Ajker Patrika

কিটি পার্টির ছলে কোটি রুপির প্রতারণা, নারী কারাগারে

অনলাইন ডেস্ক
ছবি: এনডিটিভি
ছবি: এনডিটিভি

ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে কিটি পার্টির আয়োজন করতেন তিনি। বন্ধুত্ব গড়ে তুলতেন সমাজের উচ্চবিত্ত গৃহিণীদের সঙ্গে। তাঁদের কাছে দাবি করতেন, বিস্তর রাজনীতিকের সঙ্গে ওঠাবসা রয়েছে তাঁর। এরপর নতুন বন্ধুদের জন্য তৈরি করতেন প্রতারণার ফাঁদ। তাঁদের দ্বিগুণ লাভের কথা বলে কম দামে দুবাই থেকে সোনা কেনার লোভনীয় প্রস্তাব দিতেন। কখনো কখনো চার গুণ লাভের প্রতিশ্রুতিও দেওয়া হতো।

এই ক্যারিশমেটিক নারীর নাম সবিতা। ২০ জনের বেশি নারীর কাছ থেকে কোটি রুপি আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়ে বর্তমানে তিনি জেলের ভাত খাচ্ছেন। অবশ্য ৪৯ বছর বয়সী এই নারী এর আগেও একই অভিযোগে গ্রেপ্তার হন এবং জামিনে মুক্তিও পান।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এবার সবিতাকে একা নয়, সঙ্গে তাঁর ছয়জন দোসরকেও হাজতে নেওয়া হয়। আর যিনি তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন, তিনি সবিতার কিটি পার্টিরই একজন সদস্য। নাম কুসুমা।

প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) অনুযায়ী, কুসুমা একজন গৃহিণী ও বিধবা। থাকেন বেঙ্গালুরু শহরে, নিজের ছেলে ও মা-বাবার সঙ্গে। গত ৩০ বছর ধরে সবিতাকে চেনেন তিনি। ২০২০ সাল থেকে তাঁদের মধ্যে আর্থিক লেনদেনের সম্পর্ক চলছিল।

প্রাথমিক তথ্য বিবরণীতে বলা হয়, ২০২৩ সালে সবিতা তাঁকে জানান, দুবাইয়ে সোনার দাম কমে গেছে। সবিতার স্বামী সেখানেই কাজ করেন। সোনায় দুই বছর বিনিয়োগ করলেই চার গুণ ফেরত। সবিতার কথায় আশ্বস্ত হয়ে ২৪ লাখ রুপি বিনিয়োগ করেন কুসুমা, যা ছিল তাঁর ও তাঁর প্রয়াত স্বামীর যৌথ সঞ্চয়।

কুসুমার সারা জীবনের সঞ্চয় ধাপে ধাপে সবিতার পরিবারের সদস্যদের কাছে পাঠানো হয়। ২ লাখ ২৫ হাজার রুপি দেওয়া হয় তাঁর ভাইকে। ১৯ লাখ ৮৫ হাজার রুপি নগদ দেওয়া হয় তাঁর মাকে। অন্য ১ লাখ ৯০ হাজার রুপি ফোন পের মাধ্যমে পাঠানো হয় সবিতার মেয়ে বাল্মিকাকে।

প্রাথমিক তথ্য বিবরণীতে কুসুমা বলেন, ‘প্রতিবার টাকা পাঠানোর পর আমি সবিতাকে ফোন করে বিষয়টি জানাতাম।’

কুসুমা বলেন, ‘২০২৪ সালের ৬ জানুয়ারি সবিতা আমাকে ফোন করে জানান, তিনি উদয় টিভি প্রকল্পে বিনিয়োগ করেছেন। তিনি আমাকে ১০ লাখ রুপি বিনিয়োগ করতে বলেন এবং আগের মতোই নিশ্চিত লাভের প্রতিশ্রুতি দেন। আমি তাঁকে বিশ্বাস করে ১০ লাখ রুপি নগদ দিয়ে দিই।’

এরপর কয়েক মাস ধরে সবিতাকে আরও কয়েক লাখ রুপি দেন কুসুমা। কখনো বিনিয়োগের জন্য, কখনো শুধুই সাহায্য হিসেবে, যেমন সবিতার মেয়ের বিয়ের খরচ বা গাড়ির ঋণ পরিশোধের জন্য।

গত জুনে কুসুমা যখন ধাপে ধাপে দেওয়া ৯৫ লাখ রুপি ফেরত চাইতে সবিতার বাড়ি যান, তখন তাঁকে ফিরিয়ে দেওয়া হয়।

সবিতা তাঁকে বলেন, তিনি অনেকের কাছ থেকেই টাকা নিয়েছেন এবং কারও টাকা তিনি ফেরত দেবেন না।

গত মঙ্গলবার করা এফআইআরে কুসুমা সাতজনের নাম উল্লেখ করেন। সবিতা ছাড়া অন্য ব্যক্তিদের নাম পুনিত, সতীশ, বাল্মিকা, দর্শন, লোকেশ ও শ্রীধর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারা দেশে আরও ১০ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা

‘আজ বুঝলাম, সময়ের কাছে মানুষ কত অসহায়’—মৃত্যুর আগে স্ট্যাটাস স্বেচ্ছাসেবক লীগ নেতার

পাথর দিয়ে মাথা থেঁতলে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

রামদা হাতে ভাইরাল সেই সাবেক যুবদল নেতাকে গুলি ও পায়ের রগ কেটে হত্যা

জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাওয়া রাইদা হতে চায় চিকিৎসক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত