্বীপে ভারতীয় সিনেমার শুটিং না করার ডাক

ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্কের এমন অবনতি ঘটেছে যে, বিভিন্ন ক্ষেত্রে একে অপরকে বয়কটের আহ্বান জানাচ্ছে দুই দেশই। সর্বশেষ ভারতের অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) মালদ্বীপে কোনো সিনেমার শুটিং না করার জন্য বলিউডকে অনুরোধ করেছে। 

মালদ্বীপে চীনপন্থী প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু ক্ষমতায় আসার পর থেকেই দেশটির সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। তবে সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছায় সম্প্রতি মুইজ্জু সরকারের তিন মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য করলে। ওই মন্তব্যের জের ধরেই দুই দেশের রেষারেষির বিষয়টি কূটনৈতিক অঙ্গন ছাড়িয়ে বিভিন্ন মহল ও সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে পড়ে। ছুটি কাটানোর জন্য ভারতীয় নাগরিকদের কাছে মালদ্বীপ খুবই জনপ্রিয় স্থান হলেও অনেকেই সেখানে না যাওয়ার প্রচারণা শুরু করে এবং মালদ্বীপকে বয়কটের ডাক দেয়। এ ধরনের কার্যক্রমের সর্বশেষ উদাহরণ—মালদ্বীপে ভারতীয় সিনেমা না করার আহ্বান। 

আজ সোমবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর অ্যাক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিও বার্তায় অল ইন্ডিয়া ফিল্ম ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সুরেশ শ্যামলাল বলেন, ‘মালদ্বীপ সরকার ভারত সরকারকে ১৫ মার্চের মধ্যে সব সেনা প্রত্যাহার করতে বলেছে। কয়েক দিন আগে মালদ্বীপ সরকারের মন্ত্রীরা ভারতের বিরুদ্ধে অপমানজনক শব্দ ব্যবহার করেছিলেন। এআইসিডব্লিউএ-এর সভাপতি হিসেবে, আমি বলিউড সহ ভারতীয় সব চলচ্চিত্র শিল্পকে মালদ্বীপকে বয়কট করার আহ্বান জানাই। সেখানে শুটিং করবেন না।’ 

ভারতীয়রা মালদ্বীপে ছুটি কাটাতেও যাচ্ছে না দাবি করে সুরেশ বলেন, ‘যারা আমাদের বিরোধিতা করবে, আমরা তার বিরোধিতা করবো।’ 

মালদ্বীপের বদলে ভারতের সামুদ্রিক পর্যটন গন্তব্যগুলোকে জনপ্রিয় করার জন্যও শিল্পীদের প্রতি আহ্বান জানান সুরেশ। তাঁর সংগঠন অল ইন্ডিয়া ফিল্ম ওয়ার্কার্স ইউনিয়ন হলো সেই সংস্থা যা ‘আদিপুরুষ’ সিনেমার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিল। ওই চিঠিতে হলগুলোতে ‘আদিপুরুষ’ সিনেমার প্রদর্শন নিষিদ্ধ করার দাবি জানানো হয়। 

শুধু অল ইন্ডিয়া ফিল্ম ওয়ার্কার্স ইউনিয়ন নয়, এর আগে বলিউড-কেন্দ্রিক আরেকটি সংগঠন মালদ্বীপে শুটিং না করার জন্য আহ্বান জানিয়েছিল। ফেডারেশন অফ ওয়েস্ট ইন্ডিজ ফিল্ম এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) নামের ওই সংগঠনটি মালদ্বীপে শুটিং না করতে একটি প্রেস বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত