অনলাইন ডেস্ক
ভারত স্থানীয় সময় আজ বুধবার ভোরের দিকে পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এই হামলার কোড নেম বা সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর’। ভারত বলছে, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় পর্যটকদের ওপর সন্দেহভাজন বিদ্রোহীদের হামলার জবাবে চালানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, ভারতীয় বাহিনী জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’-এর অংশ হিসেবে তারা পাকিস্তান এবং পাকিস্তানশাসিত কাশ্মীরে মোট ৯টি স্থানে ‘সন্ত্রাসবাদী পরিকাঠামোয়’ হামলা চালিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ হামলায় মূলত নিশানা করা হয়েছে জয়শ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তাইয়েবাকে, যারা কাশ্মীরে সক্রিয় এবং অঞ্চলটি পাকিস্তানের সঙ্গে একীভূত করতে চায়। ভারতের সেনাবাহিনী আলাদাভাবে জানিয়েছে, ‘কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি’ এবং হামলার লক্ষ্য নির্বাচন ও হামলার পদ্ধতিতে ‘অনেক সংযম দেখানো হয়েছে’।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই অভিযানের নাম ‘সিন্দুর’ পাকিস্তানের উদ্দেশে একটি ‘বার্তা’। ‘সিন্দুর’—যা সিঁদুর নামে পরিচিত—হলো হিন্দু বিবাহিত নারীদের সিঁথিতে ব্যবহার করা একধরনের লাল চিহ্ন। এটি ২২ এপ্রিল পেহেলগামে হামলার দিকেই ইঙ্গিত করে, যেখানে ‘ধর্মের ভিত্তিতে’ পুরুষদের, এমনকি নবদম্পতির পুরুষ সদস্যদের টার্গেট করে হত্যা করা হয় বলে দাবি করেছে ভারত—এমনটাই বলছে ইন্ডিয়া টুডে।
এদিকে, কাশ্মীরের পেহেলগামে হামলার কয়েক দিন পর এক নারীর ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় তিনি তাঁর নিহত স্বামীর নিথর দেহের পাশে শুয়ে আছেন। এই ছবি হামলার শিকারদের যন্ত্রণা ও হৃদয়বিদারক বাস্তবতার প্রতীক হয়ে উঠেছে। ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী—দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিযানের নামসংবলিত একটি ছবি পোস্ট করেছেন, যেখানে লাল রঙের গুঁড়ার ছবি দেখা যায়।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাঁর পোস্টে লিখেছেন, ‘সন্ত্রাসবাদের প্রতি বিশ্বকে শূন্য সহনশীলতা দেখাতে হবে।’ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ‘ভারতের বিজয় হোক।’
ভারত স্থানীয় সময় আজ বুধবার ভোরের দিকে পাকিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এই হামলার কোড নেম বা সাংকেতিক নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিন্দুর’। ভারত বলছে, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় পর্যটকদের ওপর সন্দেহভাজন বিদ্রোহীদের হামলার জবাবে চালানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, ভারতীয় বাহিনী জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’-এর অংশ হিসেবে তারা পাকিস্তান এবং পাকিস্তানশাসিত কাশ্মীরে মোট ৯টি স্থানে ‘সন্ত্রাসবাদী পরিকাঠামোয়’ হামলা চালিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ হামলায় মূলত নিশানা করা হয়েছে জয়শ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তাইয়েবাকে, যারা কাশ্মীরে সক্রিয় এবং অঞ্চলটি পাকিস্তানের সঙ্গে একীভূত করতে চায়। ভারতের সেনাবাহিনী আলাদাভাবে জানিয়েছে, ‘কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি’ এবং হামলার লক্ষ্য নির্বাচন ও হামলার পদ্ধতিতে ‘অনেক সংযম দেখানো হয়েছে’।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এই অভিযানের নাম ‘সিন্দুর’ পাকিস্তানের উদ্দেশে একটি ‘বার্তা’। ‘সিন্দুর’—যা সিঁদুর নামে পরিচিত—হলো হিন্দু বিবাহিত নারীদের সিঁথিতে ব্যবহার করা একধরনের লাল চিহ্ন। এটি ২২ এপ্রিল পেহেলগামে হামলার দিকেই ইঙ্গিত করে, যেখানে ‘ধর্মের ভিত্তিতে’ পুরুষদের, এমনকি নবদম্পতির পুরুষ সদস্যদের টার্গেট করে হত্যা করা হয় বলে দাবি করেছে ভারত—এমনটাই বলছে ইন্ডিয়া টুডে।
এদিকে, কাশ্মীরের পেহেলগামে হামলার কয়েক দিন পর এক নারীর ছবি ভাইরাল হয়, যেখানে দেখা যায় তিনি তাঁর নিহত স্বামীর নিথর দেহের পাশে শুয়ে আছেন। এই ছবি হামলার শিকারদের যন্ত্রণা ও হৃদয়বিদারক বাস্তবতার প্রতীক হয়ে উঠেছে। ভারতের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী—দুজনেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অভিযানের নামসংবলিত একটি ছবি পোস্ট করেছেন, যেখানে লাল রঙের গুঁড়ার ছবি দেখা যায়।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাঁর পোস্টে লিখেছেন, ‘সন্ত্রাসবাদের প্রতি বিশ্বকে শূন্য সহনশীলতা দেখাতে হবে।’ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ‘ভারতের বিজয় হোক।’
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের মার্কিন মাটি থেকে দেওয়া পারমাণবিক হুমকি ঘিরে বিশ্বরাজনীতিতে তোলপাড়। মুনির বলেছেন, আমরা পারমাণবিক শক্তিধর দেশ, প্রয়োজনে অর্ধেক বিশ্বকে ধ্বংসের পথে নিয়ে যাব। তাঁর এই বক্তব্য আন্তর্জাতিক মহলে উত্তেজনা সৃষ্টি করেছে।
২ ঘণ্টা আগেসিন্ধু জলচুক্তি স্থগিত রাখায় চাপে পাকিস্তান। এই আবহে দেশটির সাবেক বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো গতকাল সোমবার সিন্ধে এক সমাবেশে বলেছেন, ‘ভারত যদি আগ্রাসন চালিয়ে যায়, তবে ছয়টি নদীর পানি পাওয়ার জন্য যুদ্ধ ছাড়া বিকল্প থাকবে না।’ তাঁর মন্তব্যে নতুন করে বিতর্ক শুরু হয়েছে দুই দেশের সম্পর্কে।
৩ ঘণ্টা আগেরাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসা নিয়ে কড়া অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, ভারত থেকে বাণিজ্যিক লেনদেনের অর্থ রাশিয়া ব্যবহার করছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাতে। এর জেরেই ভারতীয় পণ্যে বাড়তি শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন, যা দুই দেশের বাণিজ্য সম্পর্কের ওপর নতুন...
৩ ঘণ্টা আগেসাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর বর্তমান স্ত্রী জিল বাইডেনের কন্যা অ্যাশলি বাইডেন তাঁর ১৩ বছরের দাম্পত্যজীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। স্থানীয় সময় সোমবার (১১ আগস্ট) ৪৪ বছর বয়সী অ্যাশলি ফিলাডেলফিয়ার কোর্ট অব কমন প্লিসে এই আবেদন দাখিল করেন।
৪ ঘণ্টা আগে