Ajker Patrika

ভারতে আমলাতান্ত্রিক জটিলতায় ১০০ কোটি ডলারের করোনা অনুদান

ভারতে আমলাতান্ত্রিক জটিলতায় ১০০ কোটি ডলারের করোনা অনুদান

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত যখন বিপর্যস্ত ঠিক সেই সময়ে করোনা মোকাবিলার জন্য ভারতকে ১০০ কোটি মার্কিন ডলারের সমান ক্রিপ্টোকারেন্সি অনুদান দেন ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের প্রতিষ্ঠাতা ভিতালিক বুতেরিন। 

চলতি বছরের এপ্রিলে দিল্লির উদ্যোক্তা সন্দীপ নেলওয়াল ইন্ডিয়া কোভিড ক্রিপ্টো রিলিফ ফান্ড প্রতিষ্ঠা করেন। বুতেরিন সেই ফান্ডে এই অনুদান দেন। 

তবে বুতেরিনের অনুদানের ১০০ কোটি ডলারের মধ্যে মাত্র ২ কোটি ডলার এখন পর্যন্ত বিতরণ করতে পেরেছে প্রতিষ্ঠানটি। আমলাতান্ত্রিক জটিলতায় এখনো পুরো অনুদান তোলা অনিশ্চিত। 

সন্দীপ নেলওয়াল বলেন, এখন পর্যন্ত ২০ লাখ ডলার আমরা পেয়েছি। আর ২০ লাখ ডলার বিতরণ প্রক্রিয়াধীন। অনুদান যেন সুষ্ঠুভাবে বণ্টন করা হয় এবং স্বচ্ছতা ঠিক থাকে সে লক্ষ্যে একটি নামী অডিট প্রতিষ্ঠান নিয়োগ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এখন করোনার তৃতীয় ঢেউ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছি। 

সন্দীপ নেলওয়াল আরও বলেন, স্থানীয় কিছু নিয়মকানুনের জন্য অনুদানের অর্থ তুলতে সময় লাগছে। ভারতের ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী ক্রিপ্টোকারেন্সির টোকেন থেকে প্রথমে ডলার এর পর রুপিতে রূপান্তর করতে হয়। বিভিন্ন নিয়মকানুনের বেড়াজালে ক্রিপ্টোকারেন্সি থেকে নগদ রুপিতে রূপান্তর করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তবে এরই মধ্যে ৮০ শতাংশ কাজ হয়ে গেছে বলে জানান তিনি।

ইন্ডিয়া কোভিড ক্রিপ্টো রিলিফ ফান্ডের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষও অনেকে উপকৃত হয়েছেন। অনুদানের অর্থ দিয়ে হাসপাতালে শয্যা বাড়ানো, খাবার পৌঁছানো, আইসিইউ বৃদ্ধিসহ অনেক কাজ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত