কলকাতা প্রতিনিধি
দলমত-নির্বিশেষে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার আপামর ভারতবাসীর। ভয়াল ২৬/১১-এর মুম্বাই জঙ্গি হামলার ১৪তম বর্ষপূর্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ সবাই নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
রাজনৈতিক নেতাদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এদিন জঙ্গিবাদের বিরুদ্ধে নাগরিকেরা তাঁদের মত প্রকাশ করেছেন। সেই সঙ্গে জঙ্গিবাদকে মদদ দেওয়ায় পাকিস্তান ও চীনকে গালিও দিচ্ছেন তারা। ২৬/১১-এর মুম্বাই হামলায় ১৮ জন নিরাপত্তারক্ষীসহ ১৬৬ জন প্রাণ হারান এবং আহত হন তিন শতাধিক। হতাহতদের মধ্যে বিদেশিও ছিলেন অনেক।
২০০৮ সালের ২৬ নভেম্বরের জঙ্গি হামলার জন্য ভারত প্রথম থেকেই পাকিস্তানকে দায়ী করছে। ভারতীয় গোয়েন্দাদের মতে, পাকিস্তানের মাটিতে বসেই লস্কর-ই-তাইয়্যেবার জঙ্গিরা মুম্বাই হামলার ষড়যন্ত্র করে এবং তা বাস্তবায়ন করে। মূল ষড়যন্ত্রকারীরা আজও বহাল তবিয়তেই রয়েছে পাকিস্তানে। হামলার মূল চক্রান্তকারী হিসেবে হাফিজ সাঈদ ও সাজিদ মীরের কঠোর শাস্তি চেয়েছে ভারত। পাকিস্তান তাঁদের জামাই আদরে রেখেছে বলে অভিযোগ।
আজ ভারতের সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের নাম উল্লেখ না করে বলেন, ‘মানবতার শত্রুরা ভারতে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা চালিয়েছে।’ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইটে বলেছেন, ‘যারা এই হামলার পরিকল্পনা করেছিল এবং তদারক করেছিল, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’ বিজেপি নেতাদের বাইরেও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীও টুইট করে বলেছেন, ‘ভারত সব সময় হিংসার বিরুদ্ধে দৃঢ় অবস্থানে ছিল এবং থাকবেও।’
উল্লেখ্য, ১০ জন অস্ত্রধারী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ভারতে প্রবেশ করে টানা তিন দিন ধরে নাশকতা চালায়। ভারতীয় নিরাপত্তারক্ষীরা অবশ্য পরে তাদের ঘায়েল করতে সক্ষম হয়। জীবিত অবস্থায় হাতেনাতে ধরা পড়েন পাকিস্তানি নাগরিক আজমল কাসাভ। পরে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাঁর ফাঁসি হয়।
দলমত-নির্বিশেষে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার আপামর ভারতবাসীর। ভয়াল ২৬/১১-এর মুম্বাই জঙ্গি হামলার ১৪তম বর্ষপূর্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ সবাই নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
রাজনৈতিক নেতাদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও এদিন জঙ্গিবাদের বিরুদ্ধে নাগরিকেরা তাঁদের মত প্রকাশ করেছেন। সেই সঙ্গে জঙ্গিবাদকে মদদ দেওয়ায় পাকিস্তান ও চীনকে গালিও দিচ্ছেন তারা। ২৬/১১-এর মুম্বাই হামলায় ১৮ জন নিরাপত্তারক্ষীসহ ১৬৬ জন প্রাণ হারান এবং আহত হন তিন শতাধিক। হতাহতদের মধ্যে বিদেশিও ছিলেন অনেক।
২০০৮ সালের ২৬ নভেম্বরের জঙ্গি হামলার জন্য ভারত প্রথম থেকেই পাকিস্তানকে দায়ী করছে। ভারতীয় গোয়েন্দাদের মতে, পাকিস্তানের মাটিতে বসেই লস্কর-ই-তাইয়্যেবার জঙ্গিরা মুম্বাই হামলার ষড়যন্ত্র করে এবং তা বাস্তবায়ন করে। মূল ষড়যন্ত্রকারীরা আজও বহাল তবিয়তেই রয়েছে পাকিস্তানে। হামলার মূল চক্রান্তকারী হিসেবে হাফিজ সাঈদ ও সাজিদ মীরের কঠোর শাস্তি চেয়েছে ভারত। পাকিস্তান তাঁদের জামাই আদরে রেখেছে বলে অভিযোগ।
আজ ভারতের সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের নাম উল্লেখ না করে বলেন, ‘মানবতার শত্রুরা ভারতে সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা চালিয়েছে।’ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইটে বলেছেন, ‘যারা এই হামলার পরিকল্পনা করেছিল এবং তদারক করেছিল, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’ বিজেপি নেতাদের বাইরেও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীও টুইট করে বলেছেন, ‘ভারত সব সময় হিংসার বিরুদ্ধে দৃঢ় অবস্থানে ছিল এবং থাকবেও।’
উল্লেখ্য, ১০ জন অস্ত্রধারী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ভারতে প্রবেশ করে টানা তিন দিন ধরে নাশকতা চালায়। ভারতীয় নিরাপত্তারক্ষীরা অবশ্য পরে তাদের ঘায়েল করতে সক্ষম হয়। জীবিত অবস্থায় হাতেনাতে ধরা পড়েন পাকিস্তানি নাগরিক আজমল কাসাভ। পরে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাঁর ফাঁসি হয়।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
১ ঘণ্টা আগেহাওয়াইয়ে ভ্রমণে গিয়ে মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার হয়েছেন দুই জার্মান কিশোরী। পর্যাপ্ত সময়ের জন্য হোটেল বুকিং না থাকায় তাদের সন্দেহজনক মনে করে এই ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
২ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
৩ ঘণ্টা আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
৩ ঘণ্টা আগে